ETV Bharat / bharat

Jaishankar Meets Chinese Counterpart: দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অস্বাভাবিক, চিনা বিদেশমন্ত্রীকে সাফ জানালেন জয়শংকর - ভারত চিন

দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক (Bilateral ties abnormal) অস্বাভাবিক অবস্থায় আছে ৷ জি20 বৈঠকের (G20 meeting) ফাঁকে চিনা বিদেশমন্ত্রী কিন গ্যাংকে এ কথা সাফ জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (Jaishankar Meets Chinese Counterpart)৷

Jaishankar ETV Bharat
এস জয়শংকর
author img

By

Published : Mar 2, 2023, 7:45 PM IST

Updated : Mar 2, 2023, 8:02 PM IST

নয়াদিল্লি, 2 মার্চ: ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক (Bilateral ties abnormal) বর্তমানে "অস্বাভাবিক" অবস্থায় রয়েছে । এর কারণ বিশেষত সীমান্ত এলাকায় শৃঙ্খলা ও শান্তি চ্যালেঞ্জের মুখে রয়েছে ৷ বৃহস্পতিবার দিল্লিতে জি20 বৈঠকের (G20 meeting) ফাঁকে চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়ে সোজাসাপটা এ কথা বলে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (Jaishankar Meets Chinese Counterpart)৷

জয়শংকর ও গ্যাং-এর প্রথম বৈঠক: এটি ছিল দুই মন্ত্রীর মধ্যে প্রথম বৈঠক ৷ প্রায় 45 মিনিট ধরে চলে এই বৈঠক ৷ আজ বিকেলে জি20 বিদেশমন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে জয়শংকর বলেন, "এটি আমাদের প্রথম বৈঠক । আমরা সম্ভবত প্রায় 45 মিনিট একে অপরের সঙ্গে কথা বলেছি এবং আমাদের কথোপকথনের বেশিরভাগ অংশই ছিল আমাদের সম্পর্কের বর্তমান অবস্থা ৷ যা আপনারা অনেকেই আমাকে "অস্বাভাবিক" হিসাবে বর্ণনা করতে শুনেছেন ৷ আমি এতে যে বিশেষণগুলি ব্যবহার করেছি তা বৈঠকেও ছিল ।"

'দু দেশের খোলামেলা আলোচনা প্রয়োজন': তিনি বলেন যে, দু দেশের সম্পর্কের মধ্যে সত্যিকারের কিছু সমস্যা রয়েছে, যেগুলির দিকে নজর দেওয়া দরকার ৷ দু দেশের মধ্যে খুব খোলামেলা এবং অকপটে আলোচনা হওয়া দরকার ৷ এ দিনের বৈঠকেও তাঁরা এটাই করতে চেয়েছিলেন বলে জানান জয়শংকর । জি20 ফ্রেমওয়ার্কে কী ঘটছে তা নিয়েও এ দিন একটি সংক্ষিপ্ত আলোচনা হয়েছে বলে জানান তিনি ।

আরও পড়ুন: লাদাখে '26টি প্যাট্রোলিং পয়েন্ট হাতছাড়া' হওয়ার নথি মুছল অমিত শাহের মন্ত্রক

'সমস্যা মোকাবিলায় আলোচনা জরুরি': বিদেশমন্ত্রীর মতে, দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের চ্যালেঞ্জগুলি বিশেষ করে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতার উপর আসা চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন জয়শংকর ৷ গত বছরের ডিসেম্বরে চিনের নতুন বিদেশমন্ত্রী হিসেবে নিযুক্ত হন কিন গ্যাং ।

2020 সালের মে মাসে ভারত ও চীন পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর সৃষ্ট সমস্যা নিয়ে কয়েক দফা সামরিক এবং কূটনৈতিক আলোচনা করেছে ভারত ও চিনা সেনাবাহিনী ৷

নয়াদিল্লি, 2 মার্চ: ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক (Bilateral ties abnormal) বর্তমানে "অস্বাভাবিক" অবস্থায় রয়েছে । এর কারণ বিশেষত সীমান্ত এলাকায় শৃঙ্খলা ও শান্তি চ্যালেঞ্জের মুখে রয়েছে ৷ বৃহস্পতিবার দিল্লিতে জি20 বৈঠকের (G20 meeting) ফাঁকে চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়ে সোজাসাপটা এ কথা বলে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (Jaishankar Meets Chinese Counterpart)৷

জয়শংকর ও গ্যাং-এর প্রথম বৈঠক: এটি ছিল দুই মন্ত্রীর মধ্যে প্রথম বৈঠক ৷ প্রায় 45 মিনিট ধরে চলে এই বৈঠক ৷ আজ বিকেলে জি20 বিদেশমন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে জয়শংকর বলেন, "এটি আমাদের প্রথম বৈঠক । আমরা সম্ভবত প্রায় 45 মিনিট একে অপরের সঙ্গে কথা বলেছি এবং আমাদের কথোপকথনের বেশিরভাগ অংশই ছিল আমাদের সম্পর্কের বর্তমান অবস্থা ৷ যা আপনারা অনেকেই আমাকে "অস্বাভাবিক" হিসাবে বর্ণনা করতে শুনেছেন ৷ আমি এতে যে বিশেষণগুলি ব্যবহার করেছি তা বৈঠকেও ছিল ।"

'দু দেশের খোলামেলা আলোচনা প্রয়োজন': তিনি বলেন যে, দু দেশের সম্পর্কের মধ্যে সত্যিকারের কিছু সমস্যা রয়েছে, যেগুলির দিকে নজর দেওয়া দরকার ৷ দু দেশের মধ্যে খুব খোলামেলা এবং অকপটে আলোচনা হওয়া দরকার ৷ এ দিনের বৈঠকেও তাঁরা এটাই করতে চেয়েছিলেন বলে জানান জয়শংকর । জি20 ফ্রেমওয়ার্কে কী ঘটছে তা নিয়েও এ দিন একটি সংক্ষিপ্ত আলোচনা হয়েছে বলে জানান তিনি ।

আরও পড়ুন: লাদাখে '26টি প্যাট্রোলিং পয়েন্ট হাতছাড়া' হওয়ার নথি মুছল অমিত শাহের মন্ত্রক

'সমস্যা মোকাবিলায় আলোচনা জরুরি': বিদেশমন্ত্রীর মতে, দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের চ্যালেঞ্জগুলি বিশেষ করে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতার উপর আসা চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন জয়শংকর ৷ গত বছরের ডিসেম্বরে চিনের নতুন বিদেশমন্ত্রী হিসেবে নিযুক্ত হন কিন গ্যাং ।

2020 সালের মে মাসে ভারত ও চীন পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর সৃষ্ট সমস্যা নিয়ে কয়েক দফা সামরিক এবং কূটনৈতিক আলোচনা করেছে ভারত ও চিনা সেনাবাহিনী ৷

Last Updated : Mar 2, 2023, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.