শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), 22 জানুয়ারি: ডাল লেকে পাখিদের খাবার দেওয়ার জন্য অনন্য উদ্যোগ নিয়েছেন এক ব্যক্তি (Story of Birds)৷ এই সময় উপত্যকায় শীত চরমে থাকে ৷ খাবার খুঁজে পেতে সমস্যায় পড়ে পরিযায়ী ও স্থানীয় পাখিরা ৷ এই সমস্যা সমাধানে ডাল লেকের বাসিন্দা মহম্মদ ইয়াসিন তার হাউসবোটের কাছে বার্ড ফরেস্ট রিসর্ট গড়ে তুলেছেন (Kashmir Bird Forest Resort)৷
এই বিষয়ে ইটিভি ভারতকে তিনি বলেন, "পাখিদের রক্ষা করা ও তাদের খাবার সরবরাহ করার উদ্দেশ্যেই এই কাজ করি আমি ৷ মায়ের কাছ থেকে এই অনুপ্রেরণা পেয়েছি ৷ তাই পাখি ও প্রকৃতির কাছাকাছি থাকার জন্য লেকে থাকার সিদ্ধান্ত নিয়েছি ৷ ভারতের বাইরে পাখিদের অভয়ারণ্যগুলি সাধারণ ৷ নাগরিকরা বিশ্রাম নিতে ও মনের চাপ কমাতে এই জায়গাগুলিতে যান ৷ এই জায়গাটিও সেই আদলেই তৈরি করা হচ্ছে ৷"
পাখিদের খাওয়ানোর অসুবিধার কথা বলতে গিয়ে তিনি বলেন, "শীতকালে পাখিদের খাওয়াতে খুব একটা অসুবিধা হয় না ৷ তবে গ্রীষ্মকালে লেকের উপরিভাগে ঘাস থাকে তাই অনেক সমস্যা হয় ৷ এই সময়ে জল পরিষ্কার থাকে এবং আপনি যেখানে খুশি যেতে পারেন কিন্তু গ্রীষ্মে তা সম্ভব নয় ৷ আমি ছোটবেলা থেকে এই কাজটি করে আসছি ৷ গত একমাস ধরে শ্রীনগরে এটির সঙ্গে জড়িত ছিলাম ৷ আমি চাই রিসর্টে দুই-চারটি রুম তৈরি হোক ৷ যেখানে পর্যটক ও স্থানীয় লোকজন মজা করতে পারে ৷ তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি এই জায়গাটি পরিষ্কার রাখতে আমাদের সাহায্য করুন ৷"
ইয়াসিনের ভাইপোর তারিকের কথায়, "আমার কাকা এখানে পাখিদের খাওয়াতেন ৷ এমনকি পাখিরাও খাবারের জন্য তার রান্নাঘরে আসত ৷ তাঁর দুই ছেলে বিদেশে থাকতেন ৷ তাঁরা ফিরে আসার পর আমার পরামর্শে কাকা এই রিসর্টটি চালু করেন ৷ পাখির প্রতি আগ্রহী অনেকেই আছেন ৷ আমরা চাই তাঁরা এখানে থাকুন, পাখি দেখার পাশাপাশি এক কাপ কফি খান ৷ তাই প্রশাসনের কাছে আমাদের আর্জি এখানে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করুক ৷"
এই বার্ড রিসর্টটি চালু হবার পর পর্যটকরাও এই অনন্য রিসর্টের সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন ৷ এই বিষয়ে শিকারার অপারেটর মুজফফর আহমদ বলেন, "এই পাখির রিসর্টটি চালু হওয়ার পর থেকে পর্যটকরা অনেক আগ্রহ দেখাচ্ছেন ৷ তাঁরা সেখানে যাওয়ার জন্য আমাদের অনুরোধ করছেন ৷ কেউ কেউ পাখি দেখার উপভোগ করতে এখানে কয়েক রাত কাটান ৷"
আরও পড়ুন : খাবার ও উপযুক্ত সংরক্ষণের অভাবে অবলুপ্তির পথে জাতীয় পাখি