ETV Bharat / bharat

Bhupendra Patel: মোদি-শাহের উপস্থিতিতে গুজরাতের মুখ্যমন্ত্রী পদে শপথ ভূপেন্দ্রর

গত বৃহস্পতিবার গুজরাত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয় (Gujarat Assembly Poll Results 2022) ৷ 182 আসনের বিধানসভায় 156টি আসন জিতেছে বিজেপি (BJP) ৷

Bhupendra Patel takes oath as CM of Gujarat
Bhupendra Patel: মোদি-শাহের উপস্থিতিতে গুজরাতের মুখ্যমন্ত্রী পদে শপথ ভূপেন্দ্রর
author img

By

Published : Dec 12, 2022, 2:38 PM IST

Updated : Dec 12, 2022, 2:59 PM IST

গান্ধিনগর (গুজরাত), 12 ডিসেম্বর: গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে আরও একবার শপথ নিলেন বিজেপির (BJP) ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel) ৷ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-সহ একাধিক হেভিওয়েটের উপস্থিতিতে এই শপথগ্রহণ অনুষ্ঠান হয় ৷

এই নিয়ে টানা দ্বিতীয় মেয়াদের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল । 2017 সালে বিজেপি যখন এই রাজ্যে জেতে, তখন মুখ্যমন্ত্রী ছিলেন বিজয় রূপানী ৷ মাঝমথে রূপানীকে সরিয়ে ভূপেন্দ্রকে মুখ্যমন্ত্রী করা হয় ৷ তাঁকে সামনে রেখেই ভোটে লড়াই করে বিজেপি ৷ জয়ের পর তাই তাঁর দ্বিতীয় দফার মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কোনও প্রশ্নই ওঠেনি গেরুয়া শিবিরের অন্দরে ৷

গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে গুজরাত বিধানসভা নির্বাচনের ফল (Gujarat Assembly Poll Results 2022) ৷ গুজরাত বিধানসভার 182টি আসনের মধ্যে 156টি আসন জিতেছে বিজেপি (BJP) ৷ 80 শতাংশের বেশি আসন বিজেপির দখলে ৷ ভোট শতাংশও প্রায় 53৷ রাজনৈতিক মহল বলছে, এই জয়ের প্রধান কারিগর অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মোদি ম্যাজিকই টানা সপ্তমবারের জন্য পশ্চিম ভারতের এই রাজ্যের ক্ষমতায় রেখে দিল ৷

এদিন গান্ধিনগরে নতুন সচিবালয়ের কাছে হেলিপ্যাড গ্রাউন্ডে রাজ্যপাল আচার্য দেবব্রত শপথবাক্য পাঠ করান প্যাটেলকে । অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এছাড়াও ছিলেন যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্বশর্মার মতো অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এবার গুজরাতে নির্বাচনী প্রচারে যোগী-হিমন্তরাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ৷

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে বিজয় রূপানীর স্থলাভিষিক্ত হয়ে মুখ্যমন্ত্রী হন ভূপেন্দ্র প্যাটেল । বৃহস্পতিবার নির্বাচনী ফল বের হওয়ার পর শুক্রবার তিনি রাজ্যে নতুন সরকার গঠনের পথ তৈরি করতে পদত্যাগ করেন । শনিবার, তিনি বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত হন ৷ যার পরে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং সরকার গঠনের দাবি করেন ।

এদিন প্যাটেলের পাশাপাশি শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন জামনগরের রাঘবজি প্যাটেল, জাসদনের কুনভারজি বাভালিয়া, পারডি থেকে কানুভাই দেশাই, ভিসনগরের ঋষিকেশ প্যাটেল এবং আরও কয়েকজন । গুজরাতের নতুন মন্ত্রিসভায় তিনজন প্যাটেল, পাঁচজন অন্যান্য অনগ্রসর শ্রেণির, একজন তফসিলি জাতি, তিনজন তফসিলি উপজাতি, একজন জৈন, দু’জন ক্ষত্রিয় এবং একজন অন্য বর্ণের নেতা অন্তর্ভুক্ত হয়েছেন ।

আরও পড়ুন: মোদিকে হত্যার জন্য প্রস্তুত হোন, বিতর্কিত মন্তব্যে এফআইআর-এর মুখে কংগ্রেস নেতা

গান্ধিনগর (গুজরাত), 12 ডিসেম্বর: গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে আরও একবার শপথ নিলেন বিজেপির (BJP) ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel) ৷ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-সহ একাধিক হেভিওয়েটের উপস্থিতিতে এই শপথগ্রহণ অনুষ্ঠান হয় ৷

এই নিয়ে টানা দ্বিতীয় মেয়াদের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল । 2017 সালে বিজেপি যখন এই রাজ্যে জেতে, তখন মুখ্যমন্ত্রী ছিলেন বিজয় রূপানী ৷ মাঝমথে রূপানীকে সরিয়ে ভূপেন্দ্রকে মুখ্যমন্ত্রী করা হয় ৷ তাঁকে সামনে রেখেই ভোটে লড়াই করে বিজেপি ৷ জয়ের পর তাই তাঁর দ্বিতীয় দফার মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কোনও প্রশ্নই ওঠেনি গেরুয়া শিবিরের অন্দরে ৷

গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে গুজরাত বিধানসভা নির্বাচনের ফল (Gujarat Assembly Poll Results 2022) ৷ গুজরাত বিধানসভার 182টি আসনের মধ্যে 156টি আসন জিতেছে বিজেপি (BJP) ৷ 80 শতাংশের বেশি আসন বিজেপির দখলে ৷ ভোট শতাংশও প্রায় 53৷ রাজনৈতিক মহল বলছে, এই জয়ের প্রধান কারিগর অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মোদি ম্যাজিকই টানা সপ্তমবারের জন্য পশ্চিম ভারতের এই রাজ্যের ক্ষমতায় রেখে দিল ৷

এদিন গান্ধিনগরে নতুন সচিবালয়ের কাছে হেলিপ্যাড গ্রাউন্ডে রাজ্যপাল আচার্য দেবব্রত শপথবাক্য পাঠ করান প্যাটেলকে । অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এছাড়াও ছিলেন যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্বশর্মার মতো অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এবার গুজরাতে নির্বাচনী প্রচারে যোগী-হিমন্তরাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ৷

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে বিজয় রূপানীর স্থলাভিষিক্ত হয়ে মুখ্যমন্ত্রী হন ভূপেন্দ্র প্যাটেল । বৃহস্পতিবার নির্বাচনী ফল বের হওয়ার পর শুক্রবার তিনি রাজ্যে নতুন সরকার গঠনের পথ তৈরি করতে পদত্যাগ করেন । শনিবার, তিনি বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত হন ৷ যার পরে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং সরকার গঠনের দাবি করেন ।

এদিন প্যাটেলের পাশাপাশি শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন জামনগরের রাঘবজি প্যাটেল, জাসদনের কুনভারজি বাভালিয়া, পারডি থেকে কানুভাই দেশাই, ভিসনগরের ঋষিকেশ প্যাটেল এবং আরও কয়েকজন । গুজরাতের নতুন মন্ত্রিসভায় তিনজন প্যাটেল, পাঁচজন অন্যান্য অনগ্রসর শ্রেণির, একজন তফসিলি জাতি, তিনজন তফসিলি উপজাতি, একজন জৈন, দু’জন ক্ষত্রিয় এবং একজন অন্য বর্ণের নেতা অন্তর্ভুক্ত হয়েছেন ।

আরও পড়ুন: মোদিকে হত্যার জন্য প্রস্তুত হোন, বিতর্কিত মন্তব্যে এফআইআর-এর মুখে কংগ্রেস নেতা

Last Updated : Dec 12, 2022, 2:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.