ETV Bharat / bharat

BJP National Executive Meet: হায়দরাবাদে গেরুয়া দাপট, কেসিআরের তেলেঙ্গানায় গুজরাত-টুপি - হায়দরাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আজ হায়দরাবাদে বিজেপির জাতীয় বৈঠকের দ্বিতীয় দিন ৷ দেশে অন্যতম গুরুত্বপূর্ণ বিজেপি-বিরোধী রাজ্য তেলেঙ্গানা ৷ এবছরের শেষে গুজরাত, তেইশে তেলেঙ্গানা, চব্বিশে লোকসভা ৷ তারই জোরদার প্রস্তুতি চলছে গেরুয়া শিবিরে (BJP National Executive Meet) ?

Gujarat Cap in Hyderabad
হায়দরাবাদে গুজরাত টুপি
author img

By

Published : Jul 3, 2022, 11:38 AM IST

হায়দরাবাদ, 3 জুলাই : নিজাম-শহর গেরুয়া হবে গুজরাতের ছোঁয়ায় ? তেমনটাই বলছে বিজেপির জাতীয় কার্যকরী সমিতির দ্বিতীয় দিনের বৈঠক ৷ আজ, রবিবার হায়দরাবাদের বৈঠকে উপস্থিত সবাইকে 'বিজেপি গুজরাত ক্যাপ', মানে গুজরাতের টুপি দেবে রাজ্য গেরুয়া শিবির ৷ শেষ সংসদীয় অধিবেশনে গুজরাত বিজেপি এই টুপি এবং নিউট্রশন বার উপহার দিয়েছিলেন সংসদের সব সদস্যকে ৷

সংবাদসংস্থাকে এক বিজেপি নেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাতের ৷ তাই এরাজ্য খবরের শিরোনামে থাকে ৷ আজ দ্বিতীয় দিন জাতীয় কার্যকরী বৈঠকে যাঁরা এসেছেন, তাঁদের সকলকে গুজরাতের টুপি দেওয়া হবে ৷ অনেক ধরনের টুপি দেখে এই ডিজাইনকে চূড়ান্ত করা করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব ৷ সুরাটে এই টুপিগুলি তৈরি হয়েছে ৷ এই শহর কাপড়ের জন্য বিখ্যাত ৷ বিজেপির রাজ্য সভাপতি সি আর পাটিল নিজে দায়িত্ব নিয়ে টুপিগুলি তৈরি করিয়েছেন (BJP to distribute Gujarat Cap in Hyderabad BJP National Executive Meet) ৷

আরও পড়ুন: হায়দরাবাদে বিজেপির কার্যকরী সমিতির বৈঠক শুরু আজ, একইদিনে তেলেঙ্গানায় যশবন্ত

উন্নত মানের সুতির কাপড় দিয়ে তৈরি গেরুয়া রঙের এই টুপি ৷ গুজরাতের টুপিগুলিতে বিজেপি শব্দটি মোটা করে লেখা ছিল ৷ তেলেঙ্গানায় তা একটু ফ্যাশন দুরস্ত করা হয়েছে ৷ সরু এমব্রয়ডারিতে গুজরাতি ভাষায় 'ভাজাপ' (Bhajap) লেখা আছে ৷ সঙ্গে অবশ্যই দলের প্রতীক পদ্মফুল ৷ সম্প্রতি প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী এধরনেরই একটি টুপি পরেছিলেন ৷ সেটি উত্তরাখণ্ডের ছিল ৷ তাতে ব্রহ্মকমল ফুলের ছবি সেলাই করা ছিল ৷ গুজরাতের এক প্রবীণ বিজেপি নেতা বলেন, "আমরা গুজরাতে বহু বছর ধরেই গেরুয়া রঙের টুপি পরছি ৷ এবার এর মান এবং ডিজাইন নিয়ে আরও চিন্তাভাবনা করা হয়েছে ৷"

চলতি বছরের শেষে গুজরাতে বিধানসভা নির্বাচন ৷ মোদি-রাজ্য কয়েক দশক ধরে গেরুয়া শিবিরের দখলে ৷ প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদি সবচেয়ে বেশি দিন মসনদে থেকেছেন ৷ আর 2023-এ তেলেঙ্গানায় নির্বাচন ৷ তারপরেই লোকসভা ৷ তাই বিরোধী কেসিআরের রাজধানীতে গেরুয়া দাপট ! তাও টুপি পরিয়ে !

আরও পড়ুন: গুলবার্গ হত্যাকাণ্ডে ফের ক্লিনচিট মোদিকে, জাকিয়া জাফরির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

হায়দরাবাদ, 3 জুলাই : নিজাম-শহর গেরুয়া হবে গুজরাতের ছোঁয়ায় ? তেমনটাই বলছে বিজেপির জাতীয় কার্যকরী সমিতির দ্বিতীয় দিনের বৈঠক ৷ আজ, রবিবার হায়দরাবাদের বৈঠকে উপস্থিত সবাইকে 'বিজেপি গুজরাত ক্যাপ', মানে গুজরাতের টুপি দেবে রাজ্য গেরুয়া শিবির ৷ শেষ সংসদীয় অধিবেশনে গুজরাত বিজেপি এই টুপি এবং নিউট্রশন বার উপহার দিয়েছিলেন সংসদের সব সদস্যকে ৷

সংবাদসংস্থাকে এক বিজেপি নেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাতের ৷ তাই এরাজ্য খবরের শিরোনামে থাকে ৷ আজ দ্বিতীয় দিন জাতীয় কার্যকরী বৈঠকে যাঁরা এসেছেন, তাঁদের সকলকে গুজরাতের টুপি দেওয়া হবে ৷ অনেক ধরনের টুপি দেখে এই ডিজাইনকে চূড়ান্ত করা করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব ৷ সুরাটে এই টুপিগুলি তৈরি হয়েছে ৷ এই শহর কাপড়ের জন্য বিখ্যাত ৷ বিজেপির রাজ্য সভাপতি সি আর পাটিল নিজে দায়িত্ব নিয়ে টুপিগুলি তৈরি করিয়েছেন (BJP to distribute Gujarat Cap in Hyderabad BJP National Executive Meet) ৷

আরও পড়ুন: হায়দরাবাদে বিজেপির কার্যকরী সমিতির বৈঠক শুরু আজ, একইদিনে তেলেঙ্গানায় যশবন্ত

উন্নত মানের সুতির কাপড় দিয়ে তৈরি গেরুয়া রঙের এই টুপি ৷ গুজরাতের টুপিগুলিতে বিজেপি শব্দটি মোটা করে লেখা ছিল ৷ তেলেঙ্গানায় তা একটু ফ্যাশন দুরস্ত করা হয়েছে ৷ সরু এমব্রয়ডারিতে গুজরাতি ভাষায় 'ভাজাপ' (Bhajap) লেখা আছে ৷ সঙ্গে অবশ্যই দলের প্রতীক পদ্মফুল ৷ সম্প্রতি প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রী এধরনেরই একটি টুপি পরেছিলেন ৷ সেটি উত্তরাখণ্ডের ছিল ৷ তাতে ব্রহ্মকমল ফুলের ছবি সেলাই করা ছিল ৷ গুজরাতের এক প্রবীণ বিজেপি নেতা বলেন, "আমরা গুজরাতে বহু বছর ধরেই গেরুয়া রঙের টুপি পরছি ৷ এবার এর মান এবং ডিজাইন নিয়ে আরও চিন্তাভাবনা করা হয়েছে ৷"

চলতি বছরের শেষে গুজরাতে বিধানসভা নির্বাচন ৷ মোদি-রাজ্য কয়েক দশক ধরে গেরুয়া শিবিরের দখলে ৷ প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদি সবচেয়ে বেশি দিন মসনদে থেকেছেন ৷ আর 2023-এ তেলেঙ্গানায় নির্বাচন ৷ তারপরেই লোকসভা ৷ তাই বিরোধী কেসিআরের রাজধানীতে গেরুয়া দাপট ! তাও টুপি পরিয়ে !

আরও পড়ুন: গুলবার্গ হত্যাকাণ্ডে ফের ক্লিনচিট মোদিকে, জাকিয়া জাফরির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.