ETV Bharat / bharat

Vice President Election 2022: উপ-রাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী জগদীপ ধনকড়

পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ শনিবার সন্ধ্যায় তাঁর নাম উপ-রাষ্ট্রপতি (Vice President) পদে প্রার্থী হিসেবে বেছে নিল বিজেপি (BJP) ৷ এদিন ধনকড়ের নাম ঘোষণা করেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP Chief JP Nadda names Jagdeep Dhankhar as NDA Vice President Candidate) ৷

BJP Chief JP Nadda names Jagdeep Dhankhar as NDA Vice President Candidate
Vice President Election 2022: উপ-রাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থী জগদীপ ধনকড়
author img

By

Published : Jul 16, 2022, 8:07 PM IST

Updated : Jul 16, 2022, 9:00 PM IST

নয়াদিল্লি, 16 জুলাই : উপ-রাষ্ট্রপতি নির্বাচনে (Vice President Election 2022) বড় চমক দিল ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ শনিবার সন্ধ্যায় দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP Chief JP Nadda) ঘোষণা করলেন যে তাঁরা এবার প্রার্থী করছেন জগদীপ ধনকড়কে (BJP Chief JP Nadda names Jagdeep Dhankhar as NDA Vice President Candidate) ৷

আগামী 6 অগস্ট উপ রাষ্ট্রপতি নির্বাচন ৷ ওইদিনই গণনা ৷ ইতিমধ্যে 5 জুলাই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে ৷ আগামী মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ৷ তার আগে আজ উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম নির্ধারণে বিজেপির সদর দফতরে বৈঠক হয় ৷

ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Rajnath Singh), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh), কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ আরও অনেকে ৷

  • भाजपा और NDA उपराष्ट्रपति पद के लिए प्रत्याशी किसान पुत्र श्री जगदीप धनखड़ जी को घोषित करती है।

    श्री जगदीप धनखड़ जी पश्चिम बंगाल के अभी गवर्नर हैं और लगभग तीन दशक तक सार्वजनिक जीवन में काम किया है।

    - श्री @JPNadda pic.twitter.com/3jfhrpJ6XQ

    — BJP (@BJP4India) July 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেখানেই জগদীপ ধনকড়ের নাম উপ রাষ্ট্রপতি হিসেবে চূড়ান্ত করা হয় ৷ তার পর সাংবাদিক বৈঠকে ধনকড়ের নাম ঘোষণা করেন নাড্ডা ৷ এখনও পর্যন্ত বিরোধীদের তরফে কারও নাম ঘোষণা করা হয়নি ৷ বিরোধীরা যদি কারও নাম ঘোষণা না করে, তাহলে মঙ্গলবারই নিশ্চিত হয়ে যাবে যে ধনকড়ই দেশের পরবর্তী উপ-রাষ্ট্রপতি ৷

আরও পড়ুন : Presidential Election 2022: রাষ্ট্রপতি নির্বাচনের আগে শনিবারই সাংসদদের দিল্লি যাওয়ার নির্দেশ বিজেপির

নয়াদিল্লি, 16 জুলাই : উপ-রাষ্ট্রপতি নির্বাচনে (Vice President Election 2022) বড় চমক দিল ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ শনিবার সন্ধ্যায় দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP Chief JP Nadda) ঘোষণা করলেন যে তাঁরা এবার প্রার্থী করছেন জগদীপ ধনকড়কে (BJP Chief JP Nadda names Jagdeep Dhankhar as NDA Vice President Candidate) ৷

আগামী 6 অগস্ট উপ রাষ্ট্রপতি নির্বাচন ৷ ওইদিনই গণনা ৷ ইতিমধ্যে 5 জুলাই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে ৷ আগামী মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ৷ তার আগে আজ উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম নির্ধারণে বিজেপির সদর দফতরে বৈঠক হয় ৷

ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Rajnath Singh), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh), কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ আরও অনেকে ৷

  • भाजपा और NDA उपराष्ट्रपति पद के लिए प्रत्याशी किसान पुत्र श्री जगदीप धनखड़ जी को घोषित करती है।

    श्री जगदीप धनखड़ जी पश्चिम बंगाल के अभी गवर्नर हैं और लगभग तीन दशक तक सार्वजनिक जीवन में काम किया है।

    - श्री @JPNadda pic.twitter.com/3jfhrpJ6XQ

    — BJP (@BJP4India) July 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেখানেই জগদীপ ধনকড়ের নাম উপ রাষ্ট্রপতি হিসেবে চূড়ান্ত করা হয় ৷ তার পর সাংবাদিক বৈঠকে ধনকড়ের নাম ঘোষণা করেন নাড্ডা ৷ এখনও পর্যন্ত বিরোধীদের তরফে কারও নাম ঘোষণা করা হয়নি ৷ বিরোধীরা যদি কারও নাম ঘোষণা না করে, তাহলে মঙ্গলবারই নিশ্চিত হয়ে যাবে যে ধনকড়ই দেশের পরবর্তী উপ-রাষ্ট্রপতি ৷

আরও পড়ুন : Presidential Election 2022: রাষ্ট্রপতি নির্বাচনের আগে শনিবারই সাংসদদের দিল্লি যাওয়ার নির্দেশ বিজেপির

Last Updated : Jul 16, 2022, 9:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.