হায়দরাবাদ, 7 অক্টোবর: রামোজি গোষ্ঠীর চেয়ারম্যান রামোজি রাওয়ের সঙ্গে দেখা করলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা ৷ শুক্রবার তিনি হায়দরাবাদে আসেন এবং রামোজি রাওয়ের সঙ্গে দেখা করেন ৷ তাঁর সঙ্গে সাক্ষাতের মুহূর্তগুলি এক্স হ্যান্ডেল (টুইটার) পোস্ট করেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা ৷
সোশাল মিডিয়ায় জে পি নাড্ডা লেখেন, "হায়দরাবাদে রামোজি রাওয়ের বাড়িতে তাঁর সঙ্গে দেখা হল ৷ বিশ্বের চলচ্চিত্র ও সংবাদ দুনিয়ায় তাঁর অবদান অনস্বীকার্য ৷ সিনেমা জগতে তিনি একজন পথিকৃৎ, দূরদর্শী ৷ অগণিত মানুষের কাছে তিনি একজন অনুপ্রেরণা ৷"
সম্প্রতি দক্ষিণের কর্ণাটকে বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে বিজেপি ৷ এবছরের শেষে তেলেঙ্গানায় সাধারণ নির্বাচন হওয়ার কথা ৷ তাই দক্ষিণের এই রাজ্যটিতে জয়ের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিজেপি ৷ সেই নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবেই জেপি নাড্ডা রাজ্য বিজেপির বৈঠকে অংশ নিতে হায়দরাবাদে এসেছিলেন ৷ শুক্রবার সেই বৈঠক হয় ঘাটকেশরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ৷
সেই বৈঠকেই বিজেপি সভাপতি আসন্ন নির্বাচনের রূপরেখা নিয়ে আলোচনা করেন ৷ রণকৌশল নিয়ে কর্মীদের নির্দেশ দেন ৷ গত 9 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকার কী সাফল্য অর্জন করেছে, তা আমজনতার কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা ৷
এদিকে তেলেঙ্গানায় দশম শ্রেণি থেকে শুরু করে পিএসসি চাকরির প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় কিছুটা বিপাকেই কেসিআরের বিআরএস সরকার ৷ বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রী কেসিআর-কে ৷ রাজ্যের প্রায় 30 লক্ষ তরুণ-তরুণী চাকরিপ্রার্থীর স্বপ্ন পুড়ে ছারখার হয়ে গিয়েছে ৷
জেপি নাড্ডা এই প্রসঙ্গে জানান, দেশের একমাত্র জাতীয় দল বিজেপি ৷ সব রাজ্যেই গেরুয়া শিবির আঞ্চলিক দলগুলির সঙ্গে লড়াই করছে ৷ কংগ্রেসের বিরুদ্ধে তাঁর অভিযোগ, কংগ্রেস আঞ্চলিক উন্নয়নে জোর দেয়নি ৷ সেই কারণে ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, আরজেডি, জেএমএম, তৃণমূল, ডিএমকে, এনসিপি, শিবসেনা, বিআরএস, ওয়াইসিপি-র মতো আঞ্চলিক দলগুলির উত্থান হয়েছে ৷
আরও পড়ুন: 113 কেন্দ্রে 113 জন নেতা-নেত্রী, তেলেঙ্গানায় বাড়ি বাড়ি প্রচারে কংগ্রেস