ETV Bharat / bharat

Bihar Court : শ্লীলতাহানিতে অভিযুক্ত ধোপা, বিনা পারিশ্রমিকে মহিলাদের কাপড় কাচার নির্দেশ আদালতের

শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকে আগামী 6 মাস বিনা পারিশ্রমিকে গ্রামের মহিলাদের কাপড় কেচে দেওয়া এবং ইস্ত্রি করে দেওয়ার নির্দেশ দিল আদালত ৷ সেই শর্তেই জামিন পেল অভিযুক্ত ৷ ঘটনাটি ঘটেছে বিহারে ৷

শ্লীলতাহানিতে অভিযুক্ত, বিনা পরিশ্রমে গ্রামের মহিলাদের কাপড় কাচার নির্দেশ আদালতের
শ্লীলতাহানিতে অভিযুক্ত, বিনা পরিশ্রমে গ্রামের মহিলাদের কাপড় কাচার নির্দেশ আদালতের
author img

By

Published : Sep 23, 2021, 10:33 AM IST

মধুবনী (বিহার), 23 সেপ্টেম্বর : শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকে গ্রামের মহিলাদের ময়লা কাপড় কেচে ইস্ত্রি করে দিতে হবে ৷ এই শর্ত মানলে তবেই মিলবে জামিন ৷ বিহারের একটি আদালত বছর কুড়ির এক অভিযুক্তকে এই শর্তেই জামিন দিল ৷

মধুবনী জেলার (Madhubani) মাজহাউড়া গ্রামের বাসিন্দা লালনকুমার সাফির (20) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় থানায় ৷ তার বিরুদ্ধে স্থানীয় লাউকাহা বাজার এলাকায় এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৷ পেশায় ধোপা এই যুবককে গত 19 এপ্রিল গ্রেফতার করা হয় ৷ এর মধ্যে তাকে আদালতে তোলা হয় ৷ জামিনের আবেদন করলে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ তাকে নির্দেশ দেন, মাজহাউড়া গ্রামের সমস্ত মহিলার নোংরা কাপড় তাকে বিনা পারিশ্রমিকে কেচে এবং ইস্ত্রি করে দিতে হবে ৷ সেই শর্তেই তাকে জামিন দেওয়া হয়েছে ৷ আদালতের নির্দেশে বলা হয়েছে, আদালতের এই আদেশ পঞ্চায়েতের প্রধানের কাছে পাঠানো হবে যাতে নিশ্চিত করা যায় যে অভিযুক্ত আদালতের নির্দেশ মেনে চলছে ৷

লাউকাহার পুলিশ আধিকারিক (Station House Officer- SHO) সন্তোষকুমার মণ্ডল জানান, গত 17 এপ্রিল রাতে অভিযোগটি দায়ের হয় ৷ ঘটনার পরিপ্রেক্ষিতে একটি এফআইআর রুজু করা হয় ৷ তার ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন : Bengal Anchor Raped: পটনার হোটেলে বাংলার সঞ্চালিকাকে গণধর্ষণ , গর্ভনিরোধক খাইয়ে খুনের হুমকি

মধুবনী (বিহার), 23 সেপ্টেম্বর : শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকে গ্রামের মহিলাদের ময়লা কাপড় কেচে ইস্ত্রি করে দিতে হবে ৷ এই শর্ত মানলে তবেই মিলবে জামিন ৷ বিহারের একটি আদালত বছর কুড়ির এক অভিযুক্তকে এই শর্তেই জামিন দিল ৷

মধুবনী জেলার (Madhubani) মাজহাউড়া গ্রামের বাসিন্দা লালনকুমার সাফির (20) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় থানায় ৷ তার বিরুদ্ধে স্থানীয় লাউকাহা বাজার এলাকায় এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৷ পেশায় ধোপা এই যুবককে গত 19 এপ্রিল গ্রেফতার করা হয় ৷ এর মধ্যে তাকে আদালতে তোলা হয় ৷ জামিনের আবেদন করলে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ তাকে নির্দেশ দেন, মাজহাউড়া গ্রামের সমস্ত মহিলার নোংরা কাপড় তাকে বিনা পারিশ্রমিকে কেচে এবং ইস্ত্রি করে দিতে হবে ৷ সেই শর্তেই তাকে জামিন দেওয়া হয়েছে ৷ আদালতের নির্দেশে বলা হয়েছে, আদালতের এই আদেশ পঞ্চায়েতের প্রধানের কাছে পাঠানো হবে যাতে নিশ্চিত করা যায় যে অভিযুক্ত আদালতের নির্দেশ মেনে চলছে ৷

লাউকাহার পুলিশ আধিকারিক (Station House Officer- SHO) সন্তোষকুমার মণ্ডল জানান, গত 17 এপ্রিল রাতে অভিযোগটি দায়ের হয় ৷ ঘটনার পরিপ্রেক্ষিতে একটি এফআইআর রুজু করা হয় ৷ তার ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন : Bengal Anchor Raped: পটনার হোটেলে বাংলার সঞ্চালিকাকে গণধর্ষণ , গর্ভনিরোধক খাইয়ে খুনের হুমকি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.