ETV Bharat / bharat

Akhilesh Yadav: বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ অখিলেশের - sp president

নিজের নির্বাচনী কেন্দ্র আজমগড়ের একটি জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব ৷

Akhilesh Yadav
বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ অখিলেশের
author img

By

Published : Oct 28, 2021, 7:50 PM IST

আজমগড়, 28 অক্টোবর: 2022 সালে বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে ৷ বৃহস্পতিবার একটি জনসভায় যোগ দিয়ে উত্তরপ্রদেশ রাজ্যের শাসকদল বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব ৷ আজ তিনি বলেন, "বিজেপি রাজ্যের যুবসমাজের চাকরি কেড়ে নিয়েছে ৷ সুতরাং, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে রাজ্য থেকে বিতাড়িত করতে হবে ৷" জনসভা থেকে তিনি নিজের নির্বাচনী কেন্দ্রের একটি কলেজের মেধাবী ছাত্রছাত্রীদের ল্যাপটপও প্রদান করেন ৷

জনসভা থেকে তিনি আরও বলেন, "আজমগড় হল সমকালীন সময়ের একটি শক্তিশালী সমাজতান্ত্রিক দুর্গ, সেখানে এমন কিছু হবে যা বিজেপি বুঝতে পারবে না ৷ শুধুমাত্র বিজেপিকে তাড়ানো হবে তাই নয়, এইরাজ্যে বিজেপির কোনও অস্তিত্ব থাকবে না ৷ কারণ মানুষ তাদের চাকরি হারিয়েছে ৷ " গতকালই উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে তাড়াতে আগামী বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি ও সুহিলদেব ভারতীয় সমাজ পার্টি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'খেলা হবে' স্লোগানের অনুকরণে নতুন স্লোগান ঘোষণা করেছে 'খাদেদা হবে ৷ '

আরও পড়ুন: বিজেপি হটাতে উত্তরপ্রদেশে বিরোধী জোটের স্লোগান 'খাদেদা হবে'

উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে উৎখাত করতে সে রাজ্যের বিরোধীরা জোটবদ্ধ হয়েছে ৷ সবপক্ষই চাইছে বিজেপি শাসনমুক্ত উত্তরপ্রদেশ ৷ সেজন্য বিরোধী আঞ্চলিক দলগুলি একসঙ্গে নির্বাচন লড়তে চাইছে ৷ ইতিমধ্যেই এই বিষয়ে প্রস্তুতি শুরু করেছে রাজ্যের বিরোধী দলগুলি ৷

আজমগড়, 28 অক্টোবর: 2022 সালে বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে ৷ বৃহস্পতিবার একটি জনসভায় যোগ দিয়ে উত্তরপ্রদেশ রাজ্যের শাসকদল বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব ৷ আজ তিনি বলেন, "বিজেপি রাজ্যের যুবসমাজের চাকরি কেড়ে নিয়েছে ৷ সুতরাং, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে রাজ্য থেকে বিতাড়িত করতে হবে ৷" জনসভা থেকে তিনি নিজের নির্বাচনী কেন্দ্রের একটি কলেজের মেধাবী ছাত্রছাত্রীদের ল্যাপটপও প্রদান করেন ৷

জনসভা থেকে তিনি আরও বলেন, "আজমগড় হল সমকালীন সময়ের একটি শক্তিশালী সমাজতান্ত্রিক দুর্গ, সেখানে এমন কিছু হবে যা বিজেপি বুঝতে পারবে না ৷ শুধুমাত্র বিজেপিকে তাড়ানো হবে তাই নয়, এইরাজ্যে বিজেপির কোনও অস্তিত্ব থাকবে না ৷ কারণ মানুষ তাদের চাকরি হারিয়েছে ৷ " গতকালই উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে তাড়াতে আগামী বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি ও সুহিলদেব ভারতীয় সমাজ পার্টি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'খেলা হবে' স্লোগানের অনুকরণে নতুন স্লোগান ঘোষণা করেছে 'খাদেদা হবে ৷ '

আরও পড়ুন: বিজেপি হটাতে উত্তরপ্রদেশে বিরোধী জোটের স্লোগান 'খাদেদা হবে'

উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে উৎখাত করতে সে রাজ্যের বিরোধীরা জোটবদ্ধ হয়েছে ৷ সবপক্ষই চাইছে বিজেপি শাসনমুক্ত উত্তরপ্রদেশ ৷ সেজন্য বিরোধী আঞ্চলিক দলগুলি একসঙ্গে নির্বাচন লড়তে চাইছে ৷ ইতিমধ্যেই এই বিষয়ে প্রস্তুতি শুরু করেছে রাজ্যের বিরোধী দলগুলি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.