লখনউ, 10 মার্চ : উত্তরপ্রদেশে সরকার গড়ছে বিজেপি ৷ বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুরু হয়েছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Assembly Election) ফল গণনা ৷ এক্সিট পোলের হিসেব সত্যি করে গণনার এই রাজ্যে সরকার গড়তে চলেছে গেরুয়া শিবির ৷ গোরক্ষপুর (আর্বান) কেন্দ্র এক লক্ষের বেশি ব্যবধানে জিতেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ৷
উত্তরপ্রদেশের 403টি আসনের সবক'টি আসনের ট্রেন্ডই সামনে এসেছে ৷ এর মধ্যে এগিয়ে থাকার নিরিখি ম্যাজিক ফিগার অর্থাৎ 202টি আসন পেরিয়ে গিয়েছে বিজেপি ৷ 262টি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির ৷ সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে 133টি আসনে ৷ বিজেপি ক্রমে এগিয়ে থাকার ব্যবধান বাড়াচ্ছে ৷ এক্সিট পোলের হিসেব সত্যি করে এখানে যোগীই ফের ক্ষমতায় ফিরতে চলেছেন ৷ তবে গত বারের তুলনায় আসন কমছে বিজেপির ৷
প্রিয়াঙ্কা গান্ধিকে দায়িত্ব দিয়েও ভরাডুবি এড়াতে পারল না কংগ্রেস ৷ একই ফল বিএসপিরও ৷ এই গো বলয়ে ক্রমশ অপাঙতেয় হয়ে পড়ছেন ‘বহেনজি’ ৷ গেরুয়া শিবিরের সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় এবং মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, ‘‘মানুষ মোদির নীতিতে আস্থা রেখেছেন ৷ উত্তরপ্রদেশে বিজেপি 300-এর কাছাকাছি আসন জিতবে ৷ তাতেই স্পষ্ট, উত্তরপ্রদেশে একটি নতুন ইতিহাস তৈরি হল ৷’’
আরও পড়ুন : গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস-বিজেপির, একাধিক আসনে এগিয়ে তৃণমূল জোটও
হাথরস, উন্নাও, লখিমপুর ৷ উত্তরপ্রদেশে প্রত্যেকের নজর ছিল এই তিন আসনের দিকে ৷ ভোটের আগে থেকেই রাজনৈতিক বোদ্ধারা দাবি করেছিলেন, যোগী ফিরলেও এই তিন আসনেই হারবে বিজেপি ৷ যদিও ফলপ্রকাশের পর দেখা গেল অন্য ছবি ৷ তিন বিধানসভাতেই ফের পদ্ম ফুটেছে ৷