নয়াদিল্লি, 11 জানুয়ারি: 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন ৷ সেই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল কংগ্রেসকে ৷ কিন্তু এই আমন্ত্রণ প্রত্যাখান করেছে 'হাত' শিবির ৷ দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে না কংগ্রেস ৷ রাম মন্দির উদ্বোধনকে 'বিজেপি এবং আরএসএসের অনুষ্ঠান' বলে আমন্ত্রণ প্রত্যাখান করেছে কংগ্রেস ৷ সোশাল মিডিয়ায় বুধবার সে কথা জানিয়েছেন কংগ্রেসের প্রবীণ সাংসদ জয়রাম রমেশ ৷ এরপরেই কংগ্রেসের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখানকে দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক এবং লজ্জাজনক বলে অভিহিত করেছেন বিজেপি নেতারা ।
বৃহস্পতিবার বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, "ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সমগ্র দেশের জন্য আনন্দের বিষয় । এই আমন্ত্রণ প্রত্যাখান খুবই দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক এবং লজ্জাজনক ৷ কংগ্রেস সবসময় রাম জন্মভূমির বিরোধিতা করেছে ৷ কংগ্রেস দল দেশ শাসন করেছে, তবুও আজ কোথায় নেমে গিয়েছে ৷ আগামী নির্বাচনে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে । এটা কি সংঘের কর্মসূচি? এটি দেশের একটি কর্মসূচি ৷ পুরো বিশ্ব এই দিনটির জন্য অপেক্ষা করছে ৷"
বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী একটি সাংবাদিক সম্মেলনে বলেন, "কংগ্রেস কেবল সমস্ত কিছু বয়কট করে, তা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হোক বা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভারতরত্ন অনুষ্ঠান । নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছিল কংগ্রেস। বয়কট করেছিল জি20 শীর্ষ সম্মেলন ৷ 2004 থেকে 2009 পর্যন্ত কংগ্রেস কার্গিল বিজয় দিবসও বয়কট করেছিল ।"
এদিকে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেছেন, "আমন্ত্রণ প্রত্যাখ্যান করা প্রমাণ করে যে কংগ্রেস ভগবান রামের বিরুদ্ধে। সরকার বা বিজেপির পক্ষ থেকে আমন্ত্রণ পাঠানো হয়নি । এটি পাঠিয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট । ভগবান রামকে একটি কাল্পনিক চরিত্র বলেছিল কংগ্রেস ।" অন্যদিকে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সম্পাদক চম্পত রাই বলেন, "আমরা অনেককে আমন্ত্রণ পাঠিয়েছি ৷ কিন্তু আমন্ত্রিত অনেকেই আসছেন না। সবাইকে অনেক সমস্যা দেখতে হয় ।"
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং দাবি করেছেন, "অযোধ্যায় যাওয়ার মতো নৈতিক শক্তি এই গ্র্যান্ড ওল্ড পার্টির নেই । গিরিরাজ সিং এএনআইকে বলেছেন, এরা চরমপন্থী হিন্দু, যখন তারা মনে করে যে তাদের ভোট পেতে হবে তখন তারা নরমপন্থী হিন্দু হওয়ার চেষ্টা করে ৷ জওহরলাল নেহরুর পর থেকে কংগ্রেসের কেউ অযোধ্যায় যাননি । কংগ্রেস দল নিজেই আদালতে মামলাটি বিচারাধীন রাখার কাজ করেছিল, তাই তাদের অযোধ্যায় যাওয়ার নৈতিক শক্তি নেই ।"
(সংবাদ সংস্থা -এএনআই)
আরও পড়ুন: