ETV Bharat / bharat

Bravery of 2 Women Constables: সশস্ত্র দুষ্কৃতীদের সঙ্গে লড়ে ব্যাংক ডাকাতি রুখল দুই মহিলা কনস্টেবল

author img

By

Published : Jan 20, 2023, 2:08 PM IST

বুধবার বিহারের বৈশালীর একটি গ্রামীণ ব্য়াংকে (Gramin Bank) ঢুকে পড়ে তিন সশস্ত্র দুষ্কৃতী ৷ তাদের সঙ্গে খালি হাতেই লড়াই করে ব্যাংক ডাকাতি রুখে দিল দুই মহিলা কনস্টেবল ৷

Bravery of 2 Women Constables
Bravery of 2 Women Constables

বৈশালী (বিহার), 20 জানুয়ারি: দুই মহিলা কনস্টেবল (Two Women Constables) বুধবার বিহারের বৈশালী (Vaishali) জেলার একটি গ্রামীণ ব্যাংকে খালিহাতে লড়াই করে বন্দুকধারী তিনজনের ডাকাতির চেষ্টাকে ব্যর্থ করে । বিহার পুলিশের (Bihar Police) তরফে তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই ঘটনার ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ সেখানে বিহার পুলিশের তরফে লেখা হয়েছে, "বিহার পুলিশের দুই মহিলা কনস্টেবলের বীরত্বপূর্ণ কাজ প্রশংসনীয় । তাঁদের সাহসিকতা বৈশালীতে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে ৷" তার পর ওই দই মহিলা কনস্টেবলের সাহসিকতা প্রশংসিত হচ্ছে সর্বত্র ৷

পুলিশ জানিয়েছে, সশস্ত্র ডাকাতরা প্রথমে সেই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা শান্তি কুমারী ও জুহি কুমারীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাতে চেষ্টা করে ৷ কিন্তু ভয় না পেয়ে তাঁরা পালটা প্রতিরোধ করে ৷ তার জেরে ওই তিন পালিয়ে যায় ঘটনাস্থল ছেড়ে ৷ পুলিশ আরও জানিয়েছে, ব্যাংকের প্রবেশ পথের সামনে বসেছিলেন দু’জন ৷ মূলত, ব্যাংকে আসা ব্যক্তিদের পরিচয়পত্র যাচাই করাই ছিল তাঁদের কাজ ৷ সেই কাজের ফাঁকে এক ব্যক্তি শীতের টুপি ও মাফলারে মুখ ঢেকে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে ৷

ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুষ্কৃতীরা পুলিশের সামনে পিস্তল বের করছে ৷ তখন বাকি দু’জন এসে যোগ দেয় তার সঙ্গে ৷ তারা পুলিশের কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে ৷ কিন্তু সাহসিকতার সঙ্গে তা রুখে দেয় শান্তি ও জুহি ৷ একজন ব্যাংকের ভিতরে সাহায্যের দৌড়ে যান ৷ দ্বিতীয় জন একাই লড়তে থাকেন দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷

তবে তিনি কখনোই অন্য কনস্টেবল তাঁর আগ্নেয়াস্ত্র একবারের জন্য ছাড়েননি ৷ শেষ পর্যন্ত লড়াইয়ে না পেরে ওই দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷ ওই কনস্টেবলরা তরফে তাদের ধরার চেষ্টা করা হয় ৷ কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি ৷ এই ঘটনায় তাঁরা সামান্য আহতও হয়েছেন ৷ ব্যাংক থেকে পালানোর সময় ডাকাতরা তাদের মোটরবাইকটি ব্যাংক চত্বরে ফেলে রেখে যায় । খবর পেয়ে স্থানীয় পুলিশ ব্যাঙ্কের নিরাপত্তা জোরদার করে । বৈশালীর পুলিশ সুপার মানেশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷ ওই কনস্টেবলদের সঙ্গে কথাও বলেছেন ৷ তিনি শান্তি ও জুহির সাহসিকতার প্রশংসা করেন এবং তাঁদের পুরষ্কার দেওয়ার কথা বলেছেন ।

আরও পড়ুন: নাচতে অস্বীকার, নাবালিকার গায়ে পেট্রল দিয়ে আগুন ধরাল 2 যুবক

বৈশালী (বিহার), 20 জানুয়ারি: দুই মহিলা কনস্টেবল (Two Women Constables) বুধবার বিহারের বৈশালী (Vaishali) জেলার একটি গ্রামীণ ব্যাংকে খালিহাতে লড়াই করে বন্দুকধারী তিনজনের ডাকাতির চেষ্টাকে ব্যর্থ করে । বিহার পুলিশের (Bihar Police) তরফে তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই ঘটনার ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ সেখানে বিহার পুলিশের তরফে লেখা হয়েছে, "বিহার পুলিশের দুই মহিলা কনস্টেবলের বীরত্বপূর্ণ কাজ প্রশংসনীয় । তাঁদের সাহসিকতা বৈশালীতে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে ৷" তার পর ওই দই মহিলা কনস্টেবলের সাহসিকতা প্রশংসিত হচ্ছে সর্বত্র ৷

পুলিশ জানিয়েছে, সশস্ত্র ডাকাতরা প্রথমে সেই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা শান্তি কুমারী ও জুহি কুমারীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাতে চেষ্টা করে ৷ কিন্তু ভয় না পেয়ে তাঁরা পালটা প্রতিরোধ করে ৷ তার জেরে ওই তিন পালিয়ে যায় ঘটনাস্থল ছেড়ে ৷ পুলিশ আরও জানিয়েছে, ব্যাংকের প্রবেশ পথের সামনে বসেছিলেন দু’জন ৷ মূলত, ব্যাংকে আসা ব্যক্তিদের পরিচয়পত্র যাচাই করাই ছিল তাঁদের কাজ ৷ সেই কাজের ফাঁকে এক ব্যক্তি শীতের টুপি ও মাফলারে মুখ ঢেকে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে ৷

ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুষ্কৃতীরা পুলিশের সামনে পিস্তল বের করছে ৷ তখন বাকি দু’জন এসে যোগ দেয় তার সঙ্গে ৷ তারা পুলিশের কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে ৷ কিন্তু সাহসিকতার সঙ্গে তা রুখে দেয় শান্তি ও জুহি ৷ একজন ব্যাংকের ভিতরে সাহায্যের দৌড়ে যান ৷ দ্বিতীয় জন একাই লড়তে থাকেন দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷

তবে তিনি কখনোই অন্য কনস্টেবল তাঁর আগ্নেয়াস্ত্র একবারের জন্য ছাড়েননি ৷ শেষ পর্যন্ত লড়াইয়ে না পেরে ওই দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷ ওই কনস্টেবলরা তরফে তাদের ধরার চেষ্টা করা হয় ৷ কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি ৷ এই ঘটনায় তাঁরা সামান্য আহতও হয়েছেন ৷ ব্যাংক থেকে পালানোর সময় ডাকাতরা তাদের মোটরবাইকটি ব্যাংক চত্বরে ফেলে রেখে যায় । খবর পেয়ে স্থানীয় পুলিশ ব্যাঙ্কের নিরাপত্তা জোরদার করে । বৈশালীর পুলিশ সুপার মানেশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷ ওই কনস্টেবলদের সঙ্গে কথাও বলেছেন ৷ তিনি শান্তি ও জুহির সাহসিকতার প্রশংসা করেন এবং তাঁদের পুরষ্কার দেওয়ার কথা বলেছেন ।

আরও পড়ুন: নাচতে অস্বীকার, নাবালিকার গায়ে পেট্রল দিয়ে আগুন ধরাল 2 যুবক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.