ETV Bharat / bharat

Ayodhya Nazul Land Scam: অযোধ্যায় আবাদি জমি দুর্নীতি, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ বিজেপি নেতার

author img

By

Published : Nov 3, 2022, 11:37 AM IST

Updated : Nov 3, 2022, 12:27 PM IST

সরকারি আবাদি জমি নিয়ে দুর্নীতি চলছে ৷ তা রুখতে সরব হলেন বিজেপি নেতা ৷ এই ঘটনা খোদ যোগীরাজ্যের অযোধ্যায় (BJP leader seeks probe in Ayodhya land scam) ৷

Land Scam in Ayodhya
ETV Bharat

অযোধ্যা, 3 নভেম্বর: সরকারি আবাদি জমি নিয়ে তদন্ত চাইলেন বিজেপি নেতা ৷ এই দাবিতে প্রধানমন্ত্রীর অফিস অর্থাৎ পিএমও-তে অভিযোগ জানিয়েছেন অযোধ্যার গেরুয়া শিবিরের এক নেতা ৷ পিএমও-র ওয়েবসাইটে বিজেপির মুখপাত্র রজনীশ সিং জানিয়েছেন, কৃষিকাজে অব্যবহৃত পড়ে থাকা সরকারি আবাদি জমি নিয়ে বড়সড়ো দুর্নীতি হচ্ছে পবিত্র অযোধ্যায় ৷ এতে স্থানীয় প্রশাসনও জড়িত (Nazul land Scam in Ayodhya) ৷

রজনীশ সিং উচ্চপর্যায়ের তদন্তের দাবি তুলেছেন ৷ সরকারি আবাদি জমির পুরনো নথিপত্রের সঙ্গে বর্তমানে জমির অবস্থা মিলিয়ে দেখার কথাও জানিয়েছেন তিনি ৷ কয়েক দিন আগে, বিজেপি সাংসদ লালু সিং এ বিষয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অভিযোগ করেন ৷ বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তের দাবি জানিয়েছিলেন ৷

আরও পড়ুন: দুর্নীতির রুখতে মোদিকে চিঠি ! প্রতিবাদে হাতের কবজি কাটলেন সাধু

অযোধ্যার পরিচিতি মন্দির শহর হিসেবে (Ayodha Temple Town) ৷ এখানে রাম মন্দির নির্মাণের কাজ চলছে ৷ তাই দেশবাসীর নজর এই শহরে ৷ অথচ এখানেই রিয়্যাল এস্টেটের দাপট চলছে বলে অভিযোগ উঠেছে ৷ বিগত কয়েক মাস ধরে শহরের আবাদি জমির বেআইনি ব্যবহার নিয়ে খবর হচ্ছে ৷ স্থানীয় প্রশাসনের বর্তমান কর্মীরা তো বটেই, এমনকী আগে যাঁরা এখানে কাজ করেছেন, তাঁরাও এই দুর্নীতিতে যুক্ত বলে অভিযোগ ৷

পিএমও এই বিষয়টি উত্তর প্রদেশ সরকারের কাছে পাঠিয়েছে ৷ ইতিমধ্যে অযোধ্যায় প্রায় 2 হাজার বিঘা জমি মাফিয়ারা (Land Mafia) দখল করে নিয়েছে বলে কয়েকটি সূত্রের দাবি ৷ লালু সিং যোগী আদিত্যনাথের (CM Yogi Adityanath) কাছে অভিযোগ করেছেন, জমি মাফিয়া এবং সরকারি আধিকারিকদের মধ্যে গোপন আঁতাঁত রয়েছে ৷ ফৈজাবাদ শহরের 'আফিম কোঠি'র (Afeem Kothi) পিছন দিকে রয়েছে এই 2 হাজার বিঘার বিশাল জমি ৷ এই জায়গাটি কিছুটা জলাজমি ৷

অযোধ্যা, 3 নভেম্বর: সরকারি আবাদি জমি নিয়ে তদন্ত চাইলেন বিজেপি নেতা ৷ এই দাবিতে প্রধানমন্ত্রীর অফিস অর্থাৎ পিএমও-তে অভিযোগ জানিয়েছেন অযোধ্যার গেরুয়া শিবিরের এক নেতা ৷ পিএমও-র ওয়েবসাইটে বিজেপির মুখপাত্র রজনীশ সিং জানিয়েছেন, কৃষিকাজে অব্যবহৃত পড়ে থাকা সরকারি আবাদি জমি নিয়ে বড়সড়ো দুর্নীতি হচ্ছে পবিত্র অযোধ্যায় ৷ এতে স্থানীয় প্রশাসনও জড়িত (Nazul land Scam in Ayodhya) ৷

রজনীশ সিং উচ্চপর্যায়ের তদন্তের দাবি তুলেছেন ৷ সরকারি আবাদি জমির পুরনো নথিপত্রের সঙ্গে বর্তমানে জমির অবস্থা মিলিয়ে দেখার কথাও জানিয়েছেন তিনি ৷ কয়েক দিন আগে, বিজেপি সাংসদ লালু সিং এ বিষয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অভিযোগ করেন ৷ বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তের দাবি জানিয়েছিলেন ৷

আরও পড়ুন: দুর্নীতির রুখতে মোদিকে চিঠি ! প্রতিবাদে হাতের কবজি কাটলেন সাধু

অযোধ্যার পরিচিতি মন্দির শহর হিসেবে (Ayodha Temple Town) ৷ এখানে রাম মন্দির নির্মাণের কাজ চলছে ৷ তাই দেশবাসীর নজর এই শহরে ৷ অথচ এখানেই রিয়্যাল এস্টেটের দাপট চলছে বলে অভিযোগ উঠেছে ৷ বিগত কয়েক মাস ধরে শহরের আবাদি জমির বেআইনি ব্যবহার নিয়ে খবর হচ্ছে ৷ স্থানীয় প্রশাসনের বর্তমান কর্মীরা তো বটেই, এমনকী আগে যাঁরা এখানে কাজ করেছেন, তাঁরাও এই দুর্নীতিতে যুক্ত বলে অভিযোগ ৷

পিএমও এই বিষয়টি উত্তর প্রদেশ সরকারের কাছে পাঠিয়েছে ৷ ইতিমধ্যে অযোধ্যায় প্রায় 2 হাজার বিঘা জমি মাফিয়ারা (Land Mafia) দখল করে নিয়েছে বলে কয়েকটি সূত্রের দাবি ৷ লালু সিং যোগী আদিত্যনাথের (CM Yogi Adityanath) কাছে অভিযোগ করেছেন, জমি মাফিয়া এবং সরকারি আধিকারিকদের মধ্যে গোপন আঁতাঁত রয়েছে ৷ ফৈজাবাদ শহরের 'আফিম কোঠি'র (Afeem Kothi) পিছন দিকে রয়েছে এই 2 হাজার বিঘার বিশাল জমি ৷ এই জায়গাটি কিছুটা জলাজমি ৷

Last Updated : Nov 3, 2022, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.