ETV Bharat / bharat

প্রেস্টিজ ফাইটে উত্তীর্ণ জ্যোতিরাদিত্য, কুর্সি ধরে রাখলেন শিবরাজ

কংগ্রেস থেকে BJP-তে যাঁরা যোগ দিয়েছিলেন তাঁদের মধ্যে অধিকাংশই জয় পেয়েছেন । এবং বড় ব্যবধানে জয় পেয়েছেন তাঁরা ।

Madhya Pradesh bypoll ২০২০
মধ্যপ্রদেশ উপনির্বাচন 2020
author img

By

Published : Nov 11, 2020, 11:18 AM IST

ভোপাল, 11 নভেম্বর : একটু এদিক ওদিক হলেই শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন সরকার পড়ে যেতে পারত । সঙ্গে এটা ছিল জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার প্রেস্টিজ ফাইটও । আর তাতে সসম্মানে উত্তীর্ণ BJP । মধ্যপ্রদেশে 28টি আসনে উপনির্বাচনে 19টিতেই জয় পেল তারা ।

কংগ্রেস পেয়েছে 9টি আসন । ভান্ডের বিধানসভা কেন্দ্রে পুনরায় গণনার পরও কংগ্রেস হেরে যায় । BJP-র রক্ষা সিরোনিয়া 51 ভোটে জয়ী হন । অন্যদিকে সাঁচি কেন্দ্রে BJP প্রার্থী প্রভুরাম চৌধুরি সবথেকে বেশি ভোটে জয়ী হয়েছেন ।

আগর বিধানসভা কেন্দ্রে BJP ও কংগ্রেস একে অপরকে কড়া টক্কর দেয় । শেষ পর্যন্ত কংগ্রেসের বিপিন ওয়াংখেড়ে জয়ী হন । তিনি 88 হাজার 454 এবং BJP-র মনোজ উটওয়াল 86 হাজার 507 ভোট পান । এই কেন্দ্র বরাবর BJP-র দখলে ছিল । মনোহরলাল উটওয়ালের মৃত্যুর পর এই আসনটি খালি হয় । সাঁচি বিধানসভা কেন্দ্রে সবথেকে বড় ব্যবধানে জয় পান BJP-র প্রভুরাম চৌধুরি । তিনি পান 1 লাখ 15 হাজার 511 ভোট । অন্যদিকে কংগ্রেসের মদনলাল চৌধুরি পান 52 হাজার 376 ভোট । কংগ্রেস থেকে BJP-তে গেছেন এমন 12জনের মধ্যে 9 জনই জয় পেয়েছেন । তাঁদের মধ্যে অধিকাংশ প্রার্থী বড় ব্যবধানে জয়ী হয়েছেন ।

জয়ের পর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, "কমল নাথ ও দিগ্বিজয় সিং হলেন সবথেকে বড় মিথ্যাবাদী ।"

ভোপাল, 11 নভেম্বর : একটু এদিক ওদিক হলেই শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন সরকার পড়ে যেতে পারত । সঙ্গে এটা ছিল জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার প্রেস্টিজ ফাইটও । আর তাতে সসম্মানে উত্তীর্ণ BJP । মধ্যপ্রদেশে 28টি আসনে উপনির্বাচনে 19টিতেই জয় পেল তারা ।

কংগ্রেস পেয়েছে 9টি আসন । ভান্ডের বিধানসভা কেন্দ্রে পুনরায় গণনার পরও কংগ্রেস হেরে যায় । BJP-র রক্ষা সিরোনিয়া 51 ভোটে জয়ী হন । অন্যদিকে সাঁচি কেন্দ্রে BJP প্রার্থী প্রভুরাম চৌধুরি সবথেকে বেশি ভোটে জয়ী হয়েছেন ।

আগর বিধানসভা কেন্দ্রে BJP ও কংগ্রেস একে অপরকে কড়া টক্কর দেয় । শেষ পর্যন্ত কংগ্রেসের বিপিন ওয়াংখেড়ে জয়ী হন । তিনি 88 হাজার 454 এবং BJP-র মনোজ উটওয়াল 86 হাজার 507 ভোট পান । এই কেন্দ্র বরাবর BJP-র দখলে ছিল । মনোহরলাল উটওয়ালের মৃত্যুর পর এই আসনটি খালি হয় । সাঁচি বিধানসভা কেন্দ্রে সবথেকে বড় ব্যবধানে জয় পান BJP-র প্রভুরাম চৌধুরি । তিনি পান 1 লাখ 15 হাজার 511 ভোট । অন্যদিকে কংগ্রেসের মদনলাল চৌধুরি পান 52 হাজার 376 ভোট । কংগ্রেস থেকে BJP-তে গেছেন এমন 12জনের মধ্যে 9 জনই জয় পেয়েছেন । তাঁদের মধ্যে অধিকাংশ প্রার্থী বড় ব্যবধানে জয়ী হয়েছেন ।

জয়ের পর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, "কমল নাথ ও দিগ্বিজয় সিং হলেন সবথেকে বড় মিথ্যাবাদী ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.