ETV Bharat / bharat

Himanta Biswa Sarma: 'স্বাধীন দেশে মুসলিম পুরুষদের 3-4টি বিয়ের অধিকার থাকতে পারে না', মত হিমন্তের - তলাক না দিয়ে একের পর এক বিয়ে

মুসলিম পুরুষদের বিরুদ্ধে তলাক না দিয়ে একের পর এক বিয়ের অভিযোগ তুললেন হিমন্ত বিশ্বশর্মা ৷ তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নতির কথা উত্থাপন করেন (Himanta Biswa Sarma on Muslims) ৷

Himanta Biswa Sarma
ETV Bharat
author img

By

Published : Dec 9, 2022, 10:49 AM IST

মোরিগাঁও, 9 ডিসেম্বর: তিনি ও তাঁর দল মুসলিম পুরুষদের একাধিক স্ত্রী রাখার বিরুদ্ধে । একথা জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ বিরোধী কংগ্রেসও পালটা জবাব দিয়েছে । তাদের দাবি, বড় বড় রাজনৈতিক সংলাপ উচ্চারণের চেয়ে মুসলিম নারীদের সুরক্ষা দিতে আইন আনুক কেন্দ্র ৷

এ প্রসঙ্গে লোকসভা সাংসদ বদরুদ্দীন আজমলকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এআইইউডিএফ (All India United Democratic Front) এবং অন্যদের মত, একজন মহিলা 20-25টি সন্তানের জন্ম দিতে পারেন ৷ কিন্তু তাঁদের যাবতীয় দায়-দায়িত্ব সংসদকে বহন করতে হবে ৷"

  • Morigaon, Assam | Muslim girls can’t study in school and Muslim men will marry 2-3 women, we are against this system. We want ‘Sabka Saath Sabka Vikas’: CM HB Sarma (08.12) pic.twitter.com/4uykM5jDMt

    — ANI (@ANI) December 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'গুজরাতে, হিমাচলে ভোট না থাকলে দিল্লিতে আরও ভালো করত বিজেপি', দাবি অসমের মুখ্যমন্ত্রীর

একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, "স্বাধীন দেশে বসবাসকারী পুরুষদের (যাঁরা তাঁদের স্ত্রীদের তলাক দেননি) 3-4 জন মহিলাকে বিয়ে করার অধিকার থাকতে পারে না ৷ আমরা এরকম ব্যবস্থাকে বদলাতে চাই ৷ মুসলিম মহিলারা যাতে ন্যায্য অধিকার পান, আমাদের সেদিকে নজর রাখতে হবে ৷" এখানে তিনি 'সবকা সাথ, সবকা বিকাশ'-এর উল্লেখ করে বলেন, "যদি অসমে হিন্দু পরিবার থেকে কেউ চিকিৎসক হতে পারেন, তাহলে মুসলিম পরিবার থেকেও চিকিৎসক হওয়া প্রয়োজন ৷ "

মোরিগাঁও, 9 ডিসেম্বর: তিনি ও তাঁর দল মুসলিম পুরুষদের একাধিক স্ত্রী রাখার বিরুদ্ধে । একথা জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৷ বিরোধী কংগ্রেসও পালটা জবাব দিয়েছে । তাদের দাবি, বড় বড় রাজনৈতিক সংলাপ উচ্চারণের চেয়ে মুসলিম নারীদের সুরক্ষা দিতে আইন আনুক কেন্দ্র ৷

এ প্রসঙ্গে লোকসভা সাংসদ বদরুদ্দীন আজমলকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এআইইউডিএফ (All India United Democratic Front) এবং অন্যদের মত, একজন মহিলা 20-25টি সন্তানের জন্ম দিতে পারেন ৷ কিন্তু তাঁদের যাবতীয় দায়-দায়িত্ব সংসদকে বহন করতে হবে ৷"

  • Morigaon, Assam | Muslim girls can’t study in school and Muslim men will marry 2-3 women, we are against this system. We want ‘Sabka Saath Sabka Vikas’: CM HB Sarma (08.12) pic.twitter.com/4uykM5jDMt

    — ANI (@ANI) December 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'গুজরাতে, হিমাচলে ভোট না থাকলে দিল্লিতে আরও ভালো করত বিজেপি', দাবি অসমের মুখ্যমন্ত্রীর

একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, "স্বাধীন দেশে বসবাসকারী পুরুষদের (যাঁরা তাঁদের স্ত্রীদের তলাক দেননি) 3-4 জন মহিলাকে বিয়ে করার অধিকার থাকতে পারে না ৷ আমরা এরকম ব্যবস্থাকে বদলাতে চাই ৷ মুসলিম মহিলারা যাতে ন্যায্য অধিকার পান, আমাদের সেদিকে নজর রাখতে হবে ৷" এখানে তিনি 'সবকা সাথ, সবকা বিকাশ'-এর উল্লেখ করে বলেন, "যদি অসমে হিন্দু পরিবার থেকে কেউ চিকিৎসক হতে পারেন, তাহলে মুসলিম পরিবার থেকেও চিকিৎসক হওয়া প্রয়োজন ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.