বেঙ্গালুরু, 31 ডিসেম্বর: মাইসোরের বিজেপি সাংসদের 'পাশ' তথা চিঠিতেই কাজ হয়েছিল। সংসদের ভিতরে স্মোক ক্যান নিয়ে ওই পাশ দেখিয়েই ঢুকে পড়েছিল সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি। যাঁর থেকে অনুমতিপত্র নিয়ে লোকসভায় ঢুকেছিল তারা এবার সেই বিজেপি সাংসদ প্রতাপ সিংয়ের ভাইকে গ্রেফতার করল পুলিশ ৷ কিন্তু তাঁকে কোন অভিযোগে গ্রেফতার করা হল?
পুলিশ ও বন দফতর সূত্রে জানা গিয়েছে, বিজেপি সাংসদ প্রতাপ সিংয়ের ভাই বিক্রম সিংয়ের বিরুদ্ধে বিনা অনুমতিতে গাছ কাটার অভিযোগ উঠেছে ৷ এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে কাঠ পাচারেরও অভিযোগ রয়েছে। বন দফতর সূত্রে আরও জানা গিয়েছে, বিক্রম কারও অনুমতি না-নিয়ে কমবেশি 126টি গাছ কেটেছেন। কর্ণাটকের হাসান জেলার বেলুরের কাছে নন্দাগোন্ডনাহল্লির 10 একর জমিতে থাকা 126টি গাছ কাটার অভিযোগ রয়েছে বিক্রমের বিরুদ্ধে ৷ তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
শুধু তাই নয়, গ্রাম থেকে বেআইনি কাঠ পাচারের অভিযোগও উঠেছে সাংসদের ভাইয়ের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় বেঙ্গালুরু সিটি পুলিশের সহায়তার বন দফতরের আধিকারিকদের অভিযোগে ভিত্তিতে বিক্রম সিংকে গ্রেফাতার করা হয় ৷ বিক্রম সিংয়ের সঙ্গে আরও যারা এই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারী আধিকারিকদের তরফে গ্রেফতারের আগে ফোন করা হয় ৷ সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাসান-বেলুরে নিয়ে যাওয়া হচ্ছে ৷
পুলিশ সূত্রে খবর, বন দফতরের তরফেই বিক্রমের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। তাদের দাবি, বন দফতরের অনুমতি ছাড়াই যথেচ্ছভাবে গাছ কেটেছেন বিক্রম। সম্প্রতি, নন্দাগোন্ডনাহল্লিতে পরিদর্শনে গিয়েছিলেন বন বিভাগের এক আধিকারিক। তাঁর নজরে আসে গোটা বিষয়টি। তিনিই এফআইআর দায়েরের জন্য উদ্যোগী হন। আরও অভিযোগ, যে এলাকা থেকে গাছ কাটা হয়েছে, সেটি রাজ্য সরকারের সম্পত্তি।
আরও পড়ুন: