ETV Bharat / bharat

kailash Vijayvargiya বিদেশি মহিলাদের মতো যখন তখন সঙ্গী বদলান নীতীশ, বিতর্কিত মন্তব্য কৈলাশের - bjp national general secretory kailash Vijayvargiya sparked controversy taking a jibe towards nitish kumar

আবারও বিতর্কে জড়ালেন বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় । বিহারের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে তিনি যে ভাষা ব্যবহার করেছেন তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে (BJP National General Secretory Sparked New Controversy)।

kailash Vijayvargiya
বিদেশি মহিলাদের মতো যখন তখন সঙ্গী বদলান নীতীশ
author img

By

Published : Aug 19, 2022, 8:28 AM IST

ইন্দোর,19 অগস্ট: সম্প্রতি শিবির বদল করে রাজনৈতিক মহলকে চমকে দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) । বিজেপির হাত ছেড়ে পুরনো জোট শরিক আরজেডির কাছে ফিরে গিয়েছেন । বিহারের এই মহাজোটে (Mahagathbandhan in Bihar ) অংশ নিয়েছে আরও কয়েকটি দল । স্বভাবতই নীতীশকে লাগাতার আক্রমণ করে চলেছে বিজেপি । তবে এবার জেডিইউ প্রধানকে আক্রমণ করতে গিয়ে বিতর্কে জড়িয়ে গেলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় (BJP National General Secretory Sparked New Controversy) । তাঁর মতে নীতীশ আসলে বিদেশি মহিলাদের মতো। কার হাত ধরবেন আর কার হাত ছাড়বেন সেটা ঠিক করতে পারেন না ।

বিহারে রাজনৈতিক শিবির বদল নতুন কিছু নয় । নীতীশ নিজেও অতীতে একাধিকবার শিবির বদলেছেন । 2013 সালে এনডিএর পক্ষ থেকে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয় । এই সিদ্ধান্তের প্রতিবাদ করে বিজেপির সঙ্গ ছাড়েন নীতীশ । পরের বিধানসভা নির্বাচনে লালুর দলকে সঙ্গে নিয়ে পরাজিত করেন বিজেপিকে । কিন্তু অল্প কিছু দিনের মধ্যে লালুদের সঙ্গও ত্যাগ করেন । ফিরে আসেন এনডিএতে । গত বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়েন । জিতে ক্ষমতাতেও আসেন । এবার আবারও বিজেপির হাত ছেড়ে লালুদের কাছেই ফিরে যান। এই কারণেই ক্রমাগত তাঁকে নিশানা করছে গেরুয়া শিবির । সেই পথেই হাঁটলেন কৈলাশ । তবে মন্তব্য করতে গিয়ে জড়িয়ে পড়লেন বিতর্কে ।

আরও পড়ুন: হিন্দুরাষ্ট্র হলে ভারতের অবস্থা হবে পাকিস্তানের মতোই, তোপ গেহলটের

বিহারের নতুন সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ । ডেপুটি লালুর ছোট ছেলে তেজস্বী । জানা গিয়েছে 24 তারিখ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবে নতুন সরকার । তার আগেই আক্রমণের সুর চড়িয়ে কৈলাশ বললেন, 'আমি বিদেশে গিয়ে শুনেছিলাম ওখানকার মহিলারা নাকি প্রায়শই নিজেদের সঙ্গী বদলে ফেলেন । বিহারের মুখ্যমন্ত্রীও তাই । তিনি জানেন না কখন কার হাত ধরবেন আর কখন কার হাত ছাড়বেন।'

ইন্দোর,19 অগস্ট: সম্প্রতি শিবির বদল করে রাজনৈতিক মহলকে চমকে দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) । বিজেপির হাত ছেড়ে পুরনো জোট শরিক আরজেডির কাছে ফিরে গিয়েছেন । বিহারের এই মহাজোটে (Mahagathbandhan in Bihar ) অংশ নিয়েছে আরও কয়েকটি দল । স্বভাবতই নীতীশকে লাগাতার আক্রমণ করে চলেছে বিজেপি । তবে এবার জেডিইউ প্রধানকে আক্রমণ করতে গিয়ে বিতর্কে জড়িয়ে গেলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় (BJP National General Secretory Sparked New Controversy) । তাঁর মতে নীতীশ আসলে বিদেশি মহিলাদের মতো। কার হাত ধরবেন আর কার হাত ছাড়বেন সেটা ঠিক করতে পারেন না ।

বিহারে রাজনৈতিক শিবির বদল নতুন কিছু নয় । নীতীশ নিজেও অতীতে একাধিকবার শিবির বদলেছেন । 2013 সালে এনডিএর পক্ষ থেকে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয় । এই সিদ্ধান্তের প্রতিবাদ করে বিজেপির সঙ্গ ছাড়েন নীতীশ । পরের বিধানসভা নির্বাচনে লালুর দলকে সঙ্গে নিয়ে পরাজিত করেন বিজেপিকে । কিন্তু অল্প কিছু দিনের মধ্যে লালুদের সঙ্গও ত্যাগ করেন । ফিরে আসেন এনডিএতে । গত বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়েন । জিতে ক্ষমতাতেও আসেন । এবার আবারও বিজেপির হাত ছেড়ে লালুদের কাছেই ফিরে যান। এই কারণেই ক্রমাগত তাঁকে নিশানা করছে গেরুয়া শিবির । সেই পথেই হাঁটলেন কৈলাশ । তবে মন্তব্য করতে গিয়ে জড়িয়ে পড়লেন বিতর্কে ।

আরও পড়ুন: হিন্দুরাষ্ট্র হলে ভারতের অবস্থা হবে পাকিস্তানের মতোই, তোপ গেহলটের

বিহারের নতুন সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ । ডেপুটি লালুর ছোট ছেলে তেজস্বী । জানা গিয়েছে 24 তারিখ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবে নতুন সরকার । তার আগেই আক্রমণের সুর চড়িয়ে কৈলাশ বললেন, 'আমি বিদেশে গিয়ে শুনেছিলাম ওখানকার মহিলারা নাকি প্রায়শই নিজেদের সঙ্গী বদলে ফেলেন । বিহারের মুখ্যমন্ত্রীও তাই । তিনি জানেন না কখন কার হাত ধরবেন আর কখন কার হাত ছাড়বেন।'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.