ইন্দোর,19 অগস্ট: সম্প্রতি শিবির বদল করে রাজনৈতিক মহলকে চমকে দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) । বিজেপির হাত ছেড়ে পুরনো জোট শরিক আরজেডির কাছে ফিরে গিয়েছেন । বিহারের এই মহাজোটে (Mahagathbandhan in Bihar ) অংশ নিয়েছে আরও কয়েকটি দল । স্বভাবতই নীতীশকে লাগাতার আক্রমণ করে চলেছে বিজেপি । তবে এবার জেডিইউ প্রধানকে আক্রমণ করতে গিয়ে বিতর্কে জড়িয়ে গেলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় (BJP National General Secretory Sparked New Controversy) । তাঁর মতে নীতীশ আসলে বিদেশি মহিলাদের মতো। কার হাত ধরবেন আর কার হাত ছাড়বেন সেটা ঠিক করতে পারেন না ।
বিহারে রাজনৈতিক শিবির বদল নতুন কিছু নয় । নীতীশ নিজেও অতীতে একাধিকবার শিবির বদলেছেন । 2013 সালে এনডিএর পক্ষ থেকে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয় । এই সিদ্ধান্তের প্রতিবাদ করে বিজেপির সঙ্গ ছাড়েন নীতীশ । পরের বিধানসভা নির্বাচনে লালুর দলকে সঙ্গে নিয়ে পরাজিত করেন বিজেপিকে । কিন্তু অল্প কিছু দিনের মধ্যে লালুদের সঙ্গও ত্যাগ করেন । ফিরে আসেন এনডিএতে । গত বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়েন । জিতে ক্ষমতাতেও আসেন । এবার আবারও বিজেপির হাত ছেড়ে লালুদের কাছেই ফিরে যান। এই কারণেই ক্রমাগত তাঁকে নিশানা করছে গেরুয়া শিবির । সেই পথেই হাঁটলেন কৈলাশ । তবে মন্তব্য করতে গিয়ে জড়িয়ে পড়লেন বিতর্কে ।
আরও পড়ুন: হিন্দুরাষ্ট্র হলে ভারতের অবস্থা হবে পাকিস্তানের মতোই, তোপ গেহলটের
বিহারের নতুন সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ । ডেপুটি লালুর ছোট ছেলে তেজস্বী । জানা গিয়েছে 24 তারিখ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবে নতুন সরকার । তার আগেই আক্রমণের সুর চড়িয়ে কৈলাশ বললেন, 'আমি বিদেশে গিয়ে শুনেছিলাম ওখানকার মহিলারা নাকি প্রায়শই নিজেদের সঙ্গী বদলে ফেলেন । বিহারের মুখ্যমন্ত্রীও তাই । তিনি জানেন না কখন কার হাত ধরবেন আর কখন কার হাত ছাড়বেন।'