নয়াদিল্লি, 16 এপ্রিল : দৈনিক সংক্রমণ দুই লাখ ছাড়িয়েছে গতকালই ৷ আজ দ্বিতীয় দিন । ফের দেশে দুলাখের বেশি আক্রান্ত হল । দেশে নতুন করে আক্রান্ত হয়েছে 2 লাখ 17 হাজার 353 জন ৷ গতকাল ছিল 2 লাখ 739 জন ৷ এপর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1 কোটি 42 লাখ 91 হাজার 917 জন ৷ মোট সক্রিয় আক্রান্ত 15 লাখ 69 হাজার 743 ৷
দিনে দিনে সংক্রমণের সংখ্যা যেমন বাড়ছে, দৈনিক মৃত্যুর হারও বাড়ছে ৷ স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 1 হাজার 185 জনের ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 1 লাখ 74 হাজার 308 জনের ৷ একদিনে সুস্থ হয়েছে 1 লাখ 18 হাজার 302 জন ৷ মোট সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 25 লাখ 47 হাজার 866 জন ৷
আরও পড়ুন : দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড, আক্রান্ত প্রায় সাত হাজার
দেশে করোনা আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে মোট আক্রান্ত 35 লাখ 78 হাজার 160 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 29 লাখ 5 হাজার 721 ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক ৷ কেরালায় মোট আক্রান্ত 11 লাখ 89 হাজার 175 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 11 লাখ 25 হাজার 775 জন ৷ এছাড়া কর্নাটকে মোট আক্রান্ত 10 লাখ 94 হাজার 912, সুস্থ হয়েছে 9 লাখ 96 হাজার 367 জন ৷
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুসারে, গত একদিনে মোট 14 লাখ 73 হাজার 210টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত মোট 26 কোটি 34 লাখ 76 হাজার 625টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।