কলকাতা, 2 অগস্ট : অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) ত্রিপুরা সফরের দিনই জমে উঠল টুইট যুদ্ধ ৷ সোমবার ত্রিপুরার মাটিতে পা দিতেই চরম বিক্ষোভের মুখে পড়তে হয় অভিষেককে ৷ এমনকী, ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদের গাড়িতে হামলারও অভিযোগ ওঠে বিজেপির কর্মী, সমর্থকদের বিরুদ্ধে ৷ সেই ঘটনা ক্য়ামেরাবন্দি করে টুইট করেন অভিষেক ৷ প্রশ্ন তোলেন বিজেপি শাসিত ত্রিপুরার গণতন্ত্রের হাল নিয়ে ! সঙ্গে সঙ্গে তার জবাব দিতে মাঠে নামে গেরুয়া শিবির ৷ অভিষেকের টুইট রিটুইট করে বঙ্গ বিজেপি (BJP Bengal) ৷ সাংসদের গাড়িতে হামলার জন্য পাল্টা তৃণমূলীদেরই কাঠগড়ায় তোলা হয় তাতে ৷ একইসঙ্গে, অন্য একটি টুইটে তৃণমূলের যুব নেতাদের শালীনতা নিয়েও প্রশ্ন তোলে বিজেপি ৷ প্রশ্ন তোলা হয়, ওই তরুণ তৃণমূল নেতা নারীর অসম্মান করার পরও কেন মুখে কুলুপ বিদ্বজনদের ?
আরও পড়ুন : Abhishek Banerjee : নাড্ডার কনভয়ে হামলার প্রতিশোধ ? ত্রিপুরায় পৌঁছতেই অভিষেকের গাড়িতে লাঠির ঘা !
-
তৃণমূল নেতার উক্তি - 'চুড়ি পরে থাকুন'
— BJP Bengal (@BJP4Bengal) August 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
মহিলাদের সম্মান করতে না পারেন এভাবে অসম্মান করবার কি খুব প্রয়োজোন?
বাংলার বিশিষ্ট বুদ্ধিজীবিরা আজ কেন চুপ? মহিলাদের এই অসম্মানের পরও আপনারা চুপ থাকবেন? pic.twitter.com/himWNprDhS
">তৃণমূল নেতার উক্তি - 'চুড়ি পরে থাকুন'
— BJP Bengal (@BJP4Bengal) August 2, 2021
মহিলাদের সম্মান করতে না পারেন এভাবে অসম্মান করবার কি খুব প্রয়োজোন?
বাংলার বিশিষ্ট বুদ্ধিজীবিরা আজ কেন চুপ? মহিলাদের এই অসম্মানের পরও আপনারা চুপ থাকবেন? pic.twitter.com/himWNprDhSতৃণমূল নেতার উক্তি - 'চুড়ি পরে থাকুন'
— BJP Bengal (@BJP4Bengal) August 2, 2021
মহিলাদের সম্মান করতে না পারেন এভাবে অসম্মান করবার কি খুব প্রয়োজোন?
বাংলার বিশিষ্ট বুদ্ধিজীবিরা আজ কেন চুপ? মহিলাদের এই অসম্মানের পরও আপনারা চুপ থাকবেন? pic.twitter.com/himWNprDhS
এদিন অভিষেক ত্রিপুরায় পৌঁছনোর আগেই স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তৃণমূলের নেতা, কর্মীরা ৷ অভিযোগ, তৃণমূল সদস্যদের দলীয় পতাকা লাগাতে বাধা দেয় পুলিশ ৷ তা নিয়েই শুরু হয় বাক-বিতণ্ডা ৷ সেই সময়েই তৃণমূলের এক তরুণ নেতাকে পুলিশের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘‘হাতে চুড়ি পরে থাকুন’’ ৷ তাঁর এই মন্তব্যের ভিডিয়ো হাতে আসতেই সোচ্চার হয় বিজেপি ৷ তাদের সাফ কথা, এই কথা বলে আসলে মহিলাদের অসম্মান করেছেন ওই তৃণমূল নেতা ৷
বস্তুত, আমাদের দেশে ‘হাতে চুড়ি পরা’ সংক্রান্ত উক্তি নতুন কিছু নয় ৷ কাউকে দুর্বল, অক্ষম বোঝাতে বা তাঁকে ছোট করতে এই উক্তি বহু মানুষই ব্যবহার করেন ৷ পিতৃতন্ত্র যে আজও এ দেশের অস্থি, মজ্জায় লেপটে আছে, এমন মন্তব্যই তার প্রমাণ ৷ বহুবার বিদ্বজনেরা এই উক্তির প্রতিবাদ করলেও মানসিকতায় কোনও বদল হয়নি ৷ এমনকী, এ নিয়ে রাজনীতিও কম হয়নি ৷ প্রকাশ্যে তৃণমূল নেতার এমন উক্তি তাই লুফে নিয়েছে গেরুয়া শিবির ৷ তাদের বার্তা, যাঁরা কথায় কথায় বিজেপির গায়ে নারীবিদ্বেষী তকমা সেঁটে দেন, তাঁরা তৃণমূল নেতার এই আচরণের প্রতিবাদ করছেন না কেন ? এটা কি নারীদের অসম্মান নয় ? প্রসঙ্গত, চব্বিশের লোকসভা ভোটের আগে তেইশের নির্বাচনে ত্রিপুরায় ঘাসফুল ফোটানোর অঙ্গীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷ সেখানে নারী ও যুব-ভোটই তাদের তুরুপের তাস ৷ কিন্তু ‘খেলা’ শুরু হওয়ার আগেই যদি তৃণমূলের গায়ে নারীবিরোধী তকমা সেঁটে দেওয়া যায়, তাতে বিজেপির বড় লাভ ৷ এদিন সুযোগ বুঝে সেই কাজটাই সেরে ফেলার চেষ্টা করেছে তারা ৷
আরও পড়ুন : ‘‘ত্রিপুরায় পাখির চোখ গণতন্ত্র উদ্ধার...!’’ বার্তা অভিষেকের
-
While this has been a routine affair in Bengal for any opposition leader, seems you have now dispatched violent TMC cadres to Tripura… Wait till the people of Bengal do this to TMC leaders in West Bengal too. https://t.co/w6PLlojgq1
— BJP Bengal (@BJP4Bengal) August 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">While this has been a routine affair in Bengal for any opposition leader, seems you have now dispatched violent TMC cadres to Tripura… Wait till the people of Bengal do this to TMC leaders in West Bengal too. https://t.co/w6PLlojgq1
— BJP Bengal (@BJP4Bengal) August 2, 2021While this has been a routine affair in Bengal for any opposition leader, seems you have now dispatched violent TMC cadres to Tripura… Wait till the people of Bengal do this to TMC leaders in West Bengal too. https://t.co/w6PLlojgq1
— BJP Bengal (@BJP4Bengal) August 2, 2021
এদিকে, আগরতলায় অভিষেকের গাড়িতে হামলায় ঘটনায় তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপিকে দোষী সাব্যস্ত করা হলেও হাল ছাড়েনি বিজেপি ৷ তাদের পাল্টা দাবি, পশ্চিমবঙ্গে বিরোধীদের উপর এমন হামলা মাঝেমধ্যেই ঘটে ৷ আর সেটা ঘটান তৃণমূলের ক্য়াডাররাই ৷ অথচ এদিন ত্রিপুরায় হামলার মুখে পড়তে হয়েছে অভিষেককে ৷ বিজেপির দাবি, আসলে তৃণমূলই দলীয় সদস্যদের ওখানে নিয়ে গিয়ে দলের অন্যতম ক্ষমতাবান মানুষটির গাড়িতে আক্রমণ চালিয়েছে ! আগামী দিনে পশ্চিমবঙ্গেও তৃণমূল নেতাদের একই হাল হবে বলেও দাবি করেছে বঙ্গ বিজেপি ৷