নয়াদিল্লি, 13 জানুয়ারি: পুরুলিয়ায় সাধুদের উপর আক্রমণ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সরব হলেন বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা ৷ তাঁর দাবি, সারা দেশ যখন রামমন্দিরের উদ্বোধনের অপেক্ষায় রয়েছে, সেই সময় গেরুয়া রং নিয়ে সমস্যায় বিরোধীরা ৷ জেপি নাড্ডা বলেন, ‘‘মমতাজির রাজত্বে আমাদের সাধুদের মারধর করা হল ৷ জানি না গেরুয়া রং নিয়ে কী সমস্যা রয়েছে ? এই সমস্যা তখন হচ্ছে, যখন সারা দেশ রামময় হচ্ছে ৷ এটাও আমি বুঝতে পারি না ৷’’
প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে নতুন ভোটারদের নিয়ে একটি কর্মসূচি নিয়েছে বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা ৷ যার পোশাকি নাম, 'নমো নবমতদাতা অভিযান' ৷ এই কর্মসূচির মাধ্যমে প্রথমবার যাঁরা ভোট দিতে চলেছেন, তাঁদের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্য নেওয়া হয়েছে ৷ শনিবার এই কর্মসূচি উপলক্ষ্যে একটি সম্মেলন হয় নয়াদিল্লিতে ৷ সেখানে হাজির হয়ে এই কথা বলেন জেপি নাড্ডা ৷
-
ममता जी को भगवा रंग से तब तकलीफ हो रही है जब सारा देश राममय हो रहा है। pic.twitter.com/CltTlh6vo0
— Jagat Prakash Nadda (@JPNadda) January 13, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ममता जी को भगवा रंग से तब तकलीफ हो रही है जब सारा देश राममय हो रहा है। pic.twitter.com/CltTlh6vo0
— Jagat Prakash Nadda (@JPNadda) January 13, 2024ममता जी को भगवा रंग से तब तकलीफ हो रही है जब सारा देश राममय हो रहा है। pic.twitter.com/CltTlh6vo0
— Jagat Prakash Nadda (@JPNadda) January 13, 2024
উল্লেখ্য, এ দিনই ছিল বিরোধীদের ‘ইন্ডিয়া’ ব্লকের ভার্চুয়াল বৈঠক ৷ সেই নিয়ে জেপি নাড্ডা বলেন, "একটি ভার্চুয়াল জোট শুধুমাত্র ভার্চুয়াল মিটিং করবে । আনুষ্ঠানিকতার স্বার্থে তা করবে ৷" নাড্ডার আরও দাবি, এই জোটের দু’টি উদ্দেশ্যে ৷ প্রথমত পরিবারকে রক্ষা করা ও তাদের সম্পত্তি বাঁচানো ৷ এই প্রসঙ্গেই তিনি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, ফারুক আবদুল্লা ও এমকে স্ট্যালিনের মতো নেতাদের নাম করে দাবি করেন যে এই নেতারা শুধু নিজেদের পরিবার ও সম্পত্তি বাঁচাতে এই জোট তৈরি করেছে ৷
সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন ৷ সেই সূত্র ধরেই বিরোধীদের সমালোচনা করেন ৷ তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি উন্নত ভারত তৈরির জন্য কাজ করছেন ৷ যুব, কৃষক ও মহিলাদের ক্ষমতায়ন করছেন এবং দারিদ্র্য দূর করছেন ৷ সেই সময় বিরোধীরা মোদিকে সরানোর দাবিতে সরব হয়েছেন ৷
তিনি বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন ৷ অধিকাংশ বিরোধীরা নেতারাই যে সিবিআই অথবা ইডির তদন্তের মুখোমুখি হচ্ছেন, সেই কথা মনে করিয়ে দিয়ে তিনি দুর্নীতি ইস্যুতে বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগেন ৷ পাশাপাশি উল্লেখ করেন যে, সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধিও দুর্নীতি অভিযুক্ত৷ তাঁরা এখন জামিনে মুক্ত রয়েছেন ৷
তাঁর আরও দাবি, নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতির জন্য দেশের সব অংশের মানুষ উন্নয়নে অংশীদার হতে পড়েছেন ৷ তিনি উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রীর কাছে দেশের প্রধান চারটি জাতি হল গরিব, যুব সম্প্রদায়, কৃষক ও মহিলারা ৷ প্রত্যেকের উন্নতির জন্য সরকার কাজ করছে ৷
নাড্ডার দাবি, সেই কারণে বিরোধীদের হাতে সরকারের বিরুদ্ধে কোনও অস্ত্র নেই ৷ তাই তারা বিভাজনের রাজনীতি করতে চাইছেন ৷ এই প্রসঙ্গেই তিনি তোলেন রাহুলের জাতিগণনার দাবিকে ৷ তাঁর দাবি, পিছিয়ে পড়াদের ক্ষমতায়নের জন্য কী কী প্রয়োজন, সেই রিপোর্ট প্রকাশ্য়েই আসতে দেয়নি ৷ মোদিই ওবিসিদের জন্য কাজ করছে বলে দাবি করেছেন নাড্ডা ৷
নাড্ডা দলের যুব শাখার সদস্যদের বলেন, "অবস্থা যাই হোক না কেন, আপনাকে রাজনৈতিক হতে হবে । আপনাকে বুঝতে হবে কোনটা ভালো আর কোনটা খারাপ ৷ ভারতের তরুণ জনসংখ্যা দেশের জন্য একটি সম্পদ, শক্তির উৎস ও ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য মোদির সংকল্প পূরণে সহায়ক হবে ৷’’
তিনি আইআইটি, আইআইএম, এআইআইএমএস ও অন্যান্য প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করেছেন ৷ জানিয়েছেন যে মোদি সরকারের অধীনে তরুণদের সুযোগের ক্ষেত্রে দেশ এক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে । নাড্ডা আরও জানান, বিজেপি আগামী 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবসে এক কোটি নতুন ভোটার দলে নেওয়ার লক্ষ্য নিয়েছে ৷ সেদিন প্রধানমন্ত্রী মোদিও ভাষণ দেবেন ৷
আরও পড়ুন: