ETV Bharat / bharat

Kejriwal Appears before CBI: 'বিজেপি সিবিআই-কে বলেছে আমাকে গ্রেফতার করতে', হাজিরার আগে ইঙ্গিত কেজরির

author img

By

Published : Apr 16, 2023, 2:39 PM IST

বিজেপি সিবিআই-কে বলেছে তাঁকে গ্রেফতার করতে ৷ সিবিআই অফিসে হাজিরার আগে এমনই ইঙ্গিত দিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷

Arvind Kejriwal ETV Bharat
অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, 16 এপ্রিল: রাজঘাটে মহাত্মা গান্ধির স্মারকে শ্রদ্ধা নিবেদনের পরে রবিবার সিবিআই দফতরে হাজিরা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ আবগারি কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আজ তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ গত মাসে কেজরির প্রাক্তন ডেপুটি মণীশ সিসোদিয়াকে এই মামলাতেই গ্রেফতার করেছিল সিবিআই ৷ সিসোদিয়া বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে তিহাড় জেলে বন্দি রয়েছেন ।

সিবিআই অফিসে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, কেজরিওয়াল ইঙ্গিত দেন যে, তদন্তকারী সংস্থার কর্মকর্তারা তাঁকে গ্রেফতার করতে পারেন ৷ বিজেপি নেতারা সেটাই করতে বলেছেন বলে দাবি করেন তিনি ৷ তাঁর অভিযোগ, বিজেপি সিবিআই-কে নিয়ন্ত্রণ করছে ৷

এর আগে, বিজেপিকে নিশানা করে অরবিন্দ কেজরিওয়াল বলেন যে, কিছু 'দেশবিরোধী' শক্তি চায় না ভারতের উন্নয়ন হোক । এই বাহিনী চায় না ভারতে উপযুক্ত স্কুল বা হাসপাতাল থাকুক । যদিও তাঁর আশ্বাস, ভারত এই শক্তিগুলিকে দূরে সরিয়ে রাখবে এবং যাই হোক না কেন অগ্রগতি চালিয়ে যাবে । আম আদমি পার্টির প্রধানকে এ দিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-সহ তাঁর দলের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা গিয়েছে ।

একটি ভিডিও বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী বলেন যে, তিনি সত্য এবং সততার সঙ্গে সিবিআইয়ের জিজ্ঞাসা করা সমস্ত প্রশ্নের উত্তর দেবেন । তিনি অন্যায় করেননি বলে তাঁর লুকোনোর কিছু নেই বলে দাবি করেন কেজরি । বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন যে, দেখে মনে হচ্ছে বিজেপি সিবিআইকে তাঁকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে । আপ প্রধানের কথায়, "তারা খুব শক্তিশালী এবং যে কারওকে জেলে পাঠাতে পারে ৷" বিরোধী নেতাদের, বিশেষ করে আপ-কে নিশানা করার জন্য বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে হাতিয়ার করেছে বলেও অভিযোগ করেন কেজরিওয়াল ৷

দলের হেভিওয়েটদের মধ্যে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ছাড়াও এ দিন কেজরিওয়ালের সঙ্গে সিবিআই অফিসে যান তাঁর মন্ত্রিসভার সদস্য কৈলাশ গেহলট, সৌরভ ভরদ্বাজ, অতীশি, রাজকুমার আনন্দ, ইমাম হুসেন এবং গোপাল রাই ।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সিবিআই অন্যান্য অভিযুক্তদের বক্তব্যের বিষয়ে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করতে পারে, যেখানে তাঁরা বলেছেন যে আবগারি নীতি 'সাউথ লিকার লবি'র পক্ষে ছিল বলে মনে করা হয়েছিল । এর পাশাপাশি, অনুমোদনের আগে আবগারি নীতি প্রণয়নে তাঁর ভূমিকা সম্পর্কেও সিবিআই তাঁকে জিজ্ঞাসা করতে পারে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন: শীঘ্রই গ্রেফতার হবেন কেজরি, তিনিই আবগারি কেলেঙ্কারির মাথা; বিস্ফোরক দাবি সুকেশের

নয়াদিল্লি, 16 এপ্রিল: রাজঘাটে মহাত্মা গান্ধির স্মারকে শ্রদ্ধা নিবেদনের পরে রবিবার সিবিআই দফতরে হাজিরা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ আবগারি কেলেঙ্কারি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আজ তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ গত মাসে কেজরির প্রাক্তন ডেপুটি মণীশ সিসোদিয়াকে এই মামলাতেই গ্রেফতার করেছিল সিবিআই ৷ সিসোদিয়া বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে তিহাড় জেলে বন্দি রয়েছেন ।

সিবিআই অফিসে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, কেজরিওয়াল ইঙ্গিত দেন যে, তদন্তকারী সংস্থার কর্মকর্তারা তাঁকে গ্রেফতার করতে পারেন ৷ বিজেপি নেতারা সেটাই করতে বলেছেন বলে দাবি করেন তিনি ৷ তাঁর অভিযোগ, বিজেপি সিবিআই-কে নিয়ন্ত্রণ করছে ৷

এর আগে, বিজেপিকে নিশানা করে অরবিন্দ কেজরিওয়াল বলেন যে, কিছু 'দেশবিরোধী' শক্তি চায় না ভারতের উন্নয়ন হোক । এই বাহিনী চায় না ভারতে উপযুক্ত স্কুল বা হাসপাতাল থাকুক । যদিও তাঁর আশ্বাস, ভারত এই শক্তিগুলিকে দূরে সরিয়ে রাখবে এবং যাই হোক না কেন অগ্রগতি চালিয়ে যাবে । আম আদমি পার্টির প্রধানকে এ দিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-সহ তাঁর দলের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা গিয়েছে ।

একটি ভিডিও বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী বলেন যে, তিনি সত্য এবং সততার সঙ্গে সিবিআইয়ের জিজ্ঞাসা করা সমস্ত প্রশ্নের উত্তর দেবেন । তিনি অন্যায় করেননি বলে তাঁর লুকোনোর কিছু নেই বলে দাবি করেন কেজরি । বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন যে, দেখে মনে হচ্ছে বিজেপি সিবিআইকে তাঁকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে । আপ প্রধানের কথায়, "তারা খুব শক্তিশালী এবং যে কারওকে জেলে পাঠাতে পারে ৷" বিরোধী নেতাদের, বিশেষ করে আপ-কে নিশানা করার জন্য বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে হাতিয়ার করেছে বলেও অভিযোগ করেন কেজরিওয়াল ৷

দলের হেভিওয়েটদের মধ্যে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ছাড়াও এ দিন কেজরিওয়ালের সঙ্গে সিবিআই অফিসে যান তাঁর মন্ত্রিসভার সদস্য কৈলাশ গেহলট, সৌরভ ভরদ্বাজ, অতীশি, রাজকুমার আনন্দ, ইমাম হুসেন এবং গোপাল রাই ।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সিবিআই অন্যান্য অভিযুক্তদের বক্তব্যের বিষয়ে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করতে পারে, যেখানে তাঁরা বলেছেন যে আবগারি নীতি 'সাউথ লিকার লবি'র পক্ষে ছিল বলে মনে করা হয়েছিল । এর পাশাপাশি, অনুমোদনের আগে আবগারি নীতি প্রণয়নে তাঁর ভূমিকা সম্পর্কেও সিবিআই তাঁকে জিজ্ঞাসা করতে পারে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন: শীঘ্রই গ্রেফতার হবেন কেজরি, তিনিই আবগারি কেলেঙ্কারির মাথা; বিস্ফোরক দাবি সুকেশের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.