পঞ্জাব, 18 নভেম্বর: করোনার প্রকোপ কাটিয়ে খুলে গিয়েছে কর্তারপুর করিডর । বৃহস্পতিবার সেখান দিয়ে পাকিস্তানের গুরুদ্বার দরবার সাহিবের উদ্দেশে রওনা দিল বিজেপির 21 সদস্যের একটি প্রতিনিধিদল । তার নেতৃত্বে রয়েছেন পঞ্জাবে বিজেপির সভাপতি অশ্বিনী শর্মা । কর্তারপুর সাহিবে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তাঁরা ।
বৃহস্পতিবার সকালে কর্তারপুর করিডর ধরে এগনোর আগে সংবাদমাধ্যমে অশ্বিনী বলেন, ‘‘আমাদের প্রার্থনায় কাজ হয়েছে ৷ গুরু নানক জয়ন্তীর আগে খুলে গিয়েছে কর্তারপুর করিডর ৷ এর জন্য মোদি সরকারকে ধন্যবাদ ৷’’
আরও পড়ুন: Mahua Moitra : কেন্দ্রীয় এজেন্সি প্রধানদের মেয়াদ বাড়ানোর বিরোধিতায় মহুয়া, পিটিশন সুপ্রিম কোর্টে
আগামী 19 নভেম্বর গুরু নানক জয়ন্তী ৷ তার আগে, বুধবার ওয়াঘা-আটারি সীমান্ত হয়ে 855 জন পুণ্যার্থী দরবার সাহিব কর্তারপুরের উদ্দেশে রওনা হন ৷ শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি)-র তরফে তাঁদের এই সফরের আয়োজন করা হয় ৷
এসজিপিসি-র তরফে জানানো হয়েছে, আরও বেশি সংখ্যক পুণ্যার্থীর যাওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে 855 জনই শুধু ভিসা পেয়েছেন ৷ শুধু দরবার সাহিব কর্তারপুর নয়, 26 নভেম্বর পর্যন্ত পাকিস্তানে থাকাকালীন আরও একাধিক গুরুদ্বার দর্শন করবেন পুণ্যার্থীরা ৷
আরও পড়ুন: Cryptocurrency : ক্রিপ্টো ভুল হাতে না পড়ে নিশ্চিত করতে হবে, বিশ্বকে বার্তা প্রধানমন্ত্রীর
ভারতের পঞ্জাবের গুরুদাসপুর জেলার ডেরা বাবা নানক সৌধকে পাকিস্তানের গুরুদ্বার দরবার সাহিবের সঙ্গে সংযুক্ত করেছে কর্তারপুর করিডর ৷ কোভিডের প্রকোপ কাটিয়ে বুধবার করিডর খুলে দেওয়ার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তার আগে পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কর্তারপুর করিডর খুলে দিতে অনুরোধ জানিয়েছিলেন ৷