ETV Bharat / bharat

BJP Parliamentary Party meeting : সংসদীয় বৈঠকে নেতাদের সাবধান করলেন মোদি, আগামী সপ্তাহে কাশীতে ডাকলেন বৈঠক - BJP honoured PM Modi at Parliamentary Party meeting

মঙ্গলবার সকালে সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রীকে সম্মাননা জ্ঞাপন করল বিজেপি (BJP honoured PM Modi at Parliamentary Party meeting) ৷ এদিন সভা থেকে দলীয় সাংসদদের সাবধান করেছেন মোদি ৷

PM Modi at Parliamentary Party meeting
সংসদীয় বৈঠকে মোদিকে সম্মাননা বিজেপির
author img

By

Published : Dec 7, 2021, 10:07 AM IST

Updated : Dec 7, 2021, 11:40 AM IST

নয়াদিল্লি, 7 ডিসেম্বর : মঙ্গলবার সংসদীয় বৈঠকে নেতাদের সাবধান করলেন মোদি ৷ আশানুরূপ পরিবর্তন না দেখতে পেলে পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি ৷ বিরসা মুন্ডার জন্মদিন 15 নভেম্বর জনজাতি গৌরব দিবস হিসাবে উদযাপনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (BJP honoured PM Modi at Parliamentary Party meeting) ৷ তার জন্য মঙ্গলবার সংসদীয় বৈঠকে মোদিকে সম্মাননা জানাল বিজেপি ৷ গত মাসেই কেন্দ্র বিরসা মুন্ডার জন্মদিন 15 নভেম্বরকে 'জনজাতি গৌরব দিবস' ঘোষণা করেছে ৷

  • Delhi: PM Narendra Modi honoured at the BJP Parliamentary Party meeting for announcing the celebration of November 15th (the birthday of Birsa Munda) as Janjatiya Gaurav Divas.

    The meeting has begun. pic.twitter.com/fd5GObWgbM

    — ANI (@ANI) December 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তিনি আগামী 14 ডিসেম্বর উত্তরপ্রদেশের কাশীতে দলীয় জেলা সভাপতি এবং মণ্ডল সভাপতিদের বৈঠকে ডাকবেন ৷ সূত্রের খবর, এদিন বৈঠকে দলের সাংসদদেরও সাবধান করেছেন মোদি ৷ প্রয়োজনে পদক্ষেপের হুঁশিয়ারিও দেন ৷

  • PM has said that he will call the district presidents and mandal presidents (of the party) for a meeting on 14th Dec in Kashi, Uttar Pradesh: Union Parliamentary Affairs Minister Pralhad Joshi after BJP Parliamentary Party meet pic.twitter.com/F6UUp7Scq3

    — ANI (@ANI) December 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন জ্ঞানপীঠে আম্বেদকর ইন্টারন্যাশানাল সেন্টারে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে মোদি-শাহ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, এস জয়শঙ্কর, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল-সহ অন্য বিজেপি নেতারা ৷ সকাল দশটার কিছুটা আগেই শুরু হয় বৈঠক ৷ উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা-সহ অন্যান্য বিজেপি নেতারা ৷

আরও পড়ুন : Rahul Gandhi gives adjournment motion notice: কৃষকদের দাবি নিয়ে আলোচনা চেয়ে সংসদে মুলতুবি প্রস্তাব কংগ্রেসের

নয়াদিল্লি, 7 ডিসেম্বর : মঙ্গলবার সংসদীয় বৈঠকে নেতাদের সাবধান করলেন মোদি ৷ আশানুরূপ পরিবর্তন না দেখতে পেলে পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি ৷ বিরসা মুন্ডার জন্মদিন 15 নভেম্বর জনজাতি গৌরব দিবস হিসাবে উদযাপনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (BJP honoured PM Modi at Parliamentary Party meeting) ৷ তার জন্য মঙ্গলবার সংসদীয় বৈঠকে মোদিকে সম্মাননা জানাল বিজেপি ৷ গত মাসেই কেন্দ্র বিরসা মুন্ডার জন্মদিন 15 নভেম্বরকে 'জনজাতি গৌরব দিবস' ঘোষণা করেছে ৷

  • Delhi: PM Narendra Modi honoured at the BJP Parliamentary Party meeting for announcing the celebration of November 15th (the birthday of Birsa Munda) as Janjatiya Gaurav Divas.

    The meeting has begun. pic.twitter.com/fd5GObWgbM

    — ANI (@ANI) December 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানান, প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তিনি আগামী 14 ডিসেম্বর উত্তরপ্রদেশের কাশীতে দলীয় জেলা সভাপতি এবং মণ্ডল সভাপতিদের বৈঠকে ডাকবেন ৷ সূত্রের খবর, এদিন বৈঠকে দলের সাংসদদেরও সাবধান করেছেন মোদি ৷ প্রয়োজনে পদক্ষেপের হুঁশিয়ারিও দেন ৷

  • PM has said that he will call the district presidents and mandal presidents (of the party) for a meeting on 14th Dec in Kashi, Uttar Pradesh: Union Parliamentary Affairs Minister Pralhad Joshi after BJP Parliamentary Party meet pic.twitter.com/F6UUp7Scq3

    — ANI (@ANI) December 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন জ্ঞানপীঠে আম্বেদকর ইন্টারন্যাশানাল সেন্টারে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে মোদি-শাহ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী, এস জয়শঙ্কর, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল-সহ অন্য বিজেপি নেতারা ৷ সকাল দশটার কিছুটা আগেই শুরু হয় বৈঠক ৷ উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা-সহ অন্যান্য বিজেপি নেতারা ৷

আরও পড়ুন : Rahul Gandhi gives adjournment motion notice: কৃষকদের দাবি নিয়ে আলোচনা চেয়ে সংসদে মুলতুবি প্রস্তাব কংগ্রেসের

Last Updated : Dec 7, 2021, 11:40 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.