ETV Bharat / bharat

BJP Bengal : তৃণমূলের তরুণ নেতার মন্তব্য়ে ‘নারীর অসম্মান’, টুইটে সরব বঙ্গ বিজেপি - Abhishek Banerjee breaking news

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ত্রিপুরা সফর ঘিরে তুঙ্গে রাজনীতি ৷ তাঁর গাড়িতে হামলার ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন অভিষেক ৷ পাল্টা এই ঘটনার জন্য পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় যাওয়া তৃণমূলীদেরই দায়ী করেছে বঙ্গ বিজেপি ৷ উপরন্তু, তৃণমূলের এক তরুণ নেতার মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে নারীবিদ্বেষী আচরণের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির ৷

BJP Bengal condemns anti-women comment of a young TMC leader
BJP Bengal : তৃণমূলের তরুণ নেতার মন্তব্য়ে ‘নারীর অসম্মান’, টুইটে সরব বঙ্গ বিজেপি
author img

By

Published : Aug 2, 2021, 5:40 PM IST

কলকাতা, 2 অগস্ট : অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) ত্রিপুরা সফরের দিনই জমে উঠল টুইট যুদ্ধ ৷ সোমবার ত্রিপুরার মাটিতে পা দিতেই চরম বিক্ষোভের মুখে পড়তে হয় অভিষেককে ৷ এমনকী, ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদের গাড়িতে হামলারও অভিযোগ ওঠে বিজেপির কর্মী, সমর্থকদের বিরুদ্ধে ৷ সেই ঘটনা ক্য়ামেরাবন্দি করে টুইট করেন অভিষেক ৷ প্রশ্ন তোলেন বিজেপি শাসিত ত্রিপুরার গণতন্ত্রের হাল নিয়ে ! সঙ্গে সঙ্গে তার জবাব দিতে মাঠে নামে গেরুয়া শিবির ৷ অভিষেকের টুইট রিটুইট করে বঙ্গ বিজেপি (BJP Bengal) ৷ সাংসদের গাড়িতে হামলার জন্য পাল্টা তৃণমূলীদেরই কাঠগড়ায় তোলা হয় তাতে ৷ একইসঙ্গে, অন্য একটি টুইটে তৃণমূলের যুব নেতাদের শালীনতা নিয়েও প্রশ্ন তোলে বিজেপি ৷ প্রশ্ন তোলা হয়, ওই তরুণ তৃণমূল নেতা নারীর অসম্মান করার পরও কেন মুখে কুলুপ বিদ্বজনদের ?

আরও পড়ুন : Abhishek Banerjee : নাড্ডার কনভয়ে হামলার প্রতিশোধ ? ত্রিপুরায় পৌঁছতেই অভিষেকের গাড়িতে লাঠির ঘা !

এদিন অভিষেক ত্রিপুরায় পৌঁছনোর আগেই স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তৃণমূলের নেতা, কর্মীরা ৷ অভিযোগ, তৃণমূল সদস্যদের দলীয় পতাকা লাগাতে বাধা দেয় পুলিশ ৷ তা নিয়েই শুরু হয় বাক-বিতণ্ডা ৷ সেই সময়েই তৃণমূলের এক তরুণ নেতাকে পুলিশের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘‘হাতে চুড়ি পরে থাকুন’’ ৷ তাঁর এই মন্তব্যের ভিডিয়ো হাতে আসতেই সোচ্চার হয় বিজেপি ৷ তাদের সাফ কথা, এই কথা বলে আসলে মহিলাদের অসম্মান করেছেন ওই তৃণমূল নেতা ৷

বস্তুত, আমাদের দেশে ‘হাতে চুড়ি পরা’ সংক্রান্ত উক্তি নতুন কিছু নয় ৷ কাউকে দুর্বল, অক্ষম বোঝাতে বা তাঁকে ছোট করতে এই উক্তি বহু মানুষই ব্যবহার করেন ৷ পিতৃতন্ত্র যে আজও এ দেশের অস্থি, মজ্জায় লেপটে আছে, এমন মন্তব্যই তার প্রমাণ ৷ বহুবার বিদ্বজনেরা এই উক্তির প্রতিবাদ করলেও মানসিকতায় কোনও বদল হয়নি ৷ এমনকী, এ নিয়ে রাজনীতিও কম হয়নি ৷ প্রকাশ্যে তৃণমূল নেতার এমন উক্তি তাই লুফে নিয়েছে গেরুয়া শিবির ৷ তাদের বার্তা, যাঁরা কথায় কথায় বিজেপির গায়ে নারীবিদ্বেষী তকমা সেঁটে দেন, তাঁরা তৃণমূল নেতার এই আচরণের প্রতিবাদ করছেন না কেন ? এটা কি নারীদের অসম্মান নয় ? প্রসঙ্গত, চব্বিশের লোকসভা ভোটের আগে তেইশের নির্বাচনে ত্রিপুরায় ঘাসফুল ফোটানোর অঙ্গীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷ সেখানে নারী ও যুব-ভোটই তাদের তুরুপের তাস ৷ কিন্তু ‘খেলা’ শুরু হওয়ার আগেই যদি তৃণমূলের গায়ে নারীবিরোধী তকমা সেঁটে দেওয়া যায়, তাতে বিজেপির বড় লাভ ৷ এদিন সুযোগ বুঝে সেই কাজটাই সেরে ফেলার চেষ্টা করেছে তারা ৷

আরও পড়ুন : ‘‘ত্রিপুরায় পাখির চোখ গণতন্ত্র উদ্ধার...!’’ বার্তা অভিষেকের

এদিকে, আগরতলায় অভিষেকের গাড়িতে হামলায় ঘটনায় তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপিকে দোষী সাব্যস্ত করা হলেও হাল ছাড়েনি বিজেপি ৷ তাদের পাল্টা দাবি, পশ্চিমবঙ্গে বিরোধীদের উপর এমন হামলা মাঝেমধ্যেই ঘটে ৷ আর সেটা ঘটান তৃণমূলের ক্য়াডাররাই ৷ অথচ এদিন ত্রিপুরায় হামলার মুখে পড়তে হয়েছে অভিষেককে ৷ বিজেপির দাবি, আসলে তৃণমূলই দলীয় সদস্যদের ওখানে নিয়ে গিয়ে দলের অন্যতম ক্ষমতাবান মানুষটির গাড়িতে আক্রমণ চালিয়েছে ! আগামী দিনে পশ্চিমবঙ্গেও তৃণমূল নেতাদের একই হাল হবে বলেও দাবি করেছে বঙ্গ বিজেপি ৷

কলকাতা, 2 অগস্ট : অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) ত্রিপুরা সফরের দিনই জমে উঠল টুইট যুদ্ধ ৷ সোমবার ত্রিপুরার মাটিতে পা দিতেই চরম বিক্ষোভের মুখে পড়তে হয় অভিষেককে ৷ এমনকী, ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদের গাড়িতে হামলারও অভিযোগ ওঠে বিজেপির কর্মী, সমর্থকদের বিরুদ্ধে ৷ সেই ঘটনা ক্য়ামেরাবন্দি করে টুইট করেন অভিষেক ৷ প্রশ্ন তোলেন বিজেপি শাসিত ত্রিপুরার গণতন্ত্রের হাল নিয়ে ! সঙ্গে সঙ্গে তার জবাব দিতে মাঠে নামে গেরুয়া শিবির ৷ অভিষেকের টুইট রিটুইট করে বঙ্গ বিজেপি (BJP Bengal) ৷ সাংসদের গাড়িতে হামলার জন্য পাল্টা তৃণমূলীদেরই কাঠগড়ায় তোলা হয় তাতে ৷ একইসঙ্গে, অন্য একটি টুইটে তৃণমূলের যুব নেতাদের শালীনতা নিয়েও প্রশ্ন তোলে বিজেপি ৷ প্রশ্ন তোলা হয়, ওই তরুণ তৃণমূল নেতা নারীর অসম্মান করার পরও কেন মুখে কুলুপ বিদ্বজনদের ?

আরও পড়ুন : Abhishek Banerjee : নাড্ডার কনভয়ে হামলার প্রতিশোধ ? ত্রিপুরায় পৌঁছতেই অভিষেকের গাড়িতে লাঠির ঘা !

এদিন অভিষেক ত্রিপুরায় পৌঁছনোর আগেই স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তৃণমূলের নেতা, কর্মীরা ৷ অভিযোগ, তৃণমূল সদস্যদের দলীয় পতাকা লাগাতে বাধা দেয় পুলিশ ৷ তা নিয়েই শুরু হয় বাক-বিতণ্ডা ৷ সেই সময়েই তৃণমূলের এক তরুণ নেতাকে পুলিশের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘‘হাতে চুড়ি পরে থাকুন’’ ৷ তাঁর এই মন্তব্যের ভিডিয়ো হাতে আসতেই সোচ্চার হয় বিজেপি ৷ তাদের সাফ কথা, এই কথা বলে আসলে মহিলাদের অসম্মান করেছেন ওই তৃণমূল নেতা ৷

বস্তুত, আমাদের দেশে ‘হাতে চুড়ি পরা’ সংক্রান্ত উক্তি নতুন কিছু নয় ৷ কাউকে দুর্বল, অক্ষম বোঝাতে বা তাঁকে ছোট করতে এই উক্তি বহু মানুষই ব্যবহার করেন ৷ পিতৃতন্ত্র যে আজও এ দেশের অস্থি, মজ্জায় লেপটে আছে, এমন মন্তব্যই তার প্রমাণ ৷ বহুবার বিদ্বজনেরা এই উক্তির প্রতিবাদ করলেও মানসিকতায় কোনও বদল হয়নি ৷ এমনকী, এ নিয়ে রাজনীতিও কম হয়নি ৷ প্রকাশ্যে তৃণমূল নেতার এমন উক্তি তাই লুফে নিয়েছে গেরুয়া শিবির ৷ তাদের বার্তা, যাঁরা কথায় কথায় বিজেপির গায়ে নারীবিদ্বেষী তকমা সেঁটে দেন, তাঁরা তৃণমূল নেতার এই আচরণের প্রতিবাদ করছেন না কেন ? এটা কি নারীদের অসম্মান নয় ? প্রসঙ্গত, চব্বিশের লোকসভা ভোটের আগে তেইশের নির্বাচনে ত্রিপুরায় ঘাসফুল ফোটানোর অঙ্গীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷ সেখানে নারী ও যুব-ভোটই তাদের তুরুপের তাস ৷ কিন্তু ‘খেলা’ শুরু হওয়ার আগেই যদি তৃণমূলের গায়ে নারীবিরোধী তকমা সেঁটে দেওয়া যায়, তাতে বিজেপির বড় লাভ ৷ এদিন সুযোগ বুঝে সেই কাজটাই সেরে ফেলার চেষ্টা করেছে তারা ৷

আরও পড়ুন : ‘‘ত্রিপুরায় পাখির চোখ গণতন্ত্র উদ্ধার...!’’ বার্তা অভিষেকের

এদিকে, আগরতলায় অভিষেকের গাড়িতে হামলায় ঘটনায় তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপিকে দোষী সাব্যস্ত করা হলেও হাল ছাড়েনি বিজেপি ৷ তাদের পাল্টা দাবি, পশ্চিমবঙ্গে বিরোধীদের উপর এমন হামলা মাঝেমধ্যেই ঘটে ৷ আর সেটা ঘটান তৃণমূলের ক্য়াডাররাই ৷ অথচ এদিন ত্রিপুরায় হামলার মুখে পড়তে হয়েছে অভিষেককে ৷ বিজেপির দাবি, আসলে তৃণমূলই দলীয় সদস্যদের ওখানে নিয়ে গিয়ে দলের অন্যতম ক্ষমতাবান মানুষটির গাড়িতে আক্রমণ চালিয়েছে ! আগামী দিনে পশ্চিমবঙ্গেও তৃণমূল নেতাদের একই হাল হবে বলেও দাবি করেছে বঙ্গ বিজেপি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.