ETV Bharat / bharat

উত্তরপ্রদেশেও বার্ড ফ্লু, আরও 3 রাজ্য থেকে পাঠানো হয়েছে নমুনা

এখনও পর্যন্ত উত্তরপ্রদেশ, কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা ও গুজরাতে বার্ড ফ্লুর খোঁজ মিলেছে । তিনটি রাজ্য়ের রিপোর্ট আসা এখনও বাকি আছে ।

বার্ড ফ্লুর আতঙ্ক
বার্ড ফ্লুর আতঙ্ক
author img

By

Published : Jan 10, 2021, 9:49 AM IST

কানপুর, 10 জানুয়ারি : এবার উত্তরপ্রদেশেও মিলল বার্ড ফ্লুর সন্ধান । এর জেরে 15 দিনের জন্য কানপুর চিড়িয়াখানা দর্শকদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সব মিলিয়ে এখনও পর্যন্ত সাতটি রাজ্যে বার্ড ফ্লুর খোঁজ মিলেছে । বাকি রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা ও গুজরাত । এর পাশাপাশি দিল্লি, ছত্তিশগড় ও মহারাষ্ট্র থেকেও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । সেগুলির রিপোর্ট আসা এখনও বাকি রয়েছে ।

শুক্রবার রাতে ও শনিবার সকালে ছত্তিশগড়ের বালোদ জেলার কয়েকটি এলাকা থেকে হাঁস-মুরগি ও অন্য বুনো পাখির অস্বাভাবিক মৃত্যুর খবর আসে । এই সব এলাকা থেকে নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । অন্যদিকে দিল্লিতেও সঞ্জয় লেক থেকে বেশ কিছু হাঁসের অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে এসেছে । সেগুলির নমুনাও পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে ।

একইভাবে মহারাষ্ট্রেও বাড়তে শুরু করেছে বার্ড ফ্লুর আতঙ্ক । মুম্বই, থানে, দাপোলি, পারভানি ও বিদ জেলা থেকে কয়েকটি মৃত কাকের নমুনা ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিওরিটি অ্যানিমেল ডিজ়িজ়েসে পাঠানো হয়েছে ।

শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজস্থানের 11টি জেলায় বার্ড ফ্লুর সংক্রমণ ছড়িয়ে পড়েছে । জয়পুর, ঝুনঝুনু, টঙ্ক, সাওয়াই মাধোপুর, শ্রীগঙ্গানগর, যোধপুর, পালি, কোটা, বুন্দি, বারন ও ঝালাওয়ার থেকে পাখির মৃত্যুর খবর সামনে এসেছে ।

আরও পড়ুন : কেরালা থেকে পোলট্রি আনায় নিষেধাজ্ঞা জারি কর্নাটকে

গত 24 ঘণ্টায় ঝালওয়ারে 63টি পাখি মারা গেছে । এর মধ্যে 44টি কাক, 18টি পায়রা ও 1 টি সারস । এই নিয়ে ঝালওয়ারে বার্ড ফ্লুর কারণে পাখি মৃত্যুর সংখ্যা বেড়ে হল 318 । বার্ড ফ্লুর প্রকোপ বাড়ায় চাপে রাজস্থান সরকারও । কড়া সতর্কতা জারি করা হয়েছে । বনদপ্তর বার্ড ফ্লু সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা জারি করেছে । মুখ্যমন্ত্রী অশোক গেহলতও সোশাল মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীকে সাবধানে থাকার জন্য অনুরোধ করেছেন । যাঁরা হাঁস-মুরগি বা অন্য পাখি বিক্রি করেন, তাঁদের পিপিই কিট ছাড়া পাখিদের কাছে না যাওয়ার পরামর্শ দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ।

এদিকে দাউসা ও পালি জেলা থেকেও বার্ড ফ্লুর সংক্রমণের খবর সামনে আসতে শুরু করেছে । বাড়তে থাকা সংক্রমণের জেরে যোধপুর চিড়িয়াখানায় দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে । রাজস্থানের পশুপালন দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র গতকালই 356টি পাখির মৃত্যু হয়েছে । এর মধ্যে 257টি কাক । এখনও পর্যন্ত সব মিলিয়ে রাজস্থানে মোট 2522টি পাখির মৃত্যুর খবর সামনে এসেছে । এর মধ্যে 211টির নমুনা ভোপালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

আরও পড়ুন : বার্ড ফ্লু নিয়ে অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর

বাড়তে থাকা বার্ড ফ্লুর আতঙ্কের জেরে বাজারে মুরগির মাংস ও ডিমের দাম তলানিতে এসে ঠেকেছে । রাজস্থানের একাধিক বাজারে 70 টাকা কিলো দরে মুরগির মাংস বিক্রি হচ্ছে । ডিমের দাম কমে হয়েছে 50 পয়সা । তবে এখনও পর্যন্ত মুরগির শরীরে বার্ড ফ্লুর কোনও সংক্রমণের খবর মেলেনি রাজস্থানে ।

কানপুর, 10 জানুয়ারি : এবার উত্তরপ্রদেশেও মিলল বার্ড ফ্লুর সন্ধান । এর জেরে 15 দিনের জন্য কানপুর চিড়িয়াখানা দর্শকদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সব মিলিয়ে এখনও পর্যন্ত সাতটি রাজ্যে বার্ড ফ্লুর খোঁজ মিলেছে । বাকি রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা ও গুজরাত । এর পাশাপাশি দিল্লি, ছত্তিশগড় ও মহারাষ্ট্র থেকেও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । সেগুলির রিপোর্ট আসা এখনও বাকি রয়েছে ।

শুক্রবার রাতে ও শনিবার সকালে ছত্তিশগড়ের বালোদ জেলার কয়েকটি এলাকা থেকে হাঁস-মুরগি ও অন্য বুনো পাখির অস্বাভাবিক মৃত্যুর খবর আসে । এই সব এলাকা থেকে নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । অন্যদিকে দিল্লিতেও সঞ্জয় লেক থেকে বেশ কিছু হাঁসের অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে এসেছে । সেগুলির নমুনাও পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে ।

একইভাবে মহারাষ্ট্রেও বাড়তে শুরু করেছে বার্ড ফ্লুর আতঙ্ক । মুম্বই, থানে, দাপোলি, পারভানি ও বিদ জেলা থেকে কয়েকটি মৃত কাকের নমুনা ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিওরিটি অ্যানিমেল ডিজ়িজ়েসে পাঠানো হয়েছে ।

শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজস্থানের 11টি জেলায় বার্ড ফ্লুর সংক্রমণ ছড়িয়ে পড়েছে । জয়পুর, ঝুনঝুনু, টঙ্ক, সাওয়াই মাধোপুর, শ্রীগঙ্গানগর, যোধপুর, পালি, কোটা, বুন্দি, বারন ও ঝালাওয়ার থেকে পাখির মৃত্যুর খবর সামনে এসেছে ।

আরও পড়ুন : কেরালা থেকে পোলট্রি আনায় নিষেধাজ্ঞা জারি কর্নাটকে

গত 24 ঘণ্টায় ঝালওয়ারে 63টি পাখি মারা গেছে । এর মধ্যে 44টি কাক, 18টি পায়রা ও 1 টি সারস । এই নিয়ে ঝালওয়ারে বার্ড ফ্লুর কারণে পাখি মৃত্যুর সংখ্যা বেড়ে হল 318 । বার্ড ফ্লুর প্রকোপ বাড়ায় চাপে রাজস্থান সরকারও । কড়া সতর্কতা জারি করা হয়েছে । বনদপ্তর বার্ড ফ্লু সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা জারি করেছে । মুখ্যমন্ত্রী অশোক গেহলতও সোশাল মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীকে সাবধানে থাকার জন্য অনুরোধ করেছেন । যাঁরা হাঁস-মুরগি বা অন্য পাখি বিক্রি করেন, তাঁদের পিপিই কিট ছাড়া পাখিদের কাছে না যাওয়ার পরামর্শ দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ।

এদিকে দাউসা ও পালি জেলা থেকেও বার্ড ফ্লুর সংক্রমণের খবর সামনে আসতে শুরু করেছে । বাড়তে থাকা সংক্রমণের জেরে যোধপুর চিড়িয়াখানায় দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে । রাজস্থানের পশুপালন দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র গতকালই 356টি পাখির মৃত্যু হয়েছে । এর মধ্যে 257টি কাক । এখনও পর্যন্ত সব মিলিয়ে রাজস্থানে মোট 2522টি পাখির মৃত্যুর খবর সামনে এসেছে । এর মধ্যে 211টির নমুনা ভোপালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

আরও পড়ুন : বার্ড ফ্লু নিয়ে অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর

বাড়তে থাকা বার্ড ফ্লুর আতঙ্কের জেরে বাজারে মুরগির মাংস ও ডিমের দাম তলানিতে এসে ঠেকেছে । রাজস্থানের একাধিক বাজারে 70 টাকা কিলো দরে মুরগির মাংস বিক্রি হচ্ছে । ডিমের দাম কমে হয়েছে 50 পয়সা । তবে এখনও পর্যন্ত মুরগির শরীরে বার্ড ফ্লুর কোনও সংক্রমণের খবর মেলেনি রাজস্থানে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.