ETV Bharat / bharat

আজকের যুবসমাজ চাকরি খোঁজে না , তৈরি করে : নির্মলা

ভারতের যুবসমাজ দক্ষতার সাথে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে । তারা এখন চাকরি তৈরি করে । তাদের কথা ভেবই এই বাজেটে ট বিপুল কর্মসংস্থানের সুযোগের তৈরির কথা বলা হয়েছে ।

কেন্দ্রীয় বাজেট
union budget
author img

By

Published : Feb 1, 2020, 10:30 PM IST

দিল্লি , 1 ফেব্রুয়ারি : 2020-21 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । অর্থমন্ত্রীর বাজেট ভাষণে উঠে আসে যুব সমাজের কথা । তাদের চাহিদা পূরণে সরকার যে দায়বদ্ধ তা বার বার ফুটে ওঠে অর্থমন্ত্রীর ভাষণে । নির্মলা সীতারমন বলেন, "আজকের যুবসমাজ চাকরিপ্রার্থী নয়, তারা চাকরি তৈরি করে । তাদের কথা ভেবেই এই বাজেটে বিপুল কর্মসংস্থানের সুযোগের কথা বলা হয়েছে ।"

পর্যটন শিল্পের বিকাশের ফলে সরাসরি কর্মসংস্থান বৃদ্ধির পথ খুলে যাবে বলেও আশাপ্রকাশ করেন নির্মলা সীতারমন । বলেন, "এবারের বাজেটে জ্ঞান, দক্ষতাতে মর্যাদা দেওয়া হয়েছে । আরও কর্মসংস্থান তৈরি করতে সরকার সড়ক ও যাতায়াত ব্যবস্থার উন্নতি করতে চায় ।"

পাশাপাশি এবারের বাজেটে রাজ্য সরকারগুলোকে আর্থিক পরিকল্পনার রোড ম্যাপ তৈরির নির্দেশ দেন অর্থমন্ত্রী । সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত ব্যাঙ্কগুলোর সাধারণ কর্মচারী পদে নিয়োগে বড় সংস্কার আনারও কথা বলা হয়েছে বাজেটে

দিল্লি , 1 ফেব্রুয়ারি : 2020-21 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । অর্থমন্ত্রীর বাজেট ভাষণে উঠে আসে যুব সমাজের কথা । তাদের চাহিদা পূরণে সরকার যে দায়বদ্ধ তা বার বার ফুটে ওঠে অর্থমন্ত্রীর ভাষণে । নির্মলা সীতারমন বলেন, "আজকের যুবসমাজ চাকরিপ্রার্থী নয়, তারা চাকরি তৈরি করে । তাদের কথা ভেবেই এই বাজেটে বিপুল কর্মসংস্থানের সুযোগের কথা বলা হয়েছে ।"

পর্যটন শিল্পের বিকাশের ফলে সরাসরি কর্মসংস্থান বৃদ্ধির পথ খুলে যাবে বলেও আশাপ্রকাশ করেন নির্মলা সীতারমন । বলেন, "এবারের বাজেটে জ্ঞান, দক্ষতাতে মর্যাদা দেওয়া হয়েছে । আরও কর্মসংস্থান তৈরি করতে সরকার সড়ক ও যাতায়াত ব্যবস্থার উন্নতি করতে চায় ।"

পাশাপাশি এবারের বাজেটে রাজ্য সরকারগুলোকে আর্থিক পরিকল্পনার রোড ম্যাপ তৈরির নির্দেশ দেন অর্থমন্ত্রী । সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত ব্যাঙ্কগুলোর সাধারণ কর্মচারী পদে নিয়োগে বড় সংস্কার আনারও কথা বলা হয়েছে বাজেটে

New Delhi, Feb 01 (ANI): Finance Minister Nirmala Sitharaman and MoS Finance Anurag Thakur arrived at the Parliament to attend Cabinet meeting. Cabinet meeting is being held ahead of the presentation of Union Budget for financial year 2020-21. PM Modi-led government will present its first full budget after taking charge for second consecutive term.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.