আলিপুরদুয়ার, 13 নভেম্বর : বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের (Buxa Tiger Reserve) জঙ্গলে ফের দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের । জানা গিয়েছে, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংরক্ষিত বনাঞ্চলে বন দফতরের পক্ষ থেকে বসানো ট্র্যাপ ক্যামেরায় ব্ল্যাক প্যান্থরের দু‘টি ছবি ধরা পড়েছে । জঙ্গলে পরিবেশের ভারসাম্যতা বজায় রয়েছে জেনে খুশির হাওয়া বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের আধিকারিক ও বনকর্মীদের মধ্যে ।
এর আগে ২০২০ সালের জানুয়ারী মাসে একসঙ্গে জোড়া ব্ল্যাক প্যান্থারের সন্ধান মিলেছিল বক্সার জঙ্গলে । জয়ন্তী থেকে খানিকটা দূরে মহাকাল এলাকায় জোড়া ব্ল্যাক প্যান্থার দেখতে পেয়েছিলেন একদল পর্যটক । তাঁদের গাইডের দায়িত্বে থাকা লেখু মাহাতো নামে এক ব্যক্তি ওই প্যান্থার দু’টির ছবিও তোলেন বলে বন দফতরের দাবি ।
আরও পড়ুন : Liquor Price reduce in WB : বিদেশি মদে আবগারি শুল্ক কমিয়ে রাজস্ব বাড়াতে চলেছে রাজ্য
বন দফতরের কথায়, বক্সার পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক বনাঞ্চলে ব্ল্যাক প্যান্থার রয়েছে । কিন্তু খালি চোখে ব্ল্যাক প্যান্থার দেখতে পাওয়া সহজ নয় । বক্সার জঙ্গলে বিভিন্ন এলাকায় পাতা রয়েছে শতাধিক ট্র্যাপ ক্যামেরা ৷ সেই ট্র্যাপ ক্যামেরাতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও দেখা মিলেছিল ব্ল্যাক প্যান্থারের । ফের শীতের শুরুতেই আবার ক্যামেরাবন্দি কালো চিতা ।
বক্সা বিশেষজ্ঞরা বলছেন, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের ওই এলাকা ভৌগলিক কারণে বেশ নিরাপদ । তাই সেখানে মাঝেমাঝেই দেখা মেলে ব্ল্যাক প্যান্থার, ক্লাউডেড লেপার্ডের মতো বিরল প্রজাতির প্রাণীর ।