কলকাতা, 21 সেপ্টেম্বর : এই মুহূর্তে ভবানীপুর উপনির্বাচন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ৷ কারণ এই কেন্দ্র থেকেই প্রেস্টিজ ফাইটে লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷
তবে এবার তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নির্বাচন কমিশন ও কালীঘাট থানায় অভিযোগ জানাল বিজেপি ৷ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মুখ্য নির্বাচনী এজেন্ট সজল ঘোষ অভিযোগ জানিয়ে লেখেন, তৃণমূল আমাদের দলীয় প্রার্থীর প্রচারে বাধা সৃষ্টি করছে ৷ আজ আমাদের প্রার্থী ভবানীপুরের 73 নং ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায় প্রচারে গেলে তাঁকে বাধা দেওয়া হয় ৷ ক্ষমতার জোরে তাঁরা এলাকার মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছেন ৷ যেহেতু সেটি কালীঘাট থানার অন্তর্গত তাই আমরা অভিযোগ জানিয়েছি ৷ একইভাবে 71 নং ওয়ার্ডে প্রচারে ক্ষেত্রেও বিজেপি প্রার্থীকে বাধা দিচ্ছে তৃণমূল ৷
এদিন সজল ঘোষের সেই অভিযোগপত্র টুইট করে রাজ্যে বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই সংশয়ে রয়েছেন যে আমাদের প্রার্থীকে প্রচারে বাধা দিচ্ছেন ৷ তবে এত কিছু করেও তিনি সফল হতে পারবেন না ৷
-
Mamata Banerjee is so unsure about her candidature from Bhabanipur that the admin, presumably at her instruction, is obstructing BJP candidate Smt Priyanka Tiberwal from campaigning in ward 73. Similarly, TMC goons are attempting to stop programs in ward 71. But won’t succeed. pic.twitter.com/7rpb7cBs7p
— Amit Malviya (@amitmalviya) September 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Mamata Banerjee is so unsure about her candidature from Bhabanipur that the admin, presumably at her instruction, is obstructing BJP candidate Smt Priyanka Tiberwal from campaigning in ward 73. Similarly, TMC goons are attempting to stop programs in ward 71. But won’t succeed. pic.twitter.com/7rpb7cBs7p
— Amit Malviya (@amitmalviya) September 21, 2021Mamata Banerjee is so unsure about her candidature from Bhabanipur that the admin, presumably at her instruction, is obstructing BJP candidate Smt Priyanka Tiberwal from campaigning in ward 73. Similarly, TMC goons are attempting to stop programs in ward 71. But won’t succeed. pic.twitter.com/7rpb7cBs7p
— Amit Malviya (@amitmalviya) September 21, 2021
আরও পড়ুন : Priyanka Tibrewal : প্রিয়াঙ্কার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, জবাব তলব কমিশনের