নয়াদিল্লি, 25 মে : দেশে ক্রমশ বাড়ছে মিউকোরমাইকোসিস বা ব্ল্য়াক ফাংগাসের দাপট ৷ পরিস্থিতি মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অ্য়াম্ফোটেরিসিন-বি ইনজেকশনের অতিরিক্ত 19 হাজার 420 টি ভায়াল দিচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ মঙ্গলবার একথা জানিয়েছে রাসায়নিক ও সার মন্ত্রক ৷
-
Additional 19,420 vials of #Amphotericin- B have been allocated to all States/UTs and Central Institutions today.
— Sadananda Gowda (@DVSadanandGowda) May 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Besides this, 23680 vials of Amphotericin- B were allocated across country on 21st May. pic.twitter.com/0EO8dpcW2v
">Additional 19,420 vials of #Amphotericin- B have been allocated to all States/UTs and Central Institutions today.
— Sadananda Gowda (@DVSadanandGowda) May 24, 2021
Besides this, 23680 vials of Amphotericin- B were allocated across country on 21st May. pic.twitter.com/0EO8dpcW2vAdditional 19,420 vials of #Amphotericin- B have been allocated to all States/UTs and Central Institutions today.
— Sadananda Gowda (@DVSadanandGowda) May 24, 2021
Besides this, 23680 vials of Amphotericin- B were allocated across country on 21st May. pic.twitter.com/0EO8dpcW2v
এদিন এই বিষয়ে একটি টুইট করেন কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী ডিভি সদানন্দ গৌড়া ৷ তিনি লেখেন, ‘‘আজ প্রত্যেকটি রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সংস্থার জন্য অতিরিক্ত 19 হাজার 420 টি অ্য়াম্ফোটেরিসিন-বি-এর ভায়াল বরাদ্দ করা হয়েছে ৷ এছাড়াও, গত 21 মে সারা দেশের জন্য অ্য়াম্ফোটেরিসিন-বি-এর 23 হাজার 680 টি ভায়াল বরাদ্দ করা হয়েছিল ৷’’
মিউকোরমাইকোসিস বা ব্ল্য়াক ফাংগাস হল এক ধরনের ছত্রাক সংক্রমণ, যা মূলত মাটি, গাছপালা, সার, পচা ফল ও সবজি থেকে ছড়ায় ৷ এখনও পর্যন্ত এই রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য অ্য়াম্ফোটেরিসিন-বি ইনজেকশন ব্য়বহার করা হচ্ছে ৷ যা আদতে ছত্রাক নাশকারী একটি ওষুধ ৷
গত 20 মে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে আবেদন করা হয়, যাতে তারা মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাংগাসকে 1897 সালের মহামারি আইনের আওতায় এনে তাকে স্বতন্ত্র অসুখ হিসাবে চিহ্নিত করে ৷ এছাড়া, গোটা দেশের সর্বত্রই, প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্র নির্দেশ দিয়েছে, যাঁর এই রোগে আক্রান্ত হবেন, বা যাঁদের শরীরে এই রোগের উপসর্গ থাকবে, তাঁদের সকলকে চিহ্নিত করে সেই তথ্য নয়াদিল্লিতে পাঠাতে হবে ৷ গোটা প্রক্রিয়াটিকেই কেন্দ্রীভূত ব্যধি নজরদারি প্রকল্প (আইডিএসপি)-এর আওতায় এনেছে তারা ৷
আরও পড়ুন : ধন্দ তৈরি হচ্ছে, ফাংগাসের বিভিন্ন নামে আপত্তি এইমস প্রধানের
ইতিমধ্যেই ভারতের একাধিক রাজ্যে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে ৷ রাজস্থান, গুজরাত, পঞ্জাব, হরিয়ানা, কর্নাটক, ওডিশা, তেলাঙ্গানা ও তামিলনাড়ু একে স্বতন্ত্র রোগের স্বীকৃতি দিয়েছে ৷ সোমবার দিল্লিতে 500-রও বেশি রোগীর শরীরে ব্ল্যাক ফাংগাসের হানার খবর মিলেছে ৷ এই তথ্য দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ পশ্চিমবঙ্গেও মিউকোরমাইকোসিসে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে এক মহিলার ৷