ETV Bharat / bharat

Amit Malviya: রাহুল গান্ধির বিরুদ্ধে টুইট করে বিপাকে অমিত মালব্য, দায়ের হল মামলা - কংগ্রেস নেতা রাহুল গান্ধির

অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস নেতা রমেশ বাবু। সেই মর্মে বিজেপি নেতার বিরুদ্ধে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় একটি মামলা রুজু করেছে পুলিশ।

Etv Bharat
মামলা দায়ের অমিত মালব্যর বিরুদ্ধে
author img

By

Published : Jun 28, 2023, 8:46 PM IST

বেঙ্গালুরু, 28 জুন: এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে টুইট করে বিপাকে বিজেপি আইটি সেলের অন্যতম মুখ অমিত মালব্য ৷ সোশাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অমিত ৷ যে কোনও ইস্যুতে তড়িঘড়ি টুইটের জন্য বিশেষ পরিচিত ৷ আর সেই টুইট করেই এবার ফেঁসে গেলেন অমিত মালব্য ৷ কর্ণাটক পুলিশ বিজেপি আইটি সেলের প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মালব্য বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের সহ-ইনচার্জও।

কর্ণাটক পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে, এই বিষয়ে কংগ্রেস নেতা রমেশ বাবু বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ৷ এরপরই এফআইআর দায়ের করে পুলিশ ৷ হাই গ্রাউন্ডস থানার এক আধিকারিক জানিয়েছেন, পুলিশ অমিত মালব্যর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 153 এ (ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থানের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বৃদ্ধি এবং প্রচার করা), 120বি (অপরাধ মূলক ষড়যন্ত্র), 505(2) (মানুষের নামে বদনাম দেওয়া কোনও বিবৃতি) এবং 34 ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে।

অন্যদিকে, কর্ণাটক রাজ্যের মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে মালব্যর বিরুদ্ধে দায়ের করা এফআইআর নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন ৷ বুধবার তিনি বলেন, "যখনই বিজেপি আইনের আওতায় আসে তখন তারা কান্নাকাটি করে। দেশের আইন মানতে তাদের সমস্যা হয়। আমি বিজেপিকে জিজ্ঞাসা করতে চাই যে, এফআইআর-এর কোন অংশটি অসৎ উদ্দেশ্য নিয়ে দায়ের করা হয়েছে ?" একইসঙ্গে খাড়গে জানান, পুলিশ প্রয়োজনীয় আইনি পরামর্শ নেওয়ার পরই মামলাটি নথিভুক্ত করেছে।

এদিকে, অমিত মালব্যর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর কর্ণাটক কংগ্রেস সরকারকে পালটা আক্রমণ করেছে বিজেপি। দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা টুইটে অভিযোগ করে লিখেছেন, যে অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর একটি ভয় দেখানোর জন্য আইনের অপব্যবহার ছাড়া আর কিছুই নয়। পুনাওয়ালা লিখেছেন, "অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর আসলে নীরবে ভয় দেখানোর জন্য আইনের বিধানগুলির একটি অপব্যবহার ছাড়া আর কিছুই নয়। সর্বোপরি, রাহুল গান্ধি যদি কোনও টুইটের মাধ্যমে অপমানিত হতেন, তবে তিনি আদালতে মানহানির মামলা দায়ের করতে পারতেন ৷"

আরও পড়ুন: ট্রাকচালকদের পর বাইক মেকানিক, বিজেপির বিরুদ্ধে জনসংযোগই অস্ত্র রাহুলের

বিজেপি নেতার দাবি, কংগ্রেসের নিজস্ব কমিউনিকেশন এবং সোশাল মিডিয়া প্যারাফারনালিয়া অত্যন্ত অযোগ্য এবং তাই লড়াইয়ের জন্য এদের রাজ্য পুলিশের প্রয়োজন হয় ৷ বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআরকে 'রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত' বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, "অমিত মালব্যর বিরুদ্ধে দায়ের করা এফআইআর সহজ সরল ভাষায় রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। রাহুল গান্ধির বিরুদ্ধে তাঁর বক্তব্যের জন্য ভারতীয় দণ্ডবিধির 153এ এবং 505(2)-এর অধীনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। উপরের দুটি ধারাই গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচারের সাথে সম্পর্কিত। রাহুল গান্ধি একজন ব্যক্তি ৷ তিনি কি একটি গোষ্ঠী বা একটি শ্রেণির অন্তর্ভুক্ত? আমরা এটিকে আদালতে চ্যালেঞ্জ করব এবং ন্যায়বিচার নিশ্চিত করব ৷"

বেঙ্গালুরু, 28 জুন: এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে টুইট করে বিপাকে বিজেপি আইটি সেলের অন্যতম মুখ অমিত মালব্য ৷ সোশাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অমিত ৷ যে কোনও ইস্যুতে তড়িঘড়ি টুইটের জন্য বিশেষ পরিচিত ৷ আর সেই টুইট করেই এবার ফেঁসে গেলেন অমিত মালব্য ৷ কর্ণাটক পুলিশ বিজেপি আইটি সেলের প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মালব্য বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের সহ-ইনচার্জও।

কর্ণাটক পুলিশের এক আধিকারিক জানিয়েছেন যে, এই বিষয়ে কংগ্রেস নেতা রমেশ বাবু বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ৷ এরপরই এফআইআর দায়ের করে পুলিশ ৷ হাই গ্রাউন্ডস থানার এক আধিকারিক জানিয়েছেন, পুলিশ অমিত মালব্যর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 153 এ (ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থানের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বৃদ্ধি এবং প্রচার করা), 120বি (অপরাধ মূলক ষড়যন্ত্র), 505(2) (মানুষের নামে বদনাম দেওয়া কোনও বিবৃতি) এবং 34 ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে।

অন্যদিকে, কর্ণাটক রাজ্যের মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গে মালব্যর বিরুদ্ধে দায়ের করা এফআইআর নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন ৷ বুধবার তিনি বলেন, "যখনই বিজেপি আইনের আওতায় আসে তখন তারা কান্নাকাটি করে। দেশের আইন মানতে তাদের সমস্যা হয়। আমি বিজেপিকে জিজ্ঞাসা করতে চাই যে, এফআইআর-এর কোন অংশটি অসৎ উদ্দেশ্য নিয়ে দায়ের করা হয়েছে ?" একইসঙ্গে খাড়গে জানান, পুলিশ প্রয়োজনীয় আইনি পরামর্শ নেওয়ার পরই মামলাটি নথিভুক্ত করেছে।

এদিকে, অমিত মালব্যর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর কর্ণাটক কংগ্রেস সরকারকে পালটা আক্রমণ করেছে বিজেপি। দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা টুইটে অভিযোগ করে লিখেছেন, যে অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর একটি ভয় দেখানোর জন্য আইনের অপব্যবহার ছাড়া আর কিছুই নয়। পুনাওয়ালা লিখেছেন, "অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর আসলে নীরবে ভয় দেখানোর জন্য আইনের বিধানগুলির একটি অপব্যবহার ছাড়া আর কিছুই নয়। সর্বোপরি, রাহুল গান্ধি যদি কোনও টুইটের মাধ্যমে অপমানিত হতেন, তবে তিনি আদালতে মানহানির মামলা দায়ের করতে পারতেন ৷"

আরও পড়ুন: ট্রাকচালকদের পর বাইক মেকানিক, বিজেপির বিরুদ্ধে জনসংযোগই অস্ত্র রাহুলের

বিজেপি নেতার দাবি, কংগ্রেসের নিজস্ব কমিউনিকেশন এবং সোশাল মিডিয়া প্যারাফারনালিয়া অত্যন্ত অযোগ্য এবং তাই লড়াইয়ের জন্য এদের রাজ্য পুলিশের প্রয়োজন হয় ৷ বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআরকে 'রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত' বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, "অমিত মালব্যর বিরুদ্ধে দায়ের করা এফআইআর সহজ সরল ভাষায় রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। রাহুল গান্ধির বিরুদ্ধে তাঁর বক্তব্যের জন্য ভারতীয় দণ্ডবিধির 153এ এবং 505(2)-এর অধীনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। উপরের দুটি ধারাই গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচারের সাথে সম্পর্কিত। রাহুল গান্ধি একজন ব্যক্তি ৷ তিনি কি একটি গোষ্ঠী বা একটি শ্রেণির অন্তর্ভুক্ত? আমরা এটিকে আদালতে চ্যালেঞ্জ করব এবং ন্যায়বিচার নিশ্চিত করব ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.