ETV Bharat / bharat

Amit Shah: অমিত শাহের মৃত্যু চান নীতীশ কুমারের মন্ত্রী, বিতর্ক বিহারে

Bihar Minister Wishes 'Death' for Amit Shah: বেঁফাস মন্তব্যের জেরে রাজনৈতিক তরজা বদলে গেল বিতর্কে ৷ এই বিতর্ক তৈরি হয়েছে বিহারের এক মন্ত্রীর মন্তব্যে ৷ তিনি অমিত শাহের মৃত্যু চেয়েছেন ৷ বিহারের ওই মন্ত্রীর নাম অশোক চৌধুরী ৷ অমিত শাহ রবিবার বিহারের মজফ্ফরপুর থেকে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমালোচনা করেন ৷ তার জবাব দিতে গিয়েই বিতর্ক বাঁধিয়েছেন অশোক চৌধুরী ৷

Amit Shah
Amit Shah
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 12:51 PM IST

Updated : Nov 6, 2023, 1:51 PM IST

বৈশালী, 6 নভেম্বর: ‘ছট মাইয়া’র কাছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য শক্তি চেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির হেভিওয়েট নেতা অমিত শাহ ৷ তাঁকে এই নিয়ে পালটা জবাব দিতে গিয়ে বেফাঁস মন্তব্য করলেন নীতীশের মন্ত্রী অশোক চৌধুরী ৷ তিনি একেবারে অমিত শাহের মৃত্যু কামনা করলেন ৷

তিনি বলেন, ‘‘আমি মা দুর্গার কাছে প্রার্থনা করব যাতে তাঁকে (অমিত শাহ) মেরে ফেলে ৷ মা যেভাবে মহিষাসুরকে মেরে ছিলেন, সেইভাবেই যেন তাঁকে মেরে ফেলেন, সেই প্রার্থনাই করব ৷’’

অশোক চৌধুরী বিহারের নির্মাণশিল্প দফতরের মন্ত্রী ৷ তিনি বিহারের বৈশালীতে সাংবাদিকদের কাছে এই কথা বলেন ৷ অমিত শাহকে সরাসরি মহিষাসুরের সঙ্গে তুলনা করে তিনি আরও জানিয়েছেন যে তাঁর ইচ্ছা যাতে পূরণ হয়, তার জন্য তিনি রোজ মা দুর্গার কাছে প্রার্থনা করবেন ৷ আর অমিত শাহের মৃত্যু কামনা করবেন ৷

পাশাপাশি বিজেপিকে রাজনৈতিক আক্রমণও তিনি করেছেন ৷ তাঁর কথায়, "বিজেপি এতটাই দুর্বল যে ওই দল বিহারে একটি আসনও জিততে পারবে না । তাই ওই দল তাঁর মন্ত্রীদের একবার বা দু’বার নয়, পঞ্চাশ থেকে একশোবার নিয়ে আসছে ।"

উল্লেখ্য, রবিবার বিহারের মুজফ্ফরপুরে বিজেপির এক সভায় উপস্থিত হন অমিত শাহ ৷ নীতীশ সরকার জাতি-গণনার তথ্য প্রকাশ করার পর বিহারে প্রথমবার রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন তিনি ৷ ওই কর্মসূচি থেকে সরাসরি নীতীশ কুমারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেন শাহ ৷ আরজেডি ও জেডিইউ-এর জোটকে তিনি ‘অসাধু জোট’ বলে উল্লেখ করেন ৷

সরাসরি বিহারের মুখ্যমন্ত্রীকে দ্বিচারিতায় অভিযুক্ত করেন অমিত শাহ ৷ তিনি বলেন, ‘‘নীতীশ কুমারের দু’রকমের অবস্থান দেখুন, যিনি দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন, এখন তিনি লালুর পক্ষ নিচ্ছেন ! আপনার মুখোশ খুলে গিয়েছে ৷ লালু-বিরোধী রাজনীতি করতে গিয়ে এখন তাঁর (লালু প্রসাদ যাদব) কোলে বসে আছেন ৷’’

এই সূত্রে শাহ বিহার থেকে নীতীশের সরকারকে ক্ষমতাচ্যূত করতে ‘ছট মাইয়া’র শরণাপন্ন হয়েছিলেন ৷ তার পর তাঁকে পালটা জবাব দেওয়া ঘিরেই বিতর্ক তৈরি হয়ে গিয়েছে বিহারের রাজনীতিতে ৷

আরও পড়ুন: বিজেপি নেতা খুন, ছত্তিশগড়-নির্বাচন ঘিরে মাওবাদী হামলার আশঙ্কা!

বৈশালী, 6 নভেম্বর: ‘ছট মাইয়া’র কাছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য শক্তি চেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির হেভিওয়েট নেতা অমিত শাহ ৷ তাঁকে এই নিয়ে পালটা জবাব দিতে গিয়ে বেফাঁস মন্তব্য করলেন নীতীশের মন্ত্রী অশোক চৌধুরী ৷ তিনি একেবারে অমিত শাহের মৃত্যু কামনা করলেন ৷

তিনি বলেন, ‘‘আমি মা দুর্গার কাছে প্রার্থনা করব যাতে তাঁকে (অমিত শাহ) মেরে ফেলে ৷ মা যেভাবে মহিষাসুরকে মেরে ছিলেন, সেইভাবেই যেন তাঁকে মেরে ফেলেন, সেই প্রার্থনাই করব ৷’’

অশোক চৌধুরী বিহারের নির্মাণশিল্প দফতরের মন্ত্রী ৷ তিনি বিহারের বৈশালীতে সাংবাদিকদের কাছে এই কথা বলেন ৷ অমিত শাহকে সরাসরি মহিষাসুরের সঙ্গে তুলনা করে তিনি আরও জানিয়েছেন যে তাঁর ইচ্ছা যাতে পূরণ হয়, তার জন্য তিনি রোজ মা দুর্গার কাছে প্রার্থনা করবেন ৷ আর অমিত শাহের মৃত্যু কামনা করবেন ৷

পাশাপাশি বিজেপিকে রাজনৈতিক আক্রমণও তিনি করেছেন ৷ তাঁর কথায়, "বিজেপি এতটাই দুর্বল যে ওই দল বিহারে একটি আসনও জিততে পারবে না । তাই ওই দল তাঁর মন্ত্রীদের একবার বা দু’বার নয়, পঞ্চাশ থেকে একশোবার নিয়ে আসছে ।"

উল্লেখ্য, রবিবার বিহারের মুজফ্ফরপুরে বিজেপির এক সভায় উপস্থিত হন অমিত শাহ ৷ নীতীশ সরকার জাতি-গণনার তথ্য প্রকাশ করার পর বিহারে প্রথমবার রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন তিনি ৷ ওই কর্মসূচি থেকে সরাসরি নীতীশ কুমারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেন শাহ ৷ আরজেডি ও জেডিইউ-এর জোটকে তিনি ‘অসাধু জোট’ বলে উল্লেখ করেন ৷

সরাসরি বিহারের মুখ্যমন্ত্রীকে দ্বিচারিতায় অভিযুক্ত করেন অমিত শাহ ৷ তিনি বলেন, ‘‘নীতীশ কুমারের দু’রকমের অবস্থান দেখুন, যিনি দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন, এখন তিনি লালুর পক্ষ নিচ্ছেন ! আপনার মুখোশ খুলে গিয়েছে ৷ লালু-বিরোধী রাজনীতি করতে গিয়ে এখন তাঁর (লালু প্রসাদ যাদব) কোলে বসে আছেন ৷’’

এই সূত্রে শাহ বিহার থেকে নীতীশের সরকারকে ক্ষমতাচ্যূত করতে ‘ছট মাইয়া’র শরণাপন্ন হয়েছিলেন ৷ তার পর তাঁকে পালটা জবাব দেওয়া ঘিরেই বিতর্ক তৈরি হয়ে গিয়েছে বিহারের রাজনীতিতে ৷

আরও পড়ুন: বিজেপি নেতা খুন, ছত্তিশগড়-নির্বাচন ঘিরে মাওবাদী হামলার আশঙ্কা!

Last Updated : Nov 6, 2023, 1:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.