ETV Bharat / bharat

Black box of crashed IAF Chopper found : উদ্ধার হল দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের ব্ল্যাকবক্স - Black box of crashed M 17 helicopter with CDS Bipin Rawat found

পাওয়া গেল দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের ব্ল্যাকবক্স (MI 17V5 Black box identified ) ৷ এবার কী মিলবে গুরুত্বপূর্ণ তথ্য ? সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ ৷

bipin rawat
পাওয়া গেল দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের ব্ল্যাকবক্স
author img

By

Published : Dec 9, 2021, 10:54 AM IST

Updated : Dec 9, 2021, 5:19 PM IST

কুন্নুর (তামিলনাড়ু), 9 ডিসেম্বর : বৃহস্পতিবার সকালে কুন্নুরের ঘটনাস্থল থেকে পাওয়া গেল দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের ব্ল্যাকবক্স (MI 17V5 Black box identified) ৷ বুধবার ভারতীয় বায়ুসেনার এম 17 হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে ৷ চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল বিপিন রাওয়াত-সহ সেই কপ্টারে ছিলেন তাঁর স্ত্রী ও আর 12 জন ৷

উইং কমান্ডার আর ভরদ্বাজের নেতৃত্বে বায়ুসেনা অফিসারদের একটি বিশেষ দল দুর্ঘটনাগ্রস্ত চপারটির ব্ল্যাকবক্স (Black box of crashed IAF Chopper found) উদ্ধার করে ৷ এর ফলে অনেক অজানা তথ্য উঠে আসবে বলে আশাবাদী সেনা ৷ আর কিছু পাওয়া যায় কি না, তার জন্য এখনও তল্লাশি চলছে বলে জানা গিয়েছে ৷

এদিকে কোয়েম্বাটোর থেকে ছয় সদস্যের চিকিৎসকদের একটি বিশেষ দল এই দুর্ঘটনায় একমাত্র বেঁচে যাওয়া গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের চিকিৎসার জন্য ওয়েলিংটন আর্মি হাসপাতালে যাচ্ছেন ৷

আরও পড়ুন : Chopper Crash at Coonoor : ভেঙে পড়ার ঠিক আগে কুয়াশায় ঢেকে যায় সিডিএস রাওয়াতের চপার

কুন্নুর (তামিলনাড়ু), 9 ডিসেম্বর : বৃহস্পতিবার সকালে কুন্নুরের ঘটনাস্থল থেকে পাওয়া গেল দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের ব্ল্যাকবক্স (MI 17V5 Black box identified) ৷ বুধবার ভারতীয় বায়ুসেনার এম 17 হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে ৷ চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল বিপিন রাওয়াত-সহ সেই কপ্টারে ছিলেন তাঁর স্ত্রী ও আর 12 জন ৷

উইং কমান্ডার আর ভরদ্বাজের নেতৃত্বে বায়ুসেনা অফিসারদের একটি বিশেষ দল দুর্ঘটনাগ্রস্ত চপারটির ব্ল্যাকবক্স (Black box of crashed IAF Chopper found) উদ্ধার করে ৷ এর ফলে অনেক অজানা তথ্য উঠে আসবে বলে আশাবাদী সেনা ৷ আর কিছু পাওয়া যায় কি না, তার জন্য এখনও তল্লাশি চলছে বলে জানা গিয়েছে ৷

এদিকে কোয়েম্বাটোর থেকে ছয় সদস্যের চিকিৎসকদের একটি বিশেষ দল এই দুর্ঘটনায় একমাত্র বেঁচে যাওয়া গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের চিকিৎসার জন্য ওয়েলিংটন আর্মি হাসপাতালে যাচ্ছেন ৷

আরও পড়ুন : Chopper Crash at Coonoor : ভেঙে পড়ার ঠিক আগে কুয়াশায় ঢেকে যায় সিডিএস রাওয়াতের চপার

Last Updated : Dec 9, 2021, 5:19 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.