ETV Bharat / bharat

আজ বিহারে ত্রিস্তরীয় নিরাপত্তায় ভোটগণনা, মসনদে কে ?

author img

By

Published : Nov 10, 2020, 7:01 AM IST

ভোটগ্রহণের পর্বের মতো গণনাপর্বেও থাকছে বাড়তি সতর্কতা । জোর দেওয়া হয়েছে সামাজিক দূরত্ববিধির উপরেও । নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী, প্রতিটি গণনাকক্ষে 7 টির বেশি টেবিল রাখার ব্যবস্থা করা হয়েছে ।

বিহার বিধানসভা নির্বাচন
বিহার বিধানসভা নির্বাচন

পটনা, 10 নভেম্বর : বিহারের মসনদে এবার কে ? জয়ের হ্যাট্রিক করা নীতীশ কুমার কি নিজের গদি ধরে রাখতে পারবেন ? নাকি বাবা-মায়ের পরে বিহারের মসনদে বসবেন তেজস্বী ? আর কয়েক ঘণ্টার মধ্যে স্পষ্ট হয়ে যাবে সেই চিত্র ।

কোরোনা আবহে এবার বিহারে তিন দফার নির্বাচন সম্পন্ন হয়েছে । ভোট পড়েছে 57.05 শতাংশ । নির্বাচন কমিশনের হিসাবে 2015 সালের থেকেও বেশি ভোট পড়েছে এবার । আগের বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল 56.66 শতাংশ । এবছর ভোটদানে পুরুষদের তুলনায় মহিলারা এগিয়ে । মহিলাদের ভোট বেশি পড়েছে 5.01 শতাংশ ।

সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা । প্রথমে হবে পোস্টাল ব্যালটের গণনা । 243 টি আসন মিলিয়ে মোট 3755 জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে আজ । ম্যাজিক ফিগার 122 ।

রাজ্যে মোট গণনাকেন্দ্র থাকছে 55 টি । গণনাকক্ষ থাকছে মোট 414 টি । পূর্ব চম্পারণ, গয়া, সিওয়ান ও বেগুসরাই জেলার প্রতিটিতে থাকছে তিনটি করে গণনাকেন্দ্র । এর মধ্যে পূর্ব চম্পারণে রয়েছে 12 টি বিধানসভা কেন্দ্র । গয়া, সিওয়ান ও বেগুসরাই জেলায় আসন রয়েছে যথাক্রমে 10 টি, 8 টি ও 7 টি ।

আরও পড়ুন : বিহারে বুথফেরত সমীক্ষায় এগিয়ে তেজস্বী নেতৃত্বাধীন মহাজোট

কোরোনার সংক্রমণ শুরু হওয়ার পর এই প্রথম কোনও সাধারণ নির্বাচন হচ্ছে দেশে । ভোটগ্রহণের পর্বের মতো গণনাপর্বেও থাকছে বাড়তি সতর্কতা । জোর দেওয়া হয়েছে সামাজিক দূরত্ববিধির উপরেও । নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী, প্রতিটি গণনাকক্ষে 7 টির বেশি টেবিল রাখা যাবে না ।

প্রতিটি গণনাকেন্দ্রে রাখা হচ্ছে পর্যাপ্ত স্যানিটাইজ়ারের ব্যবস্থা । গণনাকেন্দ্রে প্রবেশের আগে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে ।

স্ট্রং রুম ও গণনাকেন্দ্রগুলিকে মুড়ে ফেলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে । ত্রিস্তরীয় বলয়ের প্রথমে থাকছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী । দ্বিতীয় স্তরে নিরাপত্তার দায়িত্বে থাকছে বিহার মিলিটারি পুলিশ । আর তৃতীয় স্তরে থাকছে জেলা পুলিশ । স্ট্রং রুম ও গণনাকেন্দ্রগুলির নিরাপত্তার জন্য মোট 19 কম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে । এছাড়া গণনা চলাকালীন কোনওরকম অশান্তির পরিবেশ এড়াতে আরও 59 কম্পানি কেন্দ্রীয় বাহিনীকে তৈরি রাখা হয়েছে । কন্ট্রোল রুমগুলিতে লাগানো হয়েছে CCTV ক্যামেরা ।

পটনা, 10 নভেম্বর : বিহারের মসনদে এবার কে ? জয়ের হ্যাট্রিক করা নীতীশ কুমার কি নিজের গদি ধরে রাখতে পারবেন ? নাকি বাবা-মায়ের পরে বিহারের মসনদে বসবেন তেজস্বী ? আর কয়েক ঘণ্টার মধ্যে স্পষ্ট হয়ে যাবে সেই চিত্র ।

কোরোনা আবহে এবার বিহারে তিন দফার নির্বাচন সম্পন্ন হয়েছে । ভোট পড়েছে 57.05 শতাংশ । নির্বাচন কমিশনের হিসাবে 2015 সালের থেকেও বেশি ভোট পড়েছে এবার । আগের বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল 56.66 শতাংশ । এবছর ভোটদানে পুরুষদের তুলনায় মহিলারা এগিয়ে । মহিলাদের ভোট বেশি পড়েছে 5.01 শতাংশ ।

সকাল 8টা থেকে শুরু হবে ভোট গণনা । প্রথমে হবে পোস্টাল ব্যালটের গণনা । 243 টি আসন মিলিয়ে মোট 3755 জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে আজ । ম্যাজিক ফিগার 122 ।

রাজ্যে মোট গণনাকেন্দ্র থাকছে 55 টি । গণনাকক্ষ থাকছে মোট 414 টি । পূর্ব চম্পারণ, গয়া, সিওয়ান ও বেগুসরাই জেলার প্রতিটিতে থাকছে তিনটি করে গণনাকেন্দ্র । এর মধ্যে পূর্ব চম্পারণে রয়েছে 12 টি বিধানসভা কেন্দ্র । গয়া, সিওয়ান ও বেগুসরাই জেলায় আসন রয়েছে যথাক্রমে 10 টি, 8 টি ও 7 টি ।

আরও পড়ুন : বিহারে বুথফেরত সমীক্ষায় এগিয়ে তেজস্বী নেতৃত্বাধীন মহাজোট

কোরোনার সংক্রমণ শুরু হওয়ার পর এই প্রথম কোনও সাধারণ নির্বাচন হচ্ছে দেশে । ভোটগ্রহণের পর্বের মতো গণনাপর্বেও থাকছে বাড়তি সতর্কতা । জোর দেওয়া হয়েছে সামাজিক দূরত্ববিধির উপরেও । নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী, প্রতিটি গণনাকক্ষে 7 টির বেশি টেবিল রাখা যাবে না ।

প্রতিটি গণনাকেন্দ্রে রাখা হচ্ছে পর্যাপ্ত স্যানিটাইজ়ারের ব্যবস্থা । গণনাকেন্দ্রে প্রবেশের আগে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে ।

স্ট্রং রুম ও গণনাকেন্দ্রগুলিকে মুড়ে ফেলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে । ত্রিস্তরীয় বলয়ের প্রথমে থাকছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী । দ্বিতীয় স্তরে নিরাপত্তার দায়িত্বে থাকছে বিহার মিলিটারি পুলিশ । আর তৃতীয় স্তরে থাকছে জেলা পুলিশ । স্ট্রং রুম ও গণনাকেন্দ্রগুলির নিরাপত্তার জন্য মোট 19 কম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে । এছাড়া গণনা চলাকালীন কোনওরকম অশান্তির পরিবেশ এড়াতে আরও 59 কম্পানি কেন্দ্রীয় বাহিনীকে তৈরি রাখা হয়েছে । কন্ট্রোল রুমগুলিতে লাগানো হয়েছে CCTV ক্যামেরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.