ETV Bharat / bharat

Bilkis Bano Gangrape Case: 'সম্পূর্ণ অপরিচিত'রা জনস্বার্থ মামলা করছেন কেন ! প্রশ্ন বিলকিসের এক ধর্ষকের - সুপ্রিম কোর্ট

বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে (Bilkis Bano Gangrape Case) 'সম্পূর্ণ অপরিচিত'রা জনস্বার্থ মামলা (PIL) করছেন কেন ? প্রশ্ন তুলে আদালতে হলফনামা জমা দিল দোষী রাধে শ্য়াম (Radhey Shyam) ৷

Bilkis Bano Gangrape Case convict questions maintainability of PIL
Bilkis Bano Gangrape Case: 'সম্পূর্ণ অপরিচিত'রা জনস্বার্থ মামলা করছেন কেন ! প্রশ্ন বিলকিসের এক ধর্ষকের
author img

By

Published : Sep 25, 2022, 7:32 PM IST

নয়াদিল্লি, 25 সেপ্টেম্বর: বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে (Bilkis Bano Gangrape Case) দোষী সাব্যস্তদের ইতিমধ্য়েই মুক্তি দেওয়া হয়েছে ৷ প্রতিবাদে ফের আদালতের দ্বারস্থ হয়েছেন একাধিক ব্যক্তি ৷ তাঁদের যুক্তি, এভাবে গণধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের কখনওই ছেড়ে দেওয়া যেতে পারে না ৷ দোষীদের ফের কারাগারে ঢোকানোর দাবিতে রুজু হয়েছে জনস্বার্থ মামলা (PIL) ৷ আর তাতে ক্ষেপে গিয়েছে এই মামলায় দোষীদের মধ্যে অন্যতম রাধে শ্য়াম (Radhey Shyam) ৷ সম্প্রতি বাকি 10 দোষীর মতো সেও মুক্তি পেয়েছে ৷ রাধে শ্যাম আদালতে একটি হলফনামা পেশ করেছে ৷

সেখানে সে বলেছে, যাঁরা পুনরায় দোষীদের সাজা দিতে চাইছেন, তাঁদের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই ৷ তাঁরা 'সম্পূর্ণ অপরিচিত' ৷ তাহলে তাঁরা কেন এই বিষয়ে মাথা ঘামাচ্ছেন ! আদালতে জমা দেওয়া হলফনামায় রাধে শ্য়াম দাবি করেছে, যদি বিলকিস বানো মামলায় এইসব অচেনা ব্যক্তিদের আবেদনকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে যে কেউ যে কোনও বিষয়ে অকারণ নাক গলাবে ! তাই অবিলম্বে এই জনস্বার্থ মামলা খারিজ করার দাবি জানিয়েছে রাধে শ্য়াম ৷

বিলকিস বানোর ঘটনায় রুজু হওয়া জনস্বার্থ মামলা প্রসঙ্গে রাধে শ্যাম বলে, "মামলাকারীদের মধ্যে এক নম্বরে যাঁরা নাম রয়েছে, সেই সুভাষিণী আলি একজন সিপিএম নেত্রী ৷ দ্বিতীয় আবেদনকারী হলেন রেবতী লাউল ৷ তিনি একজন সাংবাদিক ৷ এবং তৃতীয় মামলাকারী রূপরেখা বর্মা লখনউ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ৷" রাধে শ্যামের বক্তব্য হল, "এই তিনজনের সঙ্গে বিলকিস বানোর মামলার কোনও সম্পর্ক নেই ৷ বরং এঁদের সকলেরই কিছু রাজনৈতিক পরিচয় ও উদ্দেশ্য় আছে ৷ তাহলে আদালত কেন এঁদের মামলা মঞ্জুর করবে ?"

আরও পড়ুন: বিলকিস বানোর দোষীদের মুক্তিতে আতঙ্কিত প্রাক্তন আমলারা, প্রধান বিচারপতিকে চিঠি

এই প্রসঙ্গে রাধে শ্য়াম বলে, "এর আগে সুপ্রিম কোর্ট (Supreme Court) তার পর্যবেক্ষণে জানিয়েছিল, যেকোনও ফৌজদারি মামলায় সম্পর্কহীন কোনও ব্যক্তির আবেদন বা প্রশ্ন গ্রাহ্য করা হবে না ৷ কারণ, সেক্ষেত্রে যে কেউ যেকোনও ফৌজদারি মামলায় প্রশ্ন তোলার সুযোগ পেয়ে যাবে ৷ তাহলে কেন বিলকিস বানো মামলায় এই জনস্বার্থ মামলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে ?"

উল্লেখ্য, গত 15 অগস্ট বিলকিস বানো মামলায় দোষীদের মুক্তি দেওয়া হয় ৷ সেই ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায় ৷ তারই প্রেক্ষিতে পালটা জনস্বার্থ মামলা রুজু করা হয় ৷ সেই মামলার সূত্র ধরেই গত 25 অগস্ট সুপ্রিম কোর্ট এই ঘটনায় কেন্দ্র এবং গুজরাত সরকারের কাছে জবাব তলব করে ৷ এবার কার্যত তারই জবাব দিল রাধে শ্য়াম ৷

নয়াদিল্লি, 25 সেপ্টেম্বর: বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে (Bilkis Bano Gangrape Case) দোষী সাব্যস্তদের ইতিমধ্য়েই মুক্তি দেওয়া হয়েছে ৷ প্রতিবাদে ফের আদালতের দ্বারস্থ হয়েছেন একাধিক ব্যক্তি ৷ তাঁদের যুক্তি, এভাবে গণধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের কখনওই ছেড়ে দেওয়া যেতে পারে না ৷ দোষীদের ফের কারাগারে ঢোকানোর দাবিতে রুজু হয়েছে জনস্বার্থ মামলা (PIL) ৷ আর তাতে ক্ষেপে গিয়েছে এই মামলায় দোষীদের মধ্যে অন্যতম রাধে শ্য়াম (Radhey Shyam) ৷ সম্প্রতি বাকি 10 দোষীর মতো সেও মুক্তি পেয়েছে ৷ রাধে শ্যাম আদালতে একটি হলফনামা পেশ করেছে ৷

সেখানে সে বলেছে, যাঁরা পুনরায় দোষীদের সাজা দিতে চাইছেন, তাঁদের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই ৷ তাঁরা 'সম্পূর্ণ অপরিচিত' ৷ তাহলে তাঁরা কেন এই বিষয়ে মাথা ঘামাচ্ছেন ! আদালতে জমা দেওয়া হলফনামায় রাধে শ্য়াম দাবি করেছে, যদি বিলকিস বানো মামলায় এইসব অচেনা ব্যক্তিদের আবেদনকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে যে কেউ যে কোনও বিষয়ে অকারণ নাক গলাবে ! তাই অবিলম্বে এই জনস্বার্থ মামলা খারিজ করার দাবি জানিয়েছে রাধে শ্য়াম ৷

বিলকিস বানোর ঘটনায় রুজু হওয়া জনস্বার্থ মামলা প্রসঙ্গে রাধে শ্যাম বলে, "মামলাকারীদের মধ্যে এক নম্বরে যাঁরা নাম রয়েছে, সেই সুভাষিণী আলি একজন সিপিএম নেত্রী ৷ দ্বিতীয় আবেদনকারী হলেন রেবতী লাউল ৷ তিনি একজন সাংবাদিক ৷ এবং তৃতীয় মামলাকারী রূপরেখা বর্মা লখনউ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ৷" রাধে শ্যামের বক্তব্য হল, "এই তিনজনের সঙ্গে বিলকিস বানোর মামলার কোনও সম্পর্ক নেই ৷ বরং এঁদের সকলেরই কিছু রাজনৈতিক পরিচয় ও উদ্দেশ্য় আছে ৷ তাহলে আদালত কেন এঁদের মামলা মঞ্জুর করবে ?"

আরও পড়ুন: বিলকিস বানোর দোষীদের মুক্তিতে আতঙ্কিত প্রাক্তন আমলারা, প্রধান বিচারপতিকে চিঠি

এই প্রসঙ্গে রাধে শ্য়াম বলে, "এর আগে সুপ্রিম কোর্ট (Supreme Court) তার পর্যবেক্ষণে জানিয়েছিল, যেকোনও ফৌজদারি মামলায় সম্পর্কহীন কোনও ব্যক্তির আবেদন বা প্রশ্ন গ্রাহ্য করা হবে না ৷ কারণ, সেক্ষেত্রে যে কেউ যেকোনও ফৌজদারি মামলায় প্রশ্ন তোলার সুযোগ পেয়ে যাবে ৷ তাহলে কেন বিলকিস বানো মামলায় এই জনস্বার্থ মামলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে ?"

উল্লেখ্য, গত 15 অগস্ট বিলকিস বানো মামলায় দোষীদের মুক্তি দেওয়া হয় ৷ সেই ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায় ৷ তারই প্রেক্ষিতে পালটা জনস্বার্থ মামলা রুজু করা হয় ৷ সেই মামলার সূত্র ধরেই গত 25 অগস্ট সুপ্রিম কোর্ট এই ঘটনায় কেন্দ্র এবং গুজরাত সরকারের কাছে জবাব তলব করে ৷ এবার কার্যত তারই জবাব দিল রাধে শ্য়াম ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.