ETV Bharat / bharat

প্রধানমন্ত্রিত্বের দৌড় থেকে রাহুল গান্ধিকে সরাতে চায় 'ইন্ডিয়া' জোট, চাঞ্চল্যকর দাবি বিজেপির

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 10:11 AM IST

BJP on Kharge name proposed as PM face: 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে পারলে দেশের প্রধানমন্ত্রী কে হবেন ? 'ইন্ডিয়া' জোটের বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ এবার এ নিয়েই কড়া প্রতিক্রিয়া দিল বিজেপি।

ETV Bharat
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছে ইন্ডিয়া জোটের দুই বড় সদস্য আপ ও তৃণমূল ৷ কারণ, তারা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে প্রধানমন্ত্রিত্বের দৌড় থেকে হঠাতে চায়। এমনই দাবি করলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং ৷ আর এ নিয়েই রাজনৈতিক মহলে নতুন করে তরজার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাজধানীতে ইন্ডিয়া জোটের বৈঠক ছিল ৷ সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম উল্লেখ করেন ৷ আপ প্রধানের বক্তব্য, অশীতিপর খাড়গে প্রধানমন্ত্রী হলে, তিনিই দেশের প্রথম দলিত প্রধানমন্ত্রী হবেন ৷ তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷

তবে সূত্রের খবর, ইন্ডিয়া জোটের বৈঠক শেষে বিরোধী জোটের অন্যতম প্রধান মুখ তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ওই বৈঠকে জানিয়েছেন, 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জেতাটা জরুরি ৷ প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে এখন আলোচনার প্রয়োজন নেই। এই মুহূর্তে জোটের শক্তি বৃদ্ধির উপর জোর দিতে চাইছেন তিনি ৷ পরে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর কথা ভাবনাচিন্তা করা যাবে ৷

বিজেপি নেতারা মনে করছেন, কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে, রাহুল গান্ধি থাকাকালীন মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন না ৷ তারা দু'জনেই রাহুল গান্ধিকে এই দৌড় থেকে সরিয়ে দিতে চান ৷ তাই এই ফাঁদ পেতেছেন ৷ অন্যদিকে, আরেক কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে জানান, দেশের অগ্রগতিকে রুখতেই ইন্ডিয়া জোট এই বৈঠক করছে ৷

এনডিএ জোটের সদস্য দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-র প্রধান আঠওয়ালে বলেন, "মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে ৷ দেশের যাতে কোনও উন্নতি না হয় তা নিশ্চিত করতেই এই বৈঠক ডাকা হয়েছে ৷" তিনি বলেন, "শুধুমাত্র 2024 সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হারানোর জন্য ওই জোটের সদস্যদলগুলি ঐক্যবদ্ধ হয়েছে ৷ কিন্তু মোদিকে হারানোটা ছেলেখেলা নয় ৷ নরেন্দ্র মোদি একজন শক্তিশালী ব্যক্তি ৷ তিনি এই দেশ এবং নাগরিকদের জন্য কাজ করেছেন ৷ বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর সদ্য তিনটি রাজ্যে সরকার গড়েছে বিজেপি ৷"

আরও পড়ুন:

  1. 31 ডিসেম্বরের মধ্যেই করতে হবে আসন সমঝোতা, জোট বৈঠকে সময় বেঁধে দিল তৃণমূল
  2. মমতার মাস্টারস্ট্রোক ! দলিত মুখ ও দাক্ষিণাত্য নীতি মেনেই খাড়গের নাম প্রস্তাব
  3. 'ইন্ডিয়া' জোটের প্রধানমন্ত্রী পদের মুখ হোন খাড়গে, বৈঠকে প্রস্তাব মমতার; সমর্থন কেজরির

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: দেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছে ইন্ডিয়া জোটের দুই বড় সদস্য আপ ও তৃণমূল ৷ কারণ, তারা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে প্রধানমন্ত্রিত্বের দৌড় থেকে হঠাতে চায়। এমনই দাবি করলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিং ৷ আর এ নিয়েই রাজনৈতিক মহলে নতুন করে তরজার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাজধানীতে ইন্ডিয়া জোটের বৈঠক ছিল ৷ সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম উল্লেখ করেন ৷ আপ প্রধানের বক্তব্য, অশীতিপর খাড়গে প্রধানমন্ত্রী হলে, তিনিই দেশের প্রথম দলিত প্রধানমন্ত্রী হবেন ৷ তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷

তবে সূত্রের খবর, ইন্ডিয়া জোটের বৈঠক শেষে বিরোধী জোটের অন্যতম প্রধান মুখ তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ওই বৈঠকে জানিয়েছেন, 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জেতাটা জরুরি ৷ প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে এখন আলোচনার প্রয়োজন নেই। এই মুহূর্তে জোটের শক্তি বৃদ্ধির উপর জোর দিতে চাইছেন তিনি ৷ পরে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর কথা ভাবনাচিন্তা করা যাবে ৷

বিজেপি নেতারা মনে করছেন, কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে, রাহুল গান্ধি থাকাকালীন মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন না ৷ তারা দু'জনেই রাহুল গান্ধিকে এই দৌড় থেকে সরিয়ে দিতে চান ৷ তাই এই ফাঁদ পেতেছেন ৷ অন্যদিকে, আরেক কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে জানান, দেশের অগ্রগতিকে রুখতেই ইন্ডিয়া জোট এই বৈঠক করছে ৷

এনডিএ জোটের সদস্য দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-র প্রধান আঠওয়ালে বলেন, "মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে ৷ দেশের যাতে কোনও উন্নতি না হয় তা নিশ্চিত করতেই এই বৈঠক ডাকা হয়েছে ৷" তিনি বলেন, "শুধুমাত্র 2024 সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হারানোর জন্য ওই জোটের সদস্যদলগুলি ঐক্যবদ্ধ হয়েছে ৷ কিন্তু মোদিকে হারানোটা ছেলেখেলা নয় ৷ নরেন্দ্র মোদি একজন শক্তিশালী ব্যক্তি ৷ তিনি এই দেশ এবং নাগরিকদের জন্য কাজ করেছেন ৷ বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর সদ্য তিনটি রাজ্যে সরকার গড়েছে বিজেপি ৷"

আরও পড়ুন:

  1. 31 ডিসেম্বরের মধ্যেই করতে হবে আসন সমঝোতা, জোট বৈঠকে সময় বেঁধে দিল তৃণমূল
  2. মমতার মাস্টারস্ট্রোক ! দলিত মুখ ও দাক্ষিণাত্য নীতি মেনেই খাড়গের নাম প্রস্তাব
  3. 'ইন্ডিয়া' জোটের প্রধানমন্ত্রী পদের মুখ হোন খাড়গে, বৈঠকে প্রস্তাব মমতার; সমর্থন কেজরির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.