ETV Bharat / bharat

Councilors fight in MCD House: স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচন ঘিরে প্রায় রণক্ষেত্র দিল্লি পৌরনিগম, আপ-বিজেপি কাউন্সিলরদের হাতাহাতি

author img

By

Published : Feb 24, 2023, 11:13 PM IST

স্ট্যান্ডিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার রণক্ষেত্রের আকার ধারণ করে দিল্লির পৌর অধিবেশন (BJP and AAP councilors clash in MCD House) ৷

ETV Bharat
স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচন ঘিরে প্রায় রণক্ষেত্র দিল্লি পৌরনিগম
স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচন ঘিরে প্রায় রণক্ষেত্র দিল্লি পৌরনিগম

নয়াদিল্লি, 24 ফেব্রুয়ারি: স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার ফের উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি পৌরনিগম বা এমসিডি (MCD) এর ভবন সিভিক সেন্টার ৷ বিজেপি ও আপ কাউন্সিলরদের হাতাহাতি এদিন একসময়ে প্রায় রণক্ষেত্রের চেহারা নেয় পৌরভবন ৷ এমনকি প্রতিপক্ষ মহিলা কাউন্সিলরাও একে অপরের চুলের মুঠি ধরে মারেন বলে অভিযোগ ৷ আপের অভিযোগ, এদিন তাঁদের মহিলা কাউন্সিলরদের উপর চড়াও হন বিজেপি'র পুরুষ কাউন্সিলররা (Fight in MCD) ৷

উল্লেখ, দিল্লির পৌরভোট ও তার ফল প্রকাশ কয়েক সপ্তাহ আগে হয়ে গেলেও, আপ ও বিজেপি'র দ্বন্দ্বে দীর্ঘদিন আটকে ছিল মেয়র নির্বাচন ৷ আদালতের নির্দেশে উত্তেজক পরিস্থিতির মধ্যে 2 দিন আগে দিল্লির নয়া মেয়র নির্বাচিত হন আপের শেলি ওবেরয় ৷ কিন্তু তারপরেও গত 2 দিন ধরে বারবার উত্তেজনা ছড়িয়েঠে দিল্লির পৌর অধিবেশ চলাকালীন ৷ অধিবেশন কক্ষের মধ্যেই বিবাদ, হাতাহাতি হয়েছে দুই পক্ষের জনপ্রতিনিধিদের মধ্যে ৷

  • #WATCH | Ruckus breaks out at Delhi Civic Centre once again as AAP and BJP Councillors jostle, manhandle and rain blows on each other. This is the third day of commotions in the House. pic.twitter.com/Sfjz0osOSk

    — ANI (@ANI) February 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মেঘালয়ের ভোট প্রচারেও পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব মোদি, পদ্ম ফোটা নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

শুক্রবার ছিল দিল্লি পৌরনিগমের স্ট্যান্ডিং কমিটির জন্য 6 সদস্যের নির্বাচন প্রক্রিয়া ৷ এই ভোটকে কেন্দ্র করে এদিন সিভিক সেন্টারের ভিতরে জটিল পরিস্থিতির তৈরি হয় ৷ আহত হন দু'পক্ষের একাধিক কাউন্সিলর ৷ জানা গিয়েছে এদিন ভোট গণনার পর সন্ধ্যে 7টা নাগাদ ফের গণনার দাবিতে সরব হন বিজেপি কাউন্সিলররা ৷ বিক্ষোভ দেখাতে দেখাতেই তাঁরা মেয়রের আসনের কাছে চলে যান বলে অভিযোগ ৷ হস্তক্ষেপ করতে হয় নিরাপত্তারক্ষীদের ৷ কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি ৷ চেয়ার সরিয়ে একে অপরের সঙ্গে হাতাহাতি শুরু করে দেন আপ ও বিজেপি কাউন্সিলররা ৷ ঘটনায় আহত হয়ে এক কাউন্সিলর অজ্ঞান হয়ে পড়ে যান বলেও খবর ৷ 250 জন সদস্যের মধ্যে এদিন ভোট দেন 242 জন ৷ অনুপস্থিত ছিলেন কংগ্রেসের 8 কাউন্সিলর ৷

স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচন ঘিরে প্রায় রণক্ষেত্র দিল্লি পৌরনিগম

নয়াদিল্লি, 24 ফেব্রুয়ারি: স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার ফের উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি পৌরনিগম বা এমসিডি (MCD) এর ভবন সিভিক সেন্টার ৷ বিজেপি ও আপ কাউন্সিলরদের হাতাহাতি এদিন একসময়ে প্রায় রণক্ষেত্রের চেহারা নেয় পৌরভবন ৷ এমনকি প্রতিপক্ষ মহিলা কাউন্সিলরাও একে অপরের চুলের মুঠি ধরে মারেন বলে অভিযোগ ৷ আপের অভিযোগ, এদিন তাঁদের মহিলা কাউন্সিলরদের উপর চড়াও হন বিজেপি'র পুরুষ কাউন্সিলররা (Fight in MCD) ৷

উল্লেখ, দিল্লির পৌরভোট ও তার ফল প্রকাশ কয়েক সপ্তাহ আগে হয়ে গেলেও, আপ ও বিজেপি'র দ্বন্দ্বে দীর্ঘদিন আটকে ছিল মেয়র নির্বাচন ৷ আদালতের নির্দেশে উত্তেজক পরিস্থিতির মধ্যে 2 দিন আগে দিল্লির নয়া মেয়র নির্বাচিত হন আপের শেলি ওবেরয় ৷ কিন্তু তারপরেও গত 2 দিন ধরে বারবার উত্তেজনা ছড়িয়েঠে দিল্লির পৌর অধিবেশ চলাকালীন ৷ অধিবেশন কক্ষের মধ্যেই বিবাদ, হাতাহাতি হয়েছে দুই পক্ষের জনপ্রতিনিধিদের মধ্যে ৷

  • #WATCH | Ruckus breaks out at Delhi Civic Centre once again as AAP and BJP Councillors jostle, manhandle and rain blows on each other. This is the third day of commotions in the House. pic.twitter.com/Sfjz0osOSk

    — ANI (@ANI) February 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মেঘালয়ের ভোট প্রচারেও পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব মোদি, পদ্ম ফোটা নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

শুক্রবার ছিল দিল্লি পৌরনিগমের স্ট্যান্ডিং কমিটির জন্য 6 সদস্যের নির্বাচন প্রক্রিয়া ৷ এই ভোটকে কেন্দ্র করে এদিন সিভিক সেন্টারের ভিতরে জটিল পরিস্থিতির তৈরি হয় ৷ আহত হন দু'পক্ষের একাধিক কাউন্সিলর ৷ জানা গিয়েছে এদিন ভোট গণনার পর সন্ধ্যে 7টা নাগাদ ফের গণনার দাবিতে সরব হন বিজেপি কাউন্সিলররা ৷ বিক্ষোভ দেখাতে দেখাতেই তাঁরা মেয়রের আসনের কাছে চলে যান বলে অভিযোগ ৷ হস্তক্ষেপ করতে হয় নিরাপত্তারক্ষীদের ৷ কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি ৷ চেয়ার সরিয়ে একে অপরের সঙ্গে হাতাহাতি শুরু করে দেন আপ ও বিজেপি কাউন্সিলররা ৷ ঘটনায় আহত হয়ে এক কাউন্সিলর অজ্ঞান হয়ে পড়ে যান বলেও খবর ৷ 250 জন সদস্যের মধ্যে এদিন ভোট দেন 242 জন ৷ অনুপস্থিত ছিলেন কংগ্রেসের 8 কাউন্সিলর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.