ETV Bharat / bharat

Electoral Bonds : ইলেক্টরাল বন্ডের বাজারেও গেরুয়া ঝড়, বিজেপির ঘরে 75 শতাংশ টাকা - নির্বাচন কমিশন

2019-20 অর্থবর্ষে বিক্রি হওয়া ইলেক্টরাল বন্ডের তিন-চতুর্থাংশ অর্থ বিজেপির ঘরে ঢুকেছে ৷ কংগ্রেসের ইলেক্টরাল বন্ড বিক্রি প্রায় 25 শতাংশ কমেছে ৷ তৃণমূল কংগ্রেস 100.46 কোটি টাকা ইলেক্টরাল বন্ডের মাধ্যমে রোজগার করেছে ৷

bjp-got-over-75-percent-of-electoral-bonds-sold-in-2019-20-congress-9-percent
Electoral Bonds : ইলেক্টরাল বন্ডের বাজারেও গেরুয়া ঝড়, বিজেপির ঘরে 75 শতাংশ
author img

By

Published : Aug 10, 2021, 7:14 PM IST

নয়াদিল্লি, 10 অগস্ট : ইলেক্টরাল বন্ড (Electoral Bonds) নিয়ে তথ্য় প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission of India) ৷ সেই তথ্য অনুযায়ী, বিক্রি হওয়া ইলেক্টরাল বন্ডের তিন-চতুর্থাংশ অর্থ বিজেপির (BJP) ঘরে ঢুকেছে ৷ আর জাতীয় রাজনীতিতে গেরুয়া শিবিরের এক নম্বর বিরোধী দল কংগ্রেসের (Congress) মাত্র 9 শতাংশ ইলেক্টরাল বন্ড বিক্রি হয়েছে ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, 2019-20 অর্থবর্ষে বিক্রি হওয়া ইলেক্টরাল বন্ডের হিসেব ৷

বিজেপির বার্ষিক অডিট রিপোর্ট অনুযায়ী, 2017-18 আর্থিক বছরে মোট বিক্রিত ইলেক্টরাল বন্ডের মধ্যে 21 শতাংশ অর্থ তারা পেয়েছে ৷ 2019-20 অর্থবর্ষে এই পরিমাণ বেড়ে হয়েছে 74 শতাংশ ৷ 2017-18 অর্থবর্ষে 989 কোটি টাকার ইলেক্টরাল বন্ড বিক্রি হয়েছিল ৷ এর মধ্যে বিজেপি পেয়েছিল 210 কোটি টাকা ৷ অন্যদিকে 2019-20 অর্থবর্ষে 3427 কোটি টাকার ইলেক্টরাল বন্ড বিক্রি হয়েছে ৷ তার মধ্যে বিজেপি পেয়েছে 2555 কোটি টাকা ৷

আরও পড়ুন : Supreme Court : বিজেপি-কংগ্রেস-এনসিপি-সিপিএমকে আর্থিক জরিমানা সুপ্রিম কোর্টের

ইলেক্টরাল বন্ড বিক্রি করে বিজেপি যখন ক্রমশ নিজেদের আর্থিক শক্তি বৃদ্ধি করছে, তখন কংগ্রেসের পরিস্থিতি প্রতি বছরই খারাপ হচ্ছে ৷ প্রতি বছরই ইলেক্টরাল বন্ড থেকে তাদের আয় কমছে ৷ 2019-20 আর্থিক বছরে কংগ্রেস 318 কোটি টাকা পেয়েছে ইলেক্টরাল বন্ড বিক্রি করে ৷ কংগ্রেসের ইলেক্টরাল বন্ড বিক্রি প্রায় 25 শতাংশ কমে গিয়েছে ৷

বিজেপির তরফে যে অডিট রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে যে নির্বাচনী প্রচারে তারা 400 কোটি টাকা খরচ করেছে ৷ এর মধ্যে 249 কোটি টাকা খরচ করা হয়েছে ৷ মুদ্রণ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়েছে 47.38 কোটি টাকা ৷

আরও পড়ুন : Jammu and Kashmir statehood : পূর্ণ রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের পরই নির্বাচন হওয়া উচিত, মন্তব্য গোলাম নবি আজাদের

অন্যান্য দলগুলি 2019-20 অর্থবর্ষের যে অডিট রিপোর্ট প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে যে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP) 29.25 কোটি টাকা, তৃণমূল কংগ্রেস (AITC) 100.46 কোটি টাকা, ডিএমকে (DMK) 45 কোটি টাকা এবং আম আদমি পার্টি (AAP) 18 কোটি টাকা ইলেক্টরাল বন্ডের মাধ্যমে রোজগার করতে পেরেছে ৷

ইলেক্টরাল বন্ড যে কোনও ব্যক্তি বা কোনও কর্পোরেট গ্রুপ কিনতে পারে ৷ তা কিনতে হয় কোনও ব্যাঙ্ক থেকে ৷ এবার সেই বন্ড ওই ব্যক্তি বা সংশ্লিষ্ট কর্পোরেট গ্রুপ কোনও রাজনৈতিক দলকে দিতে পারে ৷ সেই রাজনৈতিক দল ওই বন্ডের বদলে টাকা পাবে ৷ বছরে চারবার এই ইলেক্টরাল বন্ড বাজারে ছাড়া হয় ৷ জানুয়ারি, এপ্রিল, জুলাই ও অক্টোবরে এই বন্ডগুলি বাজারে ছাড়া হয় ৷ তবে গত বছর শুধু জানুয়ারি ও অক্টোবরে এই বন্ড বাজারে ছাড়া হয়েছিল ৷

আরও পড়ুন : UNSC-Modi : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভায় জল-বিবাদ মেটানোর বার্তা সভাপতি মোদির

যদিও কারা বন্ড কিনলেন ৷ আর তা কোন রাজনৈতিক দলকে দিলেন, সেই তথ্য কখনওই প্রকাশ্যে আনা হয় না ৷ একমাত্র সরকার চাইলে, তা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে নিতে পারে ৷

নয়াদিল্লি, 10 অগস্ট : ইলেক্টরাল বন্ড (Electoral Bonds) নিয়ে তথ্য় প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission of India) ৷ সেই তথ্য অনুযায়ী, বিক্রি হওয়া ইলেক্টরাল বন্ডের তিন-চতুর্থাংশ অর্থ বিজেপির (BJP) ঘরে ঢুকেছে ৷ আর জাতীয় রাজনীতিতে গেরুয়া শিবিরের এক নম্বর বিরোধী দল কংগ্রেসের (Congress) মাত্র 9 শতাংশ ইলেক্টরাল বন্ড বিক্রি হয়েছে ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, 2019-20 অর্থবর্ষে বিক্রি হওয়া ইলেক্টরাল বন্ডের হিসেব ৷

বিজেপির বার্ষিক অডিট রিপোর্ট অনুযায়ী, 2017-18 আর্থিক বছরে মোট বিক্রিত ইলেক্টরাল বন্ডের মধ্যে 21 শতাংশ অর্থ তারা পেয়েছে ৷ 2019-20 অর্থবর্ষে এই পরিমাণ বেড়ে হয়েছে 74 শতাংশ ৷ 2017-18 অর্থবর্ষে 989 কোটি টাকার ইলেক্টরাল বন্ড বিক্রি হয়েছিল ৷ এর মধ্যে বিজেপি পেয়েছিল 210 কোটি টাকা ৷ অন্যদিকে 2019-20 অর্থবর্ষে 3427 কোটি টাকার ইলেক্টরাল বন্ড বিক্রি হয়েছে ৷ তার মধ্যে বিজেপি পেয়েছে 2555 কোটি টাকা ৷

আরও পড়ুন : Supreme Court : বিজেপি-কংগ্রেস-এনসিপি-সিপিএমকে আর্থিক জরিমানা সুপ্রিম কোর্টের

ইলেক্টরাল বন্ড বিক্রি করে বিজেপি যখন ক্রমশ নিজেদের আর্থিক শক্তি বৃদ্ধি করছে, তখন কংগ্রেসের পরিস্থিতি প্রতি বছরই খারাপ হচ্ছে ৷ প্রতি বছরই ইলেক্টরাল বন্ড থেকে তাদের আয় কমছে ৷ 2019-20 আর্থিক বছরে কংগ্রেস 318 কোটি টাকা পেয়েছে ইলেক্টরাল বন্ড বিক্রি করে ৷ কংগ্রেসের ইলেক্টরাল বন্ড বিক্রি প্রায় 25 শতাংশ কমে গিয়েছে ৷

বিজেপির তরফে যে অডিট রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে যে নির্বাচনী প্রচারে তারা 400 কোটি টাকা খরচ করেছে ৷ এর মধ্যে 249 কোটি টাকা খরচ করা হয়েছে ৷ মুদ্রণ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়েছে 47.38 কোটি টাকা ৷

আরও পড়ুন : Jammu and Kashmir statehood : পূর্ণ রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের পরই নির্বাচন হওয়া উচিত, মন্তব্য গোলাম নবি আজাদের

অন্যান্য দলগুলি 2019-20 অর্থবর্ষের যে অডিট রিপোর্ট প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে যে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP) 29.25 কোটি টাকা, তৃণমূল কংগ্রেস (AITC) 100.46 কোটি টাকা, ডিএমকে (DMK) 45 কোটি টাকা এবং আম আদমি পার্টি (AAP) 18 কোটি টাকা ইলেক্টরাল বন্ডের মাধ্যমে রোজগার করতে পেরেছে ৷

ইলেক্টরাল বন্ড যে কোনও ব্যক্তি বা কোনও কর্পোরেট গ্রুপ কিনতে পারে ৷ তা কিনতে হয় কোনও ব্যাঙ্ক থেকে ৷ এবার সেই বন্ড ওই ব্যক্তি বা সংশ্লিষ্ট কর্পোরেট গ্রুপ কোনও রাজনৈতিক দলকে দিতে পারে ৷ সেই রাজনৈতিক দল ওই বন্ডের বদলে টাকা পাবে ৷ বছরে চারবার এই ইলেক্টরাল বন্ড বাজারে ছাড়া হয় ৷ জানুয়ারি, এপ্রিল, জুলাই ও অক্টোবরে এই বন্ডগুলি বাজারে ছাড়া হয় ৷ তবে গত বছর শুধু জানুয়ারি ও অক্টোবরে এই বন্ড বাজারে ছাড়া হয়েছিল ৷

আরও পড়ুন : UNSC-Modi : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভায় জল-বিবাদ মেটানোর বার্তা সভাপতি মোদির

যদিও কারা বন্ড কিনলেন ৷ আর তা কোন রাজনৈতিক দলকে দিলেন, সেই তথ্য কখনওই প্রকাশ্যে আনা হয় না ৷ একমাত্র সরকার চাইলে, তা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে নিতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.