ETV Bharat / bharat

বিহার ভোটে তারকা প্রচারকদের চার্টার্ড বিমানে 24 কোটি টাকা খরচ বিজেপির

বিহার ভোটে কমিশন যে নির্দেশিকা জারি করেছিল তাতে, একজন প্রার্থী একটি ভোটে 30 লাখ 80 হাজার টাকা পর্যন্ত খরচ করতে পারেন ৷ কিন্তু কোনও রাজনৈতিক দলের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা কত হবে, সেই সংক্রান্ত কোনও উল্লেখ নেই ৷

বিহার ভোটে তারকা প্রচারকদের চার্টার বিমান
বিহার ভোটে তারকা প্রচারকদের চার্টার বিমান
author img

By

Published : May 22, 2021, 1:50 PM IST

Updated : May 22, 2021, 4:32 PM IST

নয়াদিল্লি ও পটনা, 22 মে : গত বছর বিহারের বিধানসভা ভোটে 26 কোটি 7 লাখ খরচ করেছে বিজেপির দিল্লি অফিস ৷ তার মধ্যে 24 কোটি 7 লাখ টাকা খরচ করেছে শুধুমাত্র চার্টার্ড বিমানের জন্য ৷ জে পি নাড্ডা-রাজনাথ সিং-যোগী আদিত্যনাথের মতো তারকা প্রচারকদের যাতায়াতে খরচ হয়েছে এই বিশাল অঙ্কের টাকা ৷

বিজেপির তরফে নির্বাচন কমিশনের কাছে খরচের যে হিসেব দেখানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে বিজেপির বিহার শাখা 28 কোটি টাকা খরচ করেছে ভোটের সময় ৷ এর মধ্যে প্রার্থীদের প্রচারে সাহায্যের জন্য খরচ হয়েছে সাড়ে 16 কোটি টাকা ৷ হিসেব বলছে, 15 লাখ টাকা করে দেওয়া হয়েছে প্রার্থীদের ৷ ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে ভোট পর্ব শেষ হওয়া পর্যন্ত দিল্লি অফিস ও বিহারের দলীয় কার্যালয় মিলিয়ে প্রায় 71 কোটি 73 লাখ টাকা খরচ হয়েছে ৷

বিহারে ভোটের দিন ঘোষণার আগে দিল্লি ও বিহার বিজেপির অ্যাকাউন্ট মিলিয়ে ছিল 2376.90 কোটি টাকা ৷ আর ভোটের শেষে সেই অঙ্ক এসে দাঁড়ায় 2279.96 কোটি টাকায় ৷

মার্চ মাসে দলের যে খরচের হিসেব জমা করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে বিজেপির তিন তারকা প্রচারক -- সুশীলকুমার মোদি, দেবেন্দ্র ফড়নবিশ ও শাহনওয়াজ় হুসেনের বিমান ও গাড়ির জন্য খরচ হয়েছে দেড় কোটি টাকা ৷ বাকি নেতাদের ট্রেন ও গাড়িতে যাতায়াত বাবদ 45 লাখ 60 হাজার টাকা খরচ হয়েছে ৷

এছাড়া 16 কোটির বেশি টাকা খরচ হয়েছে শুধু বিভিন্ন সংবাদমাধ্যমে বিজ্ঞাপনের জন্য ৷ এই অঙ্কটি শুধু বিহার বিজেপির কার্যালয় থেকে খরচ হয়েছে ৷ এর মধ্যে 1 কোটি 59 লাখ টাকা দেওয়া হয়েছে গুগলকে ৷ কমিশনের থেকে বিহারের ভোটের জন্য যে ঊর্ধ্বসীমা বেধে দেওয়া হয়েছিল, তা অনুযায়ী একজন প্রার্থী একটি ভোটে 30 লাখ 80 হাজার টাকা পর্যন্ত খরচ করতে পারে ৷ কিন্তু কোনও রাজনৈতিক দলের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা কত হবে, সেই সংক্রান্ত কোনও উল্লেখ নেই ৷

নয়াদিল্লি ও পটনা, 22 মে : গত বছর বিহারের বিধানসভা ভোটে 26 কোটি 7 লাখ খরচ করেছে বিজেপির দিল্লি অফিস ৷ তার মধ্যে 24 কোটি 7 লাখ টাকা খরচ করেছে শুধুমাত্র চার্টার্ড বিমানের জন্য ৷ জে পি নাড্ডা-রাজনাথ সিং-যোগী আদিত্যনাথের মতো তারকা প্রচারকদের যাতায়াতে খরচ হয়েছে এই বিশাল অঙ্কের টাকা ৷

বিজেপির তরফে নির্বাচন কমিশনের কাছে খরচের যে হিসেব দেখানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে বিজেপির বিহার শাখা 28 কোটি টাকা খরচ করেছে ভোটের সময় ৷ এর মধ্যে প্রার্থীদের প্রচারে সাহায্যের জন্য খরচ হয়েছে সাড়ে 16 কোটি টাকা ৷ হিসেব বলছে, 15 লাখ টাকা করে দেওয়া হয়েছে প্রার্থীদের ৷ ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে ভোট পর্ব শেষ হওয়া পর্যন্ত দিল্লি অফিস ও বিহারের দলীয় কার্যালয় মিলিয়ে প্রায় 71 কোটি 73 লাখ টাকা খরচ হয়েছে ৷

বিহারে ভোটের দিন ঘোষণার আগে দিল্লি ও বিহার বিজেপির অ্যাকাউন্ট মিলিয়ে ছিল 2376.90 কোটি টাকা ৷ আর ভোটের শেষে সেই অঙ্ক এসে দাঁড়ায় 2279.96 কোটি টাকায় ৷

মার্চ মাসে দলের যে খরচের হিসেব জমা করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে বিজেপির তিন তারকা প্রচারক -- সুশীলকুমার মোদি, দেবেন্দ্র ফড়নবিশ ও শাহনওয়াজ় হুসেনের বিমান ও গাড়ির জন্য খরচ হয়েছে দেড় কোটি টাকা ৷ বাকি নেতাদের ট্রেন ও গাড়িতে যাতায়াত বাবদ 45 লাখ 60 হাজার টাকা খরচ হয়েছে ৷

এছাড়া 16 কোটির বেশি টাকা খরচ হয়েছে শুধু বিভিন্ন সংবাদমাধ্যমে বিজ্ঞাপনের জন্য ৷ এই অঙ্কটি শুধু বিহার বিজেপির কার্যালয় থেকে খরচ হয়েছে ৷ এর মধ্যে 1 কোটি 59 লাখ টাকা দেওয়া হয়েছে গুগলকে ৷ কমিশনের থেকে বিহারের ভোটের জন্য যে ঊর্ধ্বসীমা বেধে দেওয়া হয়েছিল, তা অনুযায়ী একজন প্রার্থী একটি ভোটে 30 লাখ 80 হাজার টাকা পর্যন্ত খরচ করতে পারে ৷ কিন্তু কোনও রাজনৈতিক দলের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা কত হবে, সেই সংক্রান্ত কোনও উল্লেখ নেই ৷

Last Updated : May 22, 2021, 4:32 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.