ETV Bharat / bharat

Nirmala Sitharaman : ভারতের অর্থনৈতিক সংস্কারের প্রশংসা বাইডেন প্রশাসনের, দাবি নির্মলার - নির্মলা সীতারমন

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এখন মার্কিন সফরে রয়েছেন ৷ সপ্তাহব্যাপী তাঁর এই মার্কিন শুরু হয় সফর বোস্টন দিয়ে ৷ শেষ হবে নিউ ইয়র্কে একটি আলোচনা চক্র দিয়ে ৷

biden-us-companies-welcomed-economic-reforms-by-india-says-finance-minister-nirmala-sitharaman
Nirmala Sitharaman : ভারতের অর্থনৈতিক সংস্কারের প্রশংসা বাইডেন প্রশাসনের, দাবি নির্মলার
author img

By

Published : Oct 16, 2021, 1:20 PM IST

ওয়াশিংটন, 16 অক্টোবর : ভারতের অর্থনৈতিক সংস্কারকে স্বাগত জানিয়েছে বাইডেন প্রশাসন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পোরেট সেক্টর ৷ এমনই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তিনি জানিয়েছেন, ভারত সরকার অর্থনৈতিক সংস্কারে যে পদক্ষেপ করেছে, তার প্রশংসা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন ৷ সেখানে বিশেষ করে উল্লেখ করা হয়েছে ভারতের তরফে রেট্রোসপ্রেকটিভ ট্যাক্স তুলে নেওয়ার বিষয়টিকে ৷

ভারতের অর্থমন্ত্রী এখন মার্কিন সফরে রয়েছেন ৷ সেই সফরের ওয়াশিংটন ডিসি ছাড়ার আগে তিনি এই মন্তব্য করেন ৷ একই সঙ্গে তিনি জানান, এই কর তুলে নেওয়ায় মার্কিন ব্যবসায়ীরাও খুশি ৷

আরও পড়ুন : Indian Economy : এই দশকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি সাত শতাংশের বেশি, দাবি অর্থনৈতিক পরামর্শদাতার

সপ্তাহব্যাপী এই মার্কিন সফর বোস্টন দিয়ে শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার এই সদস্য ৷ ওয়াশিংটন থেকে তাঁর গন্তব্য নিউ ইয়র্ক ৷ সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে একটি আলোচনা চক্রে তাঁর যোগ দেওয়ার কথা ৷ তার পর তিনি সেখান থেকে ভারতে ফিরবেন ৷

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে ৷ কবে সেই চুক্তি সাক্ষরিত হবে, তা জানতে আগ্রহী দুই দেশের ব্যবসায়ীমহল ৷ এই নিয়ে নির্মলা সীতারমনের বক্তব্য, ‘‘আমরা এই নিয়ে কথা বলেছি ৷ দুই দেশই সমঝোতার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব, তা শেষ করতে চায় ৷’’ এই বিষয়ে বিস্তারিত তথ্য ভারতের বাণিজ্যমন্ত্রীর কাছে রয়েছে বলে তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন : GDP growth : অর্থনীতিতে আশার আলো, একলাফে জিডিপি পৌঁছল ২০.১ শতাংশে

এর আগে মোদি সরকারের বাণিজ্য মন্ত্রক সামলেছেন নির্মলা ৷ তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন চুক্তি করতে তাঁর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ ছিল ৷ তাই তাঁর এবারের সফরের ফলাফল জানতে অত্যন্ত আগ্রহী সংশ্লিষ্টমহল ৷ প্রসঙ্গত, এবারের সফরের ঠাসা কর্মসূচি ছিল নির্মলার ৷ তিনি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাঙ্কের বার্ষিক বৈঠকে যোগ দেন ৷ তাছাড়া 25 টি দ্বিপাক্ষিক বৈঠকও করেন ৷ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য়ে হওয়া অর্থনৈতিক ও আর্থিক অংশীদারিত্ব সংক্রান্ত বৈঠক ৷

আরও পড়ুন : Family Pension : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পারিবারিক পেনশনের পরিমাণ বৃদ্ধিতে সায় কেন্দ্রের

ওয়াশিংটন, 16 অক্টোবর : ভারতের অর্থনৈতিক সংস্কারকে স্বাগত জানিয়েছে বাইডেন প্রশাসন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পোরেট সেক্টর ৷ এমনই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তিনি জানিয়েছেন, ভারত সরকার অর্থনৈতিক সংস্কারে যে পদক্ষেপ করেছে, তার প্রশংসা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন ৷ সেখানে বিশেষ করে উল্লেখ করা হয়েছে ভারতের তরফে রেট্রোসপ্রেকটিভ ট্যাক্স তুলে নেওয়ার বিষয়টিকে ৷

ভারতের অর্থমন্ত্রী এখন মার্কিন সফরে রয়েছেন ৷ সেই সফরের ওয়াশিংটন ডিসি ছাড়ার আগে তিনি এই মন্তব্য করেন ৷ একই সঙ্গে তিনি জানান, এই কর তুলে নেওয়ায় মার্কিন ব্যবসায়ীরাও খুশি ৷

আরও পড়ুন : Indian Economy : এই দশকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি সাত শতাংশের বেশি, দাবি অর্থনৈতিক পরামর্শদাতার

সপ্তাহব্যাপী এই মার্কিন সফর বোস্টন দিয়ে শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার এই সদস্য ৷ ওয়াশিংটন থেকে তাঁর গন্তব্য নিউ ইয়র্ক ৷ সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে একটি আলোচনা চক্রে তাঁর যোগ দেওয়ার কথা ৷ তার পর তিনি সেখান থেকে ভারতে ফিরবেন ৷

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে ৷ কবে সেই চুক্তি সাক্ষরিত হবে, তা জানতে আগ্রহী দুই দেশের ব্যবসায়ীমহল ৷ এই নিয়ে নির্মলা সীতারমনের বক্তব্য, ‘‘আমরা এই নিয়ে কথা বলেছি ৷ দুই দেশই সমঝোতার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব, তা শেষ করতে চায় ৷’’ এই বিষয়ে বিস্তারিত তথ্য ভারতের বাণিজ্যমন্ত্রীর কাছে রয়েছে বলে তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন : GDP growth : অর্থনীতিতে আশার আলো, একলাফে জিডিপি পৌঁছল ২০.১ শতাংশে

এর আগে মোদি সরকারের বাণিজ্য মন্ত্রক সামলেছেন নির্মলা ৷ তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন চুক্তি করতে তাঁর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ ছিল ৷ তাই তাঁর এবারের সফরের ফলাফল জানতে অত্যন্ত আগ্রহী সংশ্লিষ্টমহল ৷ প্রসঙ্গত, এবারের সফরের ঠাসা কর্মসূচি ছিল নির্মলার ৷ তিনি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাঙ্কের বার্ষিক বৈঠকে যোগ দেন ৷ তাছাড়া 25 টি দ্বিপাক্ষিক বৈঠকও করেন ৷ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য়ে হওয়া অর্থনৈতিক ও আর্থিক অংশীদারিত্ব সংক্রান্ত বৈঠক ৷

আরও পড়ুন : Family Pension : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পারিবারিক পেনশনের পরিমাণ বৃদ্ধিতে সায় কেন্দ্রের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.