কলকাতা, 3 সেপ্টেম্বর : ‘দিদিকে বলো’র (Didi ke Bolo) ধাঁচে ত্রিপুরায় বিপ্লব দেবের নতুন কর্মসূচি ‘দাদাকে বলো’(Dada ke Bolo) ৷ এ রাজ্যের ‘দিদিকে বলো’ কর্মসূচির মতোই ‘বিপ্লব গড়’-এও মুখ্যমন্ত্রীকে সমস্যা জানানোর জন্য থাকছে হেল্পলাইন ৷ সেই হেল্পলাইনে ফোন করে যেকোনও সময় নিজেদের সমস্যার কথা জানাতে পারবে আমজনতা ৷ আর এরই প্রেক্ষিতে তৃণমূল নেতৃত্বের দাবি, ত্রিপুরায় বিজেপি ‘নকল অভিযানে’ নেমেছে।
আরও পড়ুন : TMC Tripura : বিপ্লব গড়েই বিজেপিতে বড় ভাঙন ধরাল তৃণমূল
আগামী 6 সেপ্টেম্বর থেকে উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে ‘দাদাকে বলো’ কর্মসূচি ৷ 1905 হেল্পলাইন নম্বরে ফোন করে জানানো যাবে নিজেদের যাবতীয় সমস্যা ৷ মুখ্যমন্ত্রীর তরফে সাধ্যমতো সেই সমস্যা মেটানোর চেষ্টা করা হবে ৷ এমনই আশ্বাস দিয়েছে ত্রিপুরার শাসকদল বিজেপি ৷ উল্লেখ্য, দু’বছর আগে পশ্চিমবঙ্গে ঠিক একইভাবে একই প্রতিশ্রুতি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হওয়ার পরই জনসংযোগ বাড়াতে এরাজ্যের শাসকদলের তরফ থেকে দিদিকে বলো কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল ৷ সেখানেও একটি হেল্পলাইনের মাধ্যমে জনগণের নিজেদের সমস্যা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানানোর ব্যবস্থা ছিল ৷ এতে বহু মানুষ উপকৃতও হন ৷ একুশের বিধানসভা নির্বাচনে তার সুফল পায় তৃণমূল কংগ্রেস ৷ তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় ফেরে তারা ৷
তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নকল করেই ত্রিপুরার বিজেপি শাসক বিপ্লব দেব (Biplab Kumar Deb) আসন্ন বিধানসভা নির্বাচনে জিততে চাইছেন ৷ যদিও ‘নকলনবীশ’ বিজেপিকে ত্রিপুরার মানুষ আর গ্রহণ করবে না বলেই দাবি বাংলার শাসকশিবিরের ৷ এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘‘বিজেপি বুঝতে পেরেছে তাদের পায়ের তলা থেকে ত্রিপুরার মাটি সরতে শুরু করেছে ৷ এখন তৃণমূলের বিভিন্ন জনমুখী প্রকল্প নকল করে মরিয়া হয়ে বাঁচার চেষ্টা করছে ওরা ৷ দিদিকে বলো কর্মসূচি বাংলায় বিপুল সাড়া পেয়েছে ৷ এখন সেটাকে নকল করেই দাদাকে বলো কর্মসূচি শুরু করছে ওরা ৷ আমার ত্রিপুরাবাসীর কাছে আবেদন, নকল জিনিস নেবেন কেন ? আসল নিন ৷ দু’নম্বর নেবেন কেন ? এক নম্বর নিন ৷ বিজেপি এখন যদি মনে করে নকল করে চলবে, নকলনবীশ বিজেপিকে ত্রিপুরা আর গ্রহণ করবে না ৷’’
আরও পড়ুন : Tripura-TMC : ত্রিপুরায় বিজেপিকে আড়াআড়ি ভেঙে কি নীরবে শক্তি বাড়াচ্ছে তৃণমূল ?
অন্যদিকে ত্রিপুরা বিজেপি-র (Tripura BJP) দাবি, এটা শুধু জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের একটি ধাপ ৷ এর সঙ্গে নকল বা টুকলির কোনও সম্পর্ক নেই ৷ এর সঙ্গে দিদিকে বলো কর্মসূচিরও কোনও যোগ নেই ৷ শুধুমাত্র সাধারণ মানুষের সমস্যা দূর করতেই এই আয়োজন ৷ সামগ্রিকভাবে উন্নয়নে কোনও খামতি থাকলে, সেই বিষয়ে জেনে নিয়ে দ্রুত সমস্যা দূর করা, আর্থ-সামাজিক উন্নয়ন করাই এই কর্মসূচির একমাত্র লক্ষ্য ৷