নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলা ভাষায় টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার দুপুরে জি20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ৷ এরপর 7 লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই রাষ্ট্রপ্রধান ৷ দীর্ঘ বৈঠক শেষে টুইট করে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, "বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত নয় বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।"
এদিন প্রথমে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাথের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন মোদি ৷ দুই রাষ্ট্রনেতা 9 থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত জি20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন ৷ বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে ৷ অন্যদিকে, বিদেশ মন্ত্রক সূত্রে খবর, শীর্ষ সম্মেলন চলাকালীন আগামী তিন দিনে একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গে 15টি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদির।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল। pic.twitter.com/F4wYct4X8V
— Narendra Modi (@narendramodi) September 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল। pic.twitter.com/F4wYct4X8V
— Narendra Modi (@narendramodi) September 8, 2023প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল। pic.twitter.com/F4wYct4X8V
— Narendra Modi (@narendramodi) September 8, 2023
প্রধানমন্ত্রী মোদি নিজেই আগে জানিয়েছিলেন যে, এই বৈঠকগুলির মধ্য দিয়ে এই দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করার পাশাপাশি উন্নয়নমূলক সহযোগিতাকে আরও জোরদার করার সুযোগ করে দেবে। প্রধানমন্ত্রী মোদি টুইট লিখেছেন, "এটা আমার দৃঢ় বিশ্বাস যে নয়াদিল্লি জি20 শীর্ষ সম্মেলন মানবকেন্দ্রিক এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে একটি নতুন পথ নির্ধারণ করবে ৷"
এর সঙ্গেই প্রধানমন্ত্রী লিখেছেন, "আমি বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও গভীর করতে বেশ কয়েকজন রাষ্ট্রনেতা এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করব ৷" শনিবার তিনি জি20 ইভেন্টে যোগদানের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি ও ইতালির নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। রবিবার প্রধানমন্ত্রী মোদি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মধ্যাহ্নভোজের পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে সূত্রের খবর ৷