নয়াদিল্লি, 20 নভেম্বর: কৃষি আইন বাতিল করেও সমালোচনা থেকে রেহাই পাচ্ছে না কেন্দ্র । এমন পরিস্থিতিতে এবার দলের অন্দরেও প্রশ্নের মুখে নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং অমিত শাহ (Amit Shah) জুটি । কাঠখড় পুড়িয়ে আইন এনে তা নিয়ে বড়াই করেও শেষমেশ আইন বাতিল করার বিরোধিতা করছে যেমন একাংশ, তেমনই সময় থাকতে দলের তরফে কেন মোদির উপর চাপ সৃষ্টি করা হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি-র রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy) ।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি আইন বাতিলের (Farm Laws Repeal) ঘোষণা করেন । তারপরেই টুইটারে কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধতে নেমে পড়েন স্বামী । টুইটারে তিনি লেখেন, ‘এক বছর ধরে প্রখর তাপে এবং হাড়কাঁপানো ঠান্ডায় বসে সত্যাগ্রহ চালিয়ে আসছেন কৃষকরা ৷ কিন্তু জাতীয় কর্মসমিতির বৈঠকে কৃষি আইন প্রত্যাহারের দাবি নিয়ে মোদির উপর চাপ সৃষ্টি না করার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে বিজেপিকে ৷’
আরও পড়ুন: Priyanka Gandhi to Modi : লখিমপুর-কাণ্ডে মন্ত্রীকে বরখাস্ত করার দাবিতে মোদিকে চিঠি প্রিয়াঙ্কার
-
I am happy for ending of the suffering farmers who sat in peaceful satyagraha for nearly a year in heat and icy cold now that Modi has backed down. But the BJP needs to do prayascit for not passing a resolution in NEC demanding from the PM to backdown.
— Subramanian Swamy (@Swamy39) November 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I am happy for ending of the suffering farmers who sat in peaceful satyagraha for nearly a year in heat and icy cold now that Modi has backed down. But the BJP needs to do prayascit for not passing a resolution in NEC demanding from the PM to backdown.
— Subramanian Swamy (@Swamy39) November 19, 2021I am happy for ending of the suffering farmers who sat in peaceful satyagraha for nearly a year in heat and icy cold now that Modi has backed down. But the BJP needs to do prayascit for not passing a resolution in NEC demanding from the PM to backdown.
— Subramanian Swamy (@Swamy39) November 19, 2021
শুধু তাই নয়, কৃষি আইন প্রত্যাহার নিয়ে শনিবার সকালে মোদিকেও একহাত নেনে স্বামী ৷ ‘কৃষি আইন নিয়ে মোদির ডিগবাজি’ শীর্ষক প্রতিবেদন তুলে ধরে স্বামী লেখেন, ‘কৃষি আইন নিয়ে মোদির ডিগবাজিতে ভারতের অর্থনৈতিক সংস্কার জোর ধাক্কা খেল ৷’
এর পাশাপাশি সীমান্তে চিনা আগ্রাসন নিয়েও মোদির কৈফিয়ত দাবি করেন স্বামী ৷ তাঁর প্রশ্ন, ‘চিন যে আমাদের ভূখণ্ড দখল করেছে, এ বার কি তা মানবেন মোদি ? বেদখল হয়ে যাওয়া প্রত্যেক ইঞ্চি জমি কি চিনের হাত থেকে পুনরুদ্ধারের চেষ্টা করবে তাঁর সরকার ?’
-
Modi’s U-turn on farm laws: A set back in the history of India’s economic reforms | ORF: Modi should have acted on my suggestion of optional implementation of the farm laws. Now with complete withdrawal he is facing the wrath of notional losers https://t.co/l6teUM45s6
— Subramanian Swamy (@Swamy39) November 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Modi’s U-turn on farm laws: A set back in the history of India’s economic reforms | ORF: Modi should have acted on my suggestion of optional implementation of the farm laws. Now with complete withdrawal he is facing the wrath of notional losers https://t.co/l6teUM45s6
— Subramanian Swamy (@Swamy39) November 20, 2021Modi’s U-turn on farm laws: A set back in the history of India’s economic reforms | ORF: Modi should have acted on my suggestion of optional implementation of the farm laws. Now with complete withdrawal he is facing the wrath of notional losers https://t.co/l6teUM45s6
— Subramanian Swamy (@Swamy39) November 20, 2021
আরও পড়ুন: Lalu Prasad Yadav: 5 রাজ্যের নির্বাচনের স্বার্থে কৃষি আইন প্রত্যাহার, লালুর নিশানায় মোদি
এর আগে, স্বামীর কন্যা সুহাসিনী হায়দরও কৃষি আইনের পাশাপাশি সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) তুলে নেওয়ার পক্ষে সওয়াল করেন ।