কুলগাম, 17 অগস্ট : এক বিজেপি নেতাকে গুলি করে খুন করল সন্দেহভাজন জঙ্গিরা ৷ মৃতের নাম জাভেদ আহমেদ দর ৷ আজ বিকেলে দক্ষিণ কাশ্মীরের কুলগাম এলাকার ঘটনা ৷
হোম শালিবাগ বিধানসভা আসনের দলের ইন-চার্জ ছিলেন তিনি ৷ বিকেল সাড়ে চারটে নাগাদ ব্রাজলু জাগির এলাকায় বাড়ির সামনে জাভেদের উপর হামলা হয় ৷ তাঁকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা ৷ লুটিয়ে পড়েন জাভেদ ৷
জখম জাভেদকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ হামলার পর এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ ৷ হামলাকারীদের ধরতে এলাকায় তল্লাশি চলছে ৷
এই সংক্রান্ত খবর : মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনে একাধিক উত্তরের সন্ধানে পুলিশ ও সিআইডি
ঘটনার নিন্দা করে জঙ্গিদের বিরুদ্ধে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ ঘটনার নিন্দা করে টুইট করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও ৷ এর আগে 9 অগস্ট কাশ্মীরে গুলাম রসুল দর নামে আরও এক বিজেপি নেতাকে খুন করেছিল সন্দেহভাজন জঙ্গিরা ৷