ETV Bharat / bharat

Nun rape case : ধর্ষণ মামলায় বিশপ ফ্র্যাঙ্কোকে বেকসুর খালাস করল আদালত

2018-তে বিশপ ফ্র্যাঙ্কো মুলাক্কালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল ৷ তিনি দেড় বছর আগে দোষী সাব্যস্ত হন ৷ তার পর শুক্রবার তাঁকে কোট্টয়ামের আদালত তাঁকে বেকসুর খালাস (Bishop Franco Mulakkal acquitted in the Nun rape case) ৷

bishop franco mulakkal acquitted in the nun rape case
Nun rape case : বিশপ ফ্র্যাঙ্কোকে বেকসুর খালাস করল আদালত
author img

By

Published : Jan 14, 2022, 12:56 PM IST

কোট্টায়াম (কেরল), 14 জানুয়ারি : সন্ন্যাসিনী ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেলেন বিশপ ফ্র্যাঙ্কো মুলাক্কাল (Bishop Franco Mulakkal acquitted in the Nun rape case) ৷ শুক্রবার কেরলের কোয়াট্টাম অতিরিক্ত দায়রা আদালত এই রায় দিয়েছে (Kottayam Additional Sessions Court acquits Bishop) ৷ ওই ধর্ষণ মামলায় তিনিই মূল অভিযুক্ত ছিলেন ৷

2018 সালে ওই বিশপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল (Nun rape case) ৷ তাঁর বিরুদ্ধে কুরুভিলানগড়ের সেন্ট ফ্রান্সিস মিশন হোমের এক আবাসিক ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন ৷

সেই মামলায় দেড় বছর আগে দোষী সাব্যস্তও হয়েছিলেন তিনি ৷ এবার কোয়াট্টামের আদালতের বিচারক জি গোপালকুমার সেই রায় খারিজ করে দিয়েছেন ৷ আর ওই বিশপকে নির্দোষ ঘোষণা করেছেন (Kerala court acquits Bishop Franco) ৷

আরও পড়ুন : Minor girl gangraped in Rajasthan: রাজস্থানে গণধর্ষিতা নাবালিকা, গোপনাঙ্গে ঢোকানো হল ধারালো অস্ত্র

এই রায় শোনার পর আদালতেই কেঁদে ফেলেন বিশপ ফ্রাঙ্কো ৷ তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান ৷ তাঁর দাবি, অবশেষে সত্যি সামনে এল ৷

কোট্টায়াম (কেরল), 14 জানুয়ারি : সন্ন্যাসিনী ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেলেন বিশপ ফ্র্যাঙ্কো মুলাক্কাল (Bishop Franco Mulakkal acquitted in the Nun rape case) ৷ শুক্রবার কেরলের কোয়াট্টাম অতিরিক্ত দায়রা আদালত এই রায় দিয়েছে (Kottayam Additional Sessions Court acquits Bishop) ৷ ওই ধর্ষণ মামলায় তিনিই মূল অভিযুক্ত ছিলেন ৷

2018 সালে ওই বিশপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল (Nun rape case) ৷ তাঁর বিরুদ্ধে কুরুভিলানগড়ের সেন্ট ফ্রান্সিস মিশন হোমের এক আবাসিক ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন ৷

সেই মামলায় দেড় বছর আগে দোষী সাব্যস্তও হয়েছিলেন তিনি ৷ এবার কোয়াট্টামের আদালতের বিচারক জি গোপালকুমার সেই রায় খারিজ করে দিয়েছেন ৷ আর ওই বিশপকে নির্দোষ ঘোষণা করেছেন (Kerala court acquits Bishop Franco) ৷

আরও পড়ুন : Minor girl gangraped in Rajasthan: রাজস্থানে গণধর্ষিতা নাবালিকা, গোপনাঙ্গে ঢোকানো হল ধারালো অস্ত্র

এই রায় শোনার পর আদালতেই কেঁদে ফেলেন বিশপ ফ্রাঙ্কো ৷ তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান ৷ তাঁর দাবি, অবশেষে সত্যি সামনে এল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.