ETV Bharat / bharat

Bhupen Hazarika: কঙ্কালসার অবস্থা, ভিটেতে বাস পায়রার ! কালের গর্ভে হারিয়ে যাচ্ছে ভারতরত্নের বাড়ি

সিলিংয়ের পলেস্তারা খসে পড়ছে । জানালা, দরজা কিছুই আর অবশিষ্ট নেই । কার্যত ভুতূড়ে বাড়ি বললেও কম বলা হয় । বাড়িটি ভারতরত্ন ভূপেন হাজারিকার (Bhupen Hazarika Kolkata House) ।

Etv Bharat
Bhupen Hazarika
author img

By

Published : Nov 21, 2022, 7:15 PM IST

Updated : Nov 21, 2022, 10:55 PM IST

কলকাতা, 21 নভেম্বর: খ্যাতনামা গায়ক ভূপেন হাজারিকার (Bhupen Hazarika) কলকাতার বাড়ি পড়ে রয়েছে কঙ্কালসার অবস্থায় । যে বাড়িতে বসে এক সময় 'গঙ্গা তুমি', 'গঙ্গা আমার মা'-এর মতো একাধিক জনপ্রিয় গান গেয়েছিলেন । এই ঘরেই লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে-সহ একাধিক নামজাদা মানুষের পদধূলিও পড়েছে । সেই ভিটেতেই আজ পায়রার বাসা । সিলিংয়ের পলেস্তারা খসে পড়ছে । জানালা, দরজা কিছুই আর অবশিষ্ট নেই । শুধু কোলাপসিবল গেটে একটা জং ধরা তালা আটকে (Bhupen Hazarika house in Kolkata) ।

77বি গলফ ক্লাব রোড । টালিগঞ্জ মত অভিজাত এলাকায় তিনতলা বাড়ি । নিচের দু'টি তলায় লোক থাকেন । রঙ করা দেখেই বোঝা যায় নিয়মিত রক্ষণাবেক্ষণ হয় । তবে ঠিক সেই বাড়ির একদম উপরতলা অর্থাৎ তিন তলায় বাইরে থেকেই দেখা যাচ্ছে, দেওয়ালের প্লাস্টার খসে পড়ছে । জানলার কপাট নেই । ঝাঁকে ঝাঁকে পায়রার আনাগোনা । সিঁড়ি দিয়ে উপরে উঠলে ভগ্নদশা আরও স্পষ্ট হয় । দরজা ভেঙে গিয়েছে বহুদিন । ভিতরে কোনও আসবাব নেই । সিলিংয়ের পলেস্তারা খসে পড়েছে । কার্যত ভুতূড়ে বাড়ি বললেও কম বলা হয় (Bhupen Hazarika house is being destroyed carelessly) ।

কালের গর্ভে হারিয়ে যাচ্ছে ভারতরত্নের বাড়ি

জানা গিয়েছে, বছর চারেক আগে এক ব্যক্তির থেকে ভূপেন হাজারিকার ভিটে কিনে ফেলেছিল অসম সরকার । অসমের মুখ্যমন্ত্রীর প্রাক্তন মিডিয়া উপদেষ্টা হৃষিকেশ গোস্বামী রাজ্যের তৎকালীন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নবকুমার ডলির সঙ্গে ডাঃ ভূপেন হাজারিকার টলিগঞ্জের বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছিলেন । ইটিভি ভারতকে তিনি জানিয়েছেন, জনৈক সুশীল কুমার ডাঙ্গী কয়েক বছর আগে প্রয়াত ডাঃ হাজারিকার পরিবারের সদস্যদের কাছ থেকে বাড়িটি কিনেছিলেন । সরকার সিদ্ধান্ত নিয়েছে তাঁর কাছ থেকে বাড়িটি ফেরত নেওয়া হবে ।

তিনি বলেন, "অসম সরকার এবং সুশীল কুমার ডাঙ্গীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল । সুশীল ডাঙ্গীর কাছ থেকে বাড়িটির দখল নেওয়ার জন্য অসম সরকারের তরফে তাঁকে 1.65 কোটি টাকা প্রদান করা হয় । যদিও অজানা কারণে পশ্চিমবঙ্গ সরকার অসম সরকারের কাছে বাড়িটি হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া বন্ধ করে দেয় । ফলে মাঝপথেই ভারতরত্ন ডাঃ ভূপেন হাজারিকার বাড়িটি সংরক্ষণের উদ্যোগ বন্ধ হয়ে যায় ।

আরও পড়ুন: পরিচর্যার অভাব, ধ্বংসের মুখে শের শাহের তৈরি সরাইখানা

বাড়ির নিচতলার বাসিন্দা বৃদ্ধা নমিতা লাল বলেন, "আমি আর আমার ছেলে থাকি । হাজারিকাকে দেখেছি । আমার ছেলেও ছোট থাকাকালীন উপরে তাঁর কাছে যেত । শুনেছি অসম সরকার উপর তলাটা কিনেছে, মিউজিয়াম করবে । খালি অসম থেকে লোকজন আসে, কিন্তু কিছুই হয় না । পুরো উপরটা শেষ হয়ে গিয়েছে ।" এই বাড়িরই আরও এক বাসিন্দা দীপিকা মিত্র বলেন, "ভূপেন হাজারিকার বাসভবনের অংশ এক ব্যক্তি কিনেছিলেন । তার থেকেই পরবর্তী সময়ে অসম সরকার কেনে বলে শুনেছি । প্রায়ই লোকজন আসেন, বাড়ি দেখতে চান । তাঁদের প্রত্যেকেরই দাবি, তারা অসমের সরকারি আধিকারিক ।

কলকাতা, 21 নভেম্বর: খ্যাতনামা গায়ক ভূপেন হাজারিকার (Bhupen Hazarika) কলকাতার বাড়ি পড়ে রয়েছে কঙ্কালসার অবস্থায় । যে বাড়িতে বসে এক সময় 'গঙ্গা তুমি', 'গঙ্গা আমার মা'-এর মতো একাধিক জনপ্রিয় গান গেয়েছিলেন । এই ঘরেই লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে-সহ একাধিক নামজাদা মানুষের পদধূলিও পড়েছে । সেই ভিটেতেই আজ পায়রার বাসা । সিলিংয়ের পলেস্তারা খসে পড়ছে । জানালা, দরজা কিছুই আর অবশিষ্ট নেই । শুধু কোলাপসিবল গেটে একটা জং ধরা তালা আটকে (Bhupen Hazarika house in Kolkata) ।

77বি গলফ ক্লাব রোড । টালিগঞ্জ মত অভিজাত এলাকায় তিনতলা বাড়ি । নিচের দু'টি তলায় লোক থাকেন । রঙ করা দেখেই বোঝা যায় নিয়মিত রক্ষণাবেক্ষণ হয় । তবে ঠিক সেই বাড়ির একদম উপরতলা অর্থাৎ তিন তলায় বাইরে থেকেই দেখা যাচ্ছে, দেওয়ালের প্লাস্টার খসে পড়ছে । জানলার কপাট নেই । ঝাঁকে ঝাঁকে পায়রার আনাগোনা । সিঁড়ি দিয়ে উপরে উঠলে ভগ্নদশা আরও স্পষ্ট হয় । দরজা ভেঙে গিয়েছে বহুদিন । ভিতরে কোনও আসবাব নেই । সিলিংয়ের পলেস্তারা খসে পড়েছে । কার্যত ভুতূড়ে বাড়ি বললেও কম বলা হয় (Bhupen Hazarika house is being destroyed carelessly) ।

কালের গর্ভে হারিয়ে যাচ্ছে ভারতরত্নের বাড়ি

জানা গিয়েছে, বছর চারেক আগে এক ব্যক্তির থেকে ভূপেন হাজারিকার ভিটে কিনে ফেলেছিল অসম সরকার । অসমের মুখ্যমন্ত্রীর প্রাক্তন মিডিয়া উপদেষ্টা হৃষিকেশ গোস্বামী রাজ্যের তৎকালীন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নবকুমার ডলির সঙ্গে ডাঃ ভূপেন হাজারিকার টলিগঞ্জের বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছিলেন । ইটিভি ভারতকে তিনি জানিয়েছেন, জনৈক সুশীল কুমার ডাঙ্গী কয়েক বছর আগে প্রয়াত ডাঃ হাজারিকার পরিবারের সদস্যদের কাছ থেকে বাড়িটি কিনেছিলেন । সরকার সিদ্ধান্ত নিয়েছে তাঁর কাছ থেকে বাড়িটি ফেরত নেওয়া হবে ।

তিনি বলেন, "অসম সরকার এবং সুশীল কুমার ডাঙ্গীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল । সুশীল ডাঙ্গীর কাছ থেকে বাড়িটির দখল নেওয়ার জন্য অসম সরকারের তরফে তাঁকে 1.65 কোটি টাকা প্রদান করা হয় । যদিও অজানা কারণে পশ্চিমবঙ্গ সরকার অসম সরকারের কাছে বাড়িটি হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া বন্ধ করে দেয় । ফলে মাঝপথেই ভারতরত্ন ডাঃ ভূপেন হাজারিকার বাড়িটি সংরক্ষণের উদ্যোগ বন্ধ হয়ে যায় ।

আরও পড়ুন: পরিচর্যার অভাব, ধ্বংসের মুখে শের শাহের তৈরি সরাইখানা

বাড়ির নিচতলার বাসিন্দা বৃদ্ধা নমিতা লাল বলেন, "আমি আর আমার ছেলে থাকি । হাজারিকাকে দেখেছি । আমার ছেলেও ছোট থাকাকালীন উপরে তাঁর কাছে যেত । শুনেছি অসম সরকার উপর তলাটা কিনেছে, মিউজিয়াম করবে । খালি অসম থেকে লোকজন আসে, কিন্তু কিছুই হয় না । পুরো উপরটা শেষ হয়ে গিয়েছে ।" এই বাড়িরই আরও এক বাসিন্দা দীপিকা মিত্র বলেন, "ভূপেন হাজারিকার বাসভবনের অংশ এক ব্যক্তি কিনেছিলেন । তার থেকেই পরবর্তী সময়ে অসম সরকার কেনে বলে শুনেছি । প্রায়ই লোকজন আসেন, বাড়ি দেখতে চান । তাঁদের প্রত্যেকেরই দাবি, তারা অসমের সরকারি আধিকারিক ।

Last Updated : Nov 21, 2022, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.