নয়াদিল্লি, 9 এপ্রিল: আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রার্থীতালিকা স্থির করতে রবিবার বৈঠকে বসছে শাসক বিজেপি ৷ সূত্রের খবর, এদিন দলের কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে ৷ দাবি করা হচ্ছে, এদিনের এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জে পি নাড্ডা, দলের সাধারণ সম্পাদক বি এল সন্তোষ-সহ কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সব সদস্য উপস্থিত থাকবেন ৷
উল্লেখ্য, আগামী 10 মে ভোট হবে দক্ষিণের রাজ্য কর্ণাটকে ৷ সেই নির্বাচনে কারা কারা প্রার্থী হবেন, তা নিয়ে ইতিমধ্যেই একদফা আলোচনা সেরে ফেলেছেন অমিত শাহ ও জে পি নাড্ডা ৷ শনিবার নাড্ডার দিল্লি বাসভবনে এই বৈঠক হয় ৷ সেই বৈঠকে কর্ণাটক বিজেপির রাজ্য সভাপতি নলিন কুমার কাটেল, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য-সহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন ৷
বিজেপি সূত্রে খবর, কর্ণাটকের প্রত্য়েকটি বিধানসভা আসনের জন্য তিনটি করে নাম বেছে নেওয়া হয়েছে ৷ এই নামগুলিই রবিবারের বৈঠকে কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সামনে পেশ করা হবে ৷ তিনজন সম্ভাব্য প্রার্থীর মধ্যে একজনের নাম চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট সকলের সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেবেন কেন্দ্রীয় কমিটির সদস্যরা ৷ তারপর সবদিক বিবেচনা করে যোগ্যতম ব্যক্তিকেই দলের টিকিট দেওয়া হবে ৷
উল্লেখ্য, গত 4 এপ্রিল কর্ণাটক রাজ্য বিজেপির কোর কমিটির একটি বৈঠক হয় ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলের জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং, রাজ্য নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা ধর্মেন্দ্র প্রধান, তাঁর সহকারী মনসুখ মাণ্ডব্য, কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সদস্য আন্নামালাই, রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা এবং তাঁর উত্তরসূরি তথা বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ সেই বৈঠকেও প্রার্থীতালিকা নিয়ে আলোচনা করা হয় ৷
আরও পড়ুন: কর্ণাটক ভোটে দ্বিতীয় দফার প্রার্থীতালিকা প্রকাশ কংগ্রেসের
প্রসঙ্গত, কর্ণাটকের শেষবারের নির্বাচনে একক সংখ্য়াগরিষ্ঠ দল হিসাবে উঠে এসেছিল বিজেপি ৷ তারা পেয়েছিল 104টি আসন ৷ কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 80টি কেন্দ্র এবং জনতা দল (সেকুলার) জিতেছিল 37টি আসনে ৷ গত 29 মার্চ কর্ণাটক নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ তিনি জানান, আগামী 10 মে ভোট হবে 224টি আসনযুক্ত কর্ণাটক বিধানসভায় ৷ গণনা ও ফল ঘোষণা করা হবে 13 মে ৷