বোকারো, 30 নভেম্বর: হস্টেলে পড়ুয়াদের রহস্যমৃত্যু যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে ৷ কোটার হস্টেলে বাঙালি ও উত্তরপ্রদেশের পড়ুয়ার আত্মহত্যার পর এবার ঘটনাস্থল ঝাড়খণ্ড ৷ বাথরুমের ভিতর থেকে ছাত্রীর দেহ পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ৷ বুধবার ঝাড়খণ্ডের বোকারো জেলার তেনুঘাট জওহর নবোদয় বিদ্যালয়ের ঘটনা ৷ আত্মহত্যা বলে অনুমান পুলিশের ৷ এই বিষয়ে বিদ্যালয়ের প্রিন্সিপাল বিপিন কুমার জানান, নিহত ছাত্রী বিহারের পটনার পালিগঞ্জ থানার সিকরিয়া গ্রামের বাসিন্দা ৷ চলতি বছরের অগস্ট মাসে মিনি মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছিল ৷ ঘটনাটি পরিবারের সদস্যদের জানানো হয়েছে ৷
হস্টেলের ওয়ার্ডেন অঙ্কিতা কুমারী ও পরিণীতা কুশওয়াহা জানিয়েছেন যে, বুধবার বিকেল 5টা 15 নাগাদ একটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ এরপর খুঁজতে শুরু করলে বাথরুমের ভিতরে অচেতন অবস্থায় পাওয়া যায় ৷ সঙ্গে সঙ্গে স্কুলের নার্স পুনম লাকড়া, অঞ্জু পাণ্ডে ও অন্যান্য কর্মীদের ঘটনার কথা জানানো হয় ৷ তারা স্কুল কর্তৃপক্ষের সাহায্যে ওই ছাত্রীকে তেনুঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসক শম্ভু কুমার পরীক্ষার পর মেয়েটিকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ তিনি জানান, মেয়েটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল ৷
মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান মহকুমা পুলিশ আধিকারিক বশিষ্ঠ নারায়ণ সিং, পেটোয়ারের সিও অশোক কুমার রাম, জারিডিহ সার্কেল ইন্সপেক্টর শঙ্কর কামাতি ৷
আরও পড়ুন :
1 কোটায় বাংলা-পডুয়ার মৃ্ত্যুর ঘটনায় কোচিং সেন্টারকে নোটিশ জেলা প্রশাসকের
2 কোটায় আত্মঘাতী বাংলার ছাত্র! উদ্ধার নিট পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ
3 কোটার পড়ুয়াদের আত্মহত্যার প্রবণতা কমাতে পড়ার চাপ কমানোর সুপারিশ বিশেষজ্ঞ কমিটির