ETV Bharat / bharat

BJP MLAs Protest at Delhi Assembly: দিল্লি দূষণের অভিনব প্রতিবাদ, সরগম বিধানসভা চত্বর - দিল্লি

দিল্লিতে দূষণের (Delhi Pollution) প্রতিবাদে মাঠে নামলেন বিজেপি বিধায়করা ৷ সোমবার দিল্লি বিধানসভায় অভিনব প্রতিবাদ (BJP MLAs Protest at Delhi Assembly) করলেন তাঁরা ৷

BJP MLAs Protest at Delhi Assembly with Oxygen Cylinder and Oxygen Mask against Pollution in Capital
দূষণের প্রতিবাদ ৷
author img

By

Published : Jan 16, 2023, 1:35 PM IST

অভিনব প্রতিবাদ !

নয়াদিল্লি, 16 জানুয়ারি: দিল্লিতে ক্রমবর্ধমান দূষণের (Delhi Pollution) প্রতিবাদ জানাতে অভিনব আয়োজন করলেন বিজেপি বিধায়করা (BJP MLAs Protest) ৷ সোমবার হাতে অক্সিজেন সিলিন্ডার (Oxygen Cylinder) নিয়ে এবং মুখে অক্সিজেন মাস্ক (Oxygen Mask) পরে বিধানসভায় হাজির হন তাঁরা ! তাঁদের বক্তব্য ছিল, দিল্লি বিশ্বের অন্যতম দূষিত শহর ৷ অথচ, দূষণ নিয়ন্ত্রণে আনতে কোনও পদক্ষেপই করছে না অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সরকার ৷ তারই প্রতিবাদ জানাতে অক্সিজেন সিলিন্ডার হাতে নিয়ে এবং অক্সিজেন মাস্ক পরে বিধানসভায় আসার সিদ্ধান্ত নেন তাঁরা ৷

বিজেপি বিধায়কদের এই অভিনব প্রতিবাদ স্বভাবতই নজর কেড়েছে বিধানসভায় উপস্থিত সাংবাদিকদের ৷ সেখানে উপস্থিত ইটিভি ভারতের প্রতিনিধি বিক্ষোভরত বিজেপি বিধায়কদের সঙ্গে কথা বলেন ৷ তাঁরা আমাদের প্রতিনিধিকে জানান, লাগাতার দূষণ বাড়ায় দিল্লিবাসীর মধ্যে অসুস্থতা বাড়ছে ৷ তাই দিল্লির সরকার যদি দূষণ কমাতে না পারে, তাহলে তারা জনতার জন্য অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন মাস্কের ব্যবস্থা করুক !

আরও পড়ুন: সপ্তাহান্তেও দিল্লিতে দূষণের মাত্রা 'গুরুতর'

এর প্রেক্ষিতে ইটিভি ভারতের প্রতিনিধি বিধায়ক ওপি শর্মাকে প্রশ্ন করেন, দূষণ নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নির্দিষ্ট কিছু পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ কিন্তু দিল্লির লেফটেন্যান্ট গভর্নরই তাঁকে সেই কাজে সহযোগিতা করেননি ৷ তাঁর অনুমতি না মেলাতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে দাবি করেছে দিল্লির সরকার ৷ বিধায়ক ও পি শর্মা অবশ্য এই বিষয়টি একেবারে এড়িয়ে গিয়েছেন ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে তিনি শুধু বলেন, "অরবিন্দ কেজরিওয়াল শুধু মুখে অনেক কিছু করার কথা বলেন ৷ কিন্তু, কিছুই করেন না !"

দিল্লিতে এবার জাঁকিয়ে শীত পড়েছে ৷ সোমবার জানা যায়, রাজধানীতে নতুন করে পারদ পতন শুরু হয়েছে ৷ এর জেরেই দিল্লি বিধানসভায় এবারের শীতকালীন অধিবেশন চলবে মাত্র তিনদিনের জন্য ৷ সোমবার (16 জানুয়ারি, 2023) ছিল সেই অধিবেশনের প্রথম দিন ৷ আর অধিবেশন শুরুর দিনেই দিল্লি দূষণ নিয়ে বিজেপি বিধায়কদের অভিনব প্রতিবাদে সরগরম থাকল বিধানসভা চত্বর ৷

এদিকে, সূত্রের দাবি, এই অধিবেশনেই দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার বিরুদ্ধে আওয়াজ তুলবেন আম আদমি পার্টির বিধায়করা ৷ তাঁদের দাবি, লেফটেন্যান্ট গভর্নর দিল্লিতে উন্নয়নের কাজ করতে দিচ্ছেন না ৷ নানাভাবে সংশ্লিষ্ট আধিকারিকদের উপর চাপ দিচ্ছেন তিনি ! কিন্তু, শাসকশিবির সেই ইস্যু তোলার আগেই দূষণ নিয়ে কেজরিওয়াল সরকারকে কাঠগড়ায় তুলে মাঠে নেমে পড়লেন বিজেপি বিধায়করা ৷

অভিনব প্রতিবাদ !

নয়াদিল্লি, 16 জানুয়ারি: দিল্লিতে ক্রমবর্ধমান দূষণের (Delhi Pollution) প্রতিবাদ জানাতে অভিনব আয়োজন করলেন বিজেপি বিধায়করা (BJP MLAs Protest) ৷ সোমবার হাতে অক্সিজেন সিলিন্ডার (Oxygen Cylinder) নিয়ে এবং মুখে অক্সিজেন মাস্ক (Oxygen Mask) পরে বিধানসভায় হাজির হন তাঁরা ! তাঁদের বক্তব্য ছিল, দিল্লি বিশ্বের অন্যতম দূষিত শহর ৷ অথচ, দূষণ নিয়ন্ত্রণে আনতে কোনও পদক্ষেপই করছে না অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সরকার ৷ তারই প্রতিবাদ জানাতে অক্সিজেন সিলিন্ডার হাতে নিয়ে এবং অক্সিজেন মাস্ক পরে বিধানসভায় আসার সিদ্ধান্ত নেন তাঁরা ৷

বিজেপি বিধায়কদের এই অভিনব প্রতিবাদ স্বভাবতই নজর কেড়েছে বিধানসভায় উপস্থিত সাংবাদিকদের ৷ সেখানে উপস্থিত ইটিভি ভারতের প্রতিনিধি বিক্ষোভরত বিজেপি বিধায়কদের সঙ্গে কথা বলেন ৷ তাঁরা আমাদের প্রতিনিধিকে জানান, লাগাতার দূষণ বাড়ায় দিল্লিবাসীর মধ্যে অসুস্থতা বাড়ছে ৷ তাই দিল্লির সরকার যদি দূষণ কমাতে না পারে, তাহলে তারা জনতার জন্য অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন মাস্কের ব্যবস্থা করুক !

আরও পড়ুন: সপ্তাহান্তেও দিল্লিতে দূষণের মাত্রা 'গুরুতর'

এর প্রেক্ষিতে ইটিভি ভারতের প্রতিনিধি বিধায়ক ওপি শর্মাকে প্রশ্ন করেন, দূষণ নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নির্দিষ্ট কিছু পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ কিন্তু দিল্লির লেফটেন্যান্ট গভর্নরই তাঁকে সেই কাজে সহযোগিতা করেননি ৷ তাঁর অনুমতি না মেলাতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে দাবি করেছে দিল্লির সরকার ৷ বিধায়ক ও পি শর্মা অবশ্য এই বিষয়টি একেবারে এড়িয়ে গিয়েছেন ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে তিনি শুধু বলেন, "অরবিন্দ কেজরিওয়াল শুধু মুখে অনেক কিছু করার কথা বলেন ৷ কিন্তু, কিছুই করেন না !"

দিল্লিতে এবার জাঁকিয়ে শীত পড়েছে ৷ সোমবার জানা যায়, রাজধানীতে নতুন করে পারদ পতন শুরু হয়েছে ৷ এর জেরেই দিল্লি বিধানসভায় এবারের শীতকালীন অধিবেশন চলবে মাত্র তিনদিনের জন্য ৷ সোমবার (16 জানুয়ারি, 2023) ছিল সেই অধিবেশনের প্রথম দিন ৷ আর অধিবেশন শুরুর দিনেই দিল্লি দূষণ নিয়ে বিজেপি বিধায়কদের অভিনব প্রতিবাদে সরগরম থাকল বিধানসভা চত্বর ৷

এদিকে, সূত্রের দাবি, এই অধিবেশনেই দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার বিরুদ্ধে আওয়াজ তুলবেন আম আদমি পার্টির বিধায়করা ৷ তাঁদের দাবি, লেফটেন্যান্ট গভর্নর দিল্লিতে উন্নয়নের কাজ করতে দিচ্ছেন না ৷ নানাভাবে সংশ্লিষ্ট আধিকারিকদের উপর চাপ দিচ্ছেন তিনি ! কিন্তু, শাসকশিবির সেই ইস্যু তোলার আগেই দূষণ নিয়ে কেজরিওয়াল সরকারকে কাঠগড়ায় তুলে মাঠে নেমে পড়লেন বিজেপি বিধায়করা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.