ETV Bharat / bharat

Tripura Municipal Elections : ভোট দিতে পারছেন না সাধারণ মানুষ, ক্ষোভ বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মনের

অশান্তির মধ্যেই চলছে ত্রিপুরার পুরভোট (Tripura Municipal Elections) ৷ বহু জায়গায় মানুষ ভোট দিতে পারছেন না ৷ এই অভিযোগ তিনি পেয়েছেন বলে জানিয়ে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করলেন ত্রিপুরার শাসকদল বিজেপির বিধায়ক সুদীপ রায়বর্মন (Sudip Roy Barman condemns attacks on voters) ৷

Tripura Municipal Elections
ত্রিপুরার বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মনের ক্ষোভ
author img

By

Published : Nov 25, 2021, 4:29 PM IST

আগরতলা, 25 নভেম্বর : মানুষ ভোটদানে বাধা পাচ্ছেন ৷ বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়েছেন তিনি ৷ তা নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের শাসকদলের বিধায়ক সুদীপ রায়বর্মন (Sudip Roy Barman condemns attacks on voters) ৷

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি বিধায়ক বলেন, "মানুষ যদি শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিজেরা দিতে পারেন তাহলে আমি বলব যে গণতান্তিক পদ্ধতিতে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে ৷ কিন্তু তার অন্যথা হলে আমি বলব, গণতন্ত্র এখানে বিপন্ন ৷ আমি ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ পেয়েছি ৷"

পাশাপাশি তাঁর অভিযোগ, নির্বাচনের জন্য রাজ্যে 144 ধারা জারি করা হয়েছে ৷ তা সত্ত্বেও আগরতলা শহরে অনেক বহিরাগতরা প্রবেশ করেছে এবং ভোটকেন্দ্রের কাছে তাদের দেখা গিয়েছে । বিজেপি বিধায়ক বলেন, "বহিরাগতদের এখানে ঢোকার উদ্দেশ্য ভাল নয় । আমি অনেক অভিযোগ পেয়েছি যে জনগণকে তাদের ভোট দিতে দেওয়া হয়নি । আমি একটি ভিডিয়ো দেখেছি যেখানে একজন ব্যক্তি ইভিএমের কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, 'ভোট কোথায় দেবেন' ৷ আমি চাই, জনগণ যেন তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধাপ্রাপ্ত না হন ৷ না হলে আমাদের দল জেতার পরও আগামী নির্বাচনে এর খারাপ প্রভাব পড়বে ।"

আরও পড়ুন : Violence During Tripura Municipal Polls : পৌর নির্বাচনে রক্তাক্ত ত্রিপুরা, অশান্তির আবহেই ভোটগ্রহণ

আগরতলা, 25 নভেম্বর : মানুষ ভোটদানে বাধা পাচ্ছেন ৷ বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়েছেন তিনি ৷ তা নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের শাসকদলের বিধায়ক সুদীপ রায়বর্মন (Sudip Roy Barman condemns attacks on voters) ৷

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি বিধায়ক বলেন, "মানুষ যদি শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিজেরা দিতে পারেন তাহলে আমি বলব যে গণতান্তিক পদ্ধতিতে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে ৷ কিন্তু তার অন্যথা হলে আমি বলব, গণতন্ত্র এখানে বিপন্ন ৷ আমি ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ পেয়েছি ৷"

পাশাপাশি তাঁর অভিযোগ, নির্বাচনের জন্য রাজ্যে 144 ধারা জারি করা হয়েছে ৷ তা সত্ত্বেও আগরতলা শহরে অনেক বহিরাগতরা প্রবেশ করেছে এবং ভোটকেন্দ্রের কাছে তাদের দেখা গিয়েছে । বিজেপি বিধায়ক বলেন, "বহিরাগতদের এখানে ঢোকার উদ্দেশ্য ভাল নয় । আমি অনেক অভিযোগ পেয়েছি যে জনগণকে তাদের ভোট দিতে দেওয়া হয়নি । আমি একটি ভিডিয়ো দেখেছি যেখানে একজন ব্যক্তি ইভিএমের কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, 'ভোট কোথায় দেবেন' ৷ আমি চাই, জনগণ যেন তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধাপ্রাপ্ত না হন ৷ না হলে আমাদের দল জেতার পরও আগামী নির্বাচনে এর খারাপ প্রভাব পড়বে ।"

আরও পড়ুন : Violence During Tripura Municipal Polls : পৌর নির্বাচনে রক্তাক্ত ত্রিপুরা, অশান্তির আবহেই ভোটগ্রহণ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.