ETV Bharat / bharat

গুজরাত-উত্তরপ্রদেশে গেরুয়া দাপট অব্যাহত, মণিপুরেও ভালো ফল

author img

By

Published : Nov 10, 2020, 10:56 PM IST

বিজয় রূপানি বলেন , " কংগ্রেস ডুবন্ত জাহাজ । সাধারণ মানুষের সঙ্গে কংগ্রেসের যোগাযোগ নষ্ট হয়ে গেছে । দেশের সর্বত্র তাদের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে । উত্তরপ্রদেশ, মণিপুর, মধ্যপ্রদেশ সব জায়গাতেই মানুষ মোদিজির উপর আস্থা রেখেছেন । বিহারেও BJP-র নেতৃত্বে NDA ক্ষমতায় আসছে । গুজরাতে 8 টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল আসন্ন্ নির্বাচনের ট্রেলার । "

result
result

হায়দরাবাদ , 10 নভেম্বর : দেশজুড়ে উপনির্বাচনে ভালো ফল করল BJP । গুজরাতে উপ নির্বাচনে 8টি বিধানসভা কেন্দ্রেই জয়লাভ করেছে পদ্ম শিবির । গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি উপনির্বাচনের ফলকে 2022 সালের বিধানসভা নির্বাচনের ট্রেলার হিসেবে উল্লেখ করেছেন ।

বিজয় রূপানি বলেন , " কংগ্রেস ডুবন্ত জাহাজ । সাধারণ মানুষের সঙ্গে কংগ্রেসের যোগাযোগ নষ্ট হয়ে গেছে । দেশের সর্বত্র তাদের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে । উত্তরপ্রদেশ, মণিপুর, মধ্যপ্রদেশ সব জায়গাতেই মানুষ মোদিজির উপর আস্থা রেখেছেন । বিহারেও BJP-র নেতৃত্বে NDA ক্ষমতায় আসছে । গুজরাতে 8 টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল আসন্ন্ নির্বাচনের ট্রেলার । " গুজরাতে আবদাসা, মোরবি , দংশ, কারজান, ধারি , গাধাদা, কাপরাদা ও লিম্বদি কেন্দ্রে উপনির্বাচন হয়।

এদিকে মণিপুরের 5 টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয় । এর মধ্যে সিংঘাট আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন BJP প্রার্থী জিনসুয়ানহু । এদিকে সাইতু, ওয়াংগোই, ওয়াংজিং তেনথা আসনে জয়ী হন BJP প্রার্থীরা । লিলং আসনে নির্দল প্রার্থী আনতাস খান জয়ী হয়েছেন ।

হরিয়ানার বরোদা কেন্দ্রের উপনির্বাচনে BJP প্রার্থী কুস্তিগির যোগেশ্বর দত্তকে 10, 566 ভোটে হারান কংগ্রেসের ইন্দু রাজ । তিনি পেয়েছেন 60, 636 টি ভোট। আন্তর্জাতিক কুস্তিগির যোগেশ্বর পেয়েছেন 50,070 টি ভোট ।

উত্তরপ্রদেশেও মোদি ম্যাজিক অব্যাহত । 7টি বিধানসভার উপনির্বাচনে 6টিতে জিতেছে BJP । নওগাওয়া সদত, বুলন্দশহর, তুণ্ডলা, বাঙ্গেরমাউ, ঘটমপুর ও দেওরিয়া কেন্দ্রে জয়লাভ করেছে BJP । মালহানি কেন্দ্রে জিতেছেন সমাজবাদী পার্টির লাকি সিং ।

হায়দরাবাদ , 10 নভেম্বর : দেশজুড়ে উপনির্বাচনে ভালো ফল করল BJP । গুজরাতে উপ নির্বাচনে 8টি বিধানসভা কেন্দ্রেই জয়লাভ করেছে পদ্ম শিবির । গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি উপনির্বাচনের ফলকে 2022 সালের বিধানসভা নির্বাচনের ট্রেলার হিসেবে উল্লেখ করেছেন ।

বিজয় রূপানি বলেন , " কংগ্রেস ডুবন্ত জাহাজ । সাধারণ মানুষের সঙ্গে কংগ্রেসের যোগাযোগ নষ্ট হয়ে গেছে । দেশের সর্বত্র তাদের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে । উত্তরপ্রদেশ, মণিপুর, মধ্যপ্রদেশ সব জায়গাতেই মানুষ মোদিজির উপর আস্থা রেখেছেন । বিহারেও BJP-র নেতৃত্বে NDA ক্ষমতায় আসছে । গুজরাতে 8 টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল আসন্ন্ নির্বাচনের ট্রেলার । " গুজরাতে আবদাসা, মোরবি , দংশ, কারজান, ধারি , গাধাদা, কাপরাদা ও লিম্বদি কেন্দ্রে উপনির্বাচন হয়।

এদিকে মণিপুরের 5 টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয় । এর মধ্যে সিংঘাট আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন BJP প্রার্থী জিনসুয়ানহু । এদিকে সাইতু, ওয়াংগোই, ওয়াংজিং তেনথা আসনে জয়ী হন BJP প্রার্থীরা । লিলং আসনে নির্দল প্রার্থী আনতাস খান জয়ী হয়েছেন ।

হরিয়ানার বরোদা কেন্দ্রের উপনির্বাচনে BJP প্রার্থী কুস্তিগির যোগেশ্বর দত্তকে 10, 566 ভোটে হারান কংগ্রেসের ইন্দু রাজ । তিনি পেয়েছেন 60, 636 টি ভোট। আন্তর্জাতিক কুস্তিগির যোগেশ্বর পেয়েছেন 50,070 টি ভোট ।

উত্তরপ্রদেশেও মোদি ম্যাজিক অব্যাহত । 7টি বিধানসভার উপনির্বাচনে 6টিতে জিতেছে BJP । নওগাওয়া সদত, বুলন্দশহর, তুণ্ডলা, বাঙ্গেরমাউ, ঘটমপুর ও দেওরিয়া কেন্দ্রে জয়লাভ করেছে BJP । মালহানি কেন্দ্রে জিতেছেন সমাজবাদী পার্টির লাকি সিং ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.