অমরাবতী (অন্ধ্র প্রদেশ), 21 জুলাই : YSRCP-র বিদ্রোহী সাংসদ রঘু রামকৃষ্ণ রাজু গতকাল অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য তাঁর তিন মাসের বেতন তুলে দিলেন। অন্ধ্রপ্রদেশের নরসপুরমের সাংসদ রাম জন্মভূমি তীর্থক্ষেত্র তৈরির কাজে 3.9 লাখ টাকার চেক দেন।
রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কয়েক দশকের পুরানো স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছিল জেনে তিনি খুশি হয়েছিলেন। রাবণের বিরুদ্ধে লঙ্কা যুদ্ধে একটি কাঠবিড়ালি যেমন সাহায্য করেছিল আমার সহযোগিতাও সেই রকম।"
5 অগাস্ট প্রধানমন্ত্রী রাম মন্দিরে ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। রঘু রামকৃষ্ণ জানান, এই দিনটির জন্য তিনি সাদর আগ্রহে অপেক্ষা করছেন। রাজুর এই পদক্ষেপকে ওয়াকিবহাল মহল ভারতীয় জনতা পার্টির ( BJP) নিকটবর্তী হওয়ার ইঙ্গিত বলে মনে করছেন।
চলতি মাসের গোড়ার দিকে YSRCP দলের বিরুদ্ধে বিদ্রোহের জন্য রাজুকে অযোগ্য ঘোষণা করেছিল। তাঁরা রাজুর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছিলেন, রাজু দলটির প্রতিনিধিত্বমূলক লোকসভার সদস্য হিসাবে কাজ করার নৈতিক অধিকার হারিয়েছে৷ ,কারণ তিনি দলীয় লাইনের বিরুদ্ধে মতামত প্রচার করেছেন । এছাড়াও অভিযোগ করা হয় যে বিরোধী দলের নেতাদের সাথে রাজু নানাভাবে জড়িত।
তাঁরা আরও অভিযোগ করেছিলেন যে রাজু দলের সভাপতি এবং মুখ্যমন্ত্রী ওয়াইএস এর বিরুদ্ধে অগণতান্ত্রিক ভাষা ব্যবহার করেছিলেন।রাজুয়ের শোকজ় নোটিসে 'দায়িত্বজ্ঞানহীন' জবাব পাওয়ার পরে YSRCP এই পদক্ষেপ নেয়। দলের প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে তিনি তাঁর জবাবে নতুন প্রশ্ন উত্থাপন করেন। বিদ্রোহী MP দলের শৃঙ্খলা কমিটি গঠনে ব্যর্থতার জন্য নির্বাচন কমিশনে অভিযোগ করেন। এছাড়াও তিনি হাইকোর্টেও আবেদন করেন যে নির্বাচন কমিশন তাঁর অভিযোগ নিষ্পত্তি না করা পর্যন্ত তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা যেন না নেওয়া হয় ।