ETV Bharat / bharat

25 বছরেই মন্ত্রিসভায়, সাধারণের মন্ত্রী হয়ে উঠেছিলেন সুষমা - প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ

1970 সালে রাজনৈতিক জীবনে পদার্পণ ৷ তারপর সুদীর্ঘ রাজনৈতিক যাত্রাপথ ৷ ধীরে ধীরে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তিনি যেন মানুষের খুব কাছের হয়ে উঠেছিলেন ৷ মাত্র 25 বছর বয়সে মন্ত্রিত্ব সামলেছেন ৷ দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন ৷ একমাত্র মহিলা সাংসদ যিনি আউটস্ট্যান্ডিং পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ডে সম্মানিত হন ৷ দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা বিদেশমন্ত্রী ছিলেন তিনি ৷ গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 7, 2019, 4:45 AM IST

Updated : Aug 7, 2019, 3:03 PM IST

দিল্লি, 7 অগাস্ট : সন্ধ্যায় কাশ্মীরে 370 ধারা প্রত্যাহার নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন তিনি ৷ শরীর তাঁকে সক্রিয় রাজনীতি করার অনুমতি না দিলেও দেশ ও সমকালীন রাজনীতির সঙ্গে শেষ নিঃশ্বাস পর্যন্ত জড়িয়েছিলেন ৷ হয়তো ভারতীয় রাজনীতির আরও কিছু পরিবর্তনের সাক্ষী হতে পারতেন ৷ দেশের প্রিয় এই রাজনীতিবিদের দূরদর্শিতায় আরও কিছু সমৃদ্ধ হওয়া বাকি ছিল ৷ কিন্তু নিয়তি বোধহয় অন্য কিছুই চেয়েছিল ৷ আচমকাই চলে গেলেন সুষমা স্বরাজ ৷ মাত্র 25 বছরে মন্ত্রী হওয়া থেকে শুরু করে দেশের প্রথম পূর্ণ সময়ের বিদেশ মন্ত্রীর যাত্রাপথটাও সুদীর্ঘ ৷ রাজনৈতিক মহলে তাঁর বাগ্মিতা, রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসকও বহু৷ তাঁর বর্ণময় রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের কাছে একটা অনুপ্রেরণা বললেও ভুল বলা হয় না ৷

আউটস্ট্যান্ডিং পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ডে সম্মানিত হন

প্রথম জীবন :
1953 সালের 14 ফেব্রুয়ারি হরিয়ানায় জন্ম সুষমার ৷ বাবা হরদেব শর্মা ছিলেন একজন RSS কর্মী ৷ অম্বালা ক্যান্টনমেন্টের সনাতন ধর্ম কলেজ থেকে সংস্কৃত ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন ৷ পরে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন ৷ সেই সময় হরিয়ানায় ভাষা পর্ষদের তরফে রাজ্যস্তরে একটি প্রতিযোগিতা হত ৷ সেখানে সেরা হিন্দি বক্তা হিসেবে পরপর তিনবার পুরস্কার জেতেন ৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গেও যুক্ত ছিলেন ৷

sushma-swaraj
ছাত্রজীবনে RSS-র সঙ্গে যুক্ত ছিলেন সুষমা

রাজনীতিতে পদার্পণ :
1970 সাল থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাত ধরে রাজনৈতিক জীবনে পদার্পণ ৷ 1973 সালে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে প্র্যাকটিস শুরু করেন সুষমা স্বরাজ । তাঁর স্বামী স্বরাজ কৌশলের সঙ্গে সোশালিস্ট নেতা জর্জ ফার্নান্ডেজ়ের ভালো সম্পর্ক ছিল ৷ 1975 - 1977 সাল ৷ দেশে তখন জরুরি অবস্থা ৷ আইনে তাঁর দক্ষতার জেরে সোশালিস্ট নেতা জর্জ ফার্নান্ডেজ়ের নেতৃত্বাধীন দলের সদস্য হন ৷ পরে জয়প্রকাশ নারায়ণের জরুরি অবস্থা বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মীও ছিলেন ৷ এরপরই যোগ দেন BJP তে ৷ 1977- 1982 সাল পর্যন্ত হরিয়ানার বিধায়ক ছিলেন ৷ 1977 সালের জুলাই মাস৷ তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন দেবী লাল ৷ 25 বছর বয়সে জনতা পার্টির সরকারে প্রথম মন্ত্রী হন ৷ 1979 সালে 27 বছর বয়সে হরিয়ানার জনতা পার্টির স্টেট প্রেসিডেন্ট হন ৷ 1987-1990 সাল হরিয়ানায় ভারতীয় জনতা পার্টি ও লোকদলের জোট সরকার ৷ তখন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ৷

sushma-swaraj
দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা বিদেশমন্ত্রী

জাতীয়স্তরে রাজনীতি :
1990 সালের এপ্রিলে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হন ৷ এরপর 1996 সালে দক্ষিণ দিল্লি থেকে 11 তম লোকসভা নির্বাচনে জয়লাভ করেন ৷ 1996 সালে 13 দিনের বাজপেয়ী সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব পান ৷ দিল্লি থেকে 12 তম লোকসভা নির্বাচনে জয়লাভ করেন ৷ আবার বাজপেয়ি সরকারের অধীনে তথ্য-সম্প্রচার ও টেলিকমিউনিকেশন মন্ত্রকের অতিরিক্ত দায়ভার সামলান ৷ তৎকালীন সময়ে তাঁর উল্লেখযোগ্য অবদান সিনেমাকে শিল্পের তকমা দেওয়া ৷ যা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিকে ব্যাঙ্ক ফিনান্স পেতে সাহায্য করে ৷ 1998 -র অক্টোবর ৷ দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৷ কিন্তু সেই বছর ডিসেম্বরেই ইস্তফা দেন তিনি ৷ 1999-এর সেপ্টেম্বরে কর্নাটকের বেলারি কেন্দ্র থেকে তৎকালীন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধির বিরুদ্ধে লড়েন ৷ কিন্তু হেরে যান৷ 2000 সালে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন৷ 2003 থেকে 2004 কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ ও সংসদীয় বিষয়ক মন্ত্রী হন তিনি ৷ 2006 সালে বর্ষীয়াণ নেতা প্রমোদ মহাজনের মৃত্যুর পর দলের মুখ হিসেবে উঠে আসেন তিনি ৷ 2009 সাল ৷ লোকসভা নির্বাচনে এল কে আদবানির নেতৃত্বাধীন BJP, কংগ্রেস নেতৃত্বাধীন UPA সরকারকে কেন্দ্র থেকে সরাতে ব্যর্থ হয়৷ তখন আদবানির বয়স 86 বছর ৷ ফলে প্রশস্থ হয় সুষমার পথ ৷ লোকসভার বিরোধী মুখ হিসেবে উঠে আসেন ৷ 2014 সালে মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে জেতেন তিনি ৷ দায়িত্ব পান বিদেশ মন্ত্রকের ৷ তৎকালীন সময়ে ওয়াল স্ট্রিট জার্নাল নামে অ্যামেরিকার এক দৈনিক তাঁকে ভারতের সবচেয়ে প্রিয় রাজনীতিবিদের তকমা দেয় ৷

sushma-swaraj
দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী

সাতবারের সাংসদ এবং তিনবারের বিধায়ক ছিলেন তিনি৷ BJP থেকে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ৷ তিনি একমাত্র মহিলা সাংসদ যিনি আউটস্ট্যান্ডিং পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ডে সম্মানিত হন৷ 2019 সালে 19 ফেব্রুয়ারি স্প্যানিস সরকার তাঁকে গ্র্যান্ড ক্রস অফ অর্ডার অফ সিভিল মেরিট সম্মান দেয় ৷

প্রথম মহিলা হিসেবে লোকসভায় সামলেছেন বিরোধী দলনেতার ভার ৷ দেশের কোনও জাতীয় দলের প্রথম মহিলা মুখপাত্রও ছিলেন তিনি ৷ বছর দুয়েক আগে কিডনি প্রতিস্থাপন হয় তাঁর ৷ তারপর আর শরীর সেভাবে সঙ্গ দেয়নি ৷ সম্প্রতি লোকসভা নির্বাচনেও অংশ নেননি তিনি ৷

দিল্লি, 7 অগাস্ট : সন্ধ্যায় কাশ্মীরে 370 ধারা প্রত্যাহার নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন তিনি ৷ শরীর তাঁকে সক্রিয় রাজনীতি করার অনুমতি না দিলেও দেশ ও সমকালীন রাজনীতির সঙ্গে শেষ নিঃশ্বাস পর্যন্ত জড়িয়েছিলেন ৷ হয়তো ভারতীয় রাজনীতির আরও কিছু পরিবর্তনের সাক্ষী হতে পারতেন ৷ দেশের প্রিয় এই রাজনীতিবিদের দূরদর্শিতায় আরও কিছু সমৃদ্ধ হওয়া বাকি ছিল ৷ কিন্তু নিয়তি বোধহয় অন্য কিছুই চেয়েছিল ৷ আচমকাই চলে গেলেন সুষমা স্বরাজ ৷ মাত্র 25 বছরে মন্ত্রী হওয়া থেকে শুরু করে দেশের প্রথম পূর্ণ সময়ের বিদেশ মন্ত্রীর যাত্রাপথটাও সুদীর্ঘ ৷ রাজনৈতিক মহলে তাঁর বাগ্মিতা, রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসকও বহু৷ তাঁর বর্ণময় রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের কাছে একটা অনুপ্রেরণা বললেও ভুল বলা হয় না ৷

আউটস্ট্যান্ডিং পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ডে সম্মানিত হন

প্রথম জীবন :
1953 সালের 14 ফেব্রুয়ারি হরিয়ানায় জন্ম সুষমার ৷ বাবা হরদেব শর্মা ছিলেন একজন RSS কর্মী ৷ অম্বালা ক্যান্টনমেন্টের সনাতন ধর্ম কলেজ থেকে সংস্কৃত ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন ৷ পরে পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন ৷ সেই সময় হরিয়ানায় ভাষা পর্ষদের তরফে রাজ্যস্তরে একটি প্রতিযোগিতা হত ৷ সেখানে সেরা হিন্দি বক্তা হিসেবে পরপর তিনবার পুরস্কার জেতেন ৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গেও যুক্ত ছিলেন ৷

sushma-swaraj
ছাত্রজীবনে RSS-র সঙ্গে যুক্ত ছিলেন সুষমা

রাজনীতিতে পদার্পণ :
1970 সাল থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাত ধরে রাজনৈতিক জীবনে পদার্পণ ৷ 1973 সালে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে প্র্যাকটিস শুরু করেন সুষমা স্বরাজ । তাঁর স্বামী স্বরাজ কৌশলের সঙ্গে সোশালিস্ট নেতা জর্জ ফার্নান্ডেজ়ের ভালো সম্পর্ক ছিল ৷ 1975 - 1977 সাল ৷ দেশে তখন জরুরি অবস্থা ৷ আইনে তাঁর দক্ষতার জেরে সোশালিস্ট নেতা জর্জ ফার্নান্ডেজ়ের নেতৃত্বাধীন দলের সদস্য হন ৷ পরে জয়প্রকাশ নারায়ণের জরুরি অবস্থা বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মীও ছিলেন ৷ এরপরই যোগ দেন BJP তে ৷ 1977- 1982 সাল পর্যন্ত হরিয়ানার বিধায়ক ছিলেন ৷ 1977 সালের জুলাই মাস৷ তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন দেবী লাল ৷ 25 বছর বয়সে জনতা পার্টির সরকারে প্রথম মন্ত্রী হন ৷ 1979 সালে 27 বছর বয়সে হরিয়ানার জনতা পার্টির স্টেট প্রেসিডেন্ট হন ৷ 1987-1990 সাল হরিয়ানায় ভারতীয় জনতা পার্টি ও লোকদলের জোট সরকার ৷ তখন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ৷

sushma-swaraj
দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা বিদেশমন্ত্রী

জাতীয়স্তরে রাজনীতি :
1990 সালের এপ্রিলে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হন ৷ এরপর 1996 সালে দক্ষিণ দিল্লি থেকে 11 তম লোকসভা নির্বাচনে জয়লাভ করেন ৷ 1996 সালে 13 দিনের বাজপেয়ী সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব পান ৷ দিল্লি থেকে 12 তম লোকসভা নির্বাচনে জয়লাভ করেন ৷ আবার বাজপেয়ি সরকারের অধীনে তথ্য-সম্প্রচার ও টেলিকমিউনিকেশন মন্ত্রকের অতিরিক্ত দায়ভার সামলান ৷ তৎকালীন সময়ে তাঁর উল্লেখযোগ্য অবদান সিনেমাকে শিল্পের তকমা দেওয়া ৷ যা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিকে ব্যাঙ্ক ফিনান্স পেতে সাহায্য করে ৷ 1998 -র অক্টোবর ৷ দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৷ কিন্তু সেই বছর ডিসেম্বরেই ইস্তফা দেন তিনি ৷ 1999-এর সেপ্টেম্বরে কর্নাটকের বেলারি কেন্দ্র থেকে তৎকালীন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধির বিরুদ্ধে লড়েন ৷ কিন্তু হেরে যান৷ 2000 সালে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন৷ 2003 থেকে 2004 কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ ও সংসদীয় বিষয়ক মন্ত্রী হন তিনি ৷ 2006 সালে বর্ষীয়াণ নেতা প্রমোদ মহাজনের মৃত্যুর পর দলের মুখ হিসেবে উঠে আসেন তিনি ৷ 2009 সাল ৷ লোকসভা নির্বাচনে এল কে আদবানির নেতৃত্বাধীন BJP, কংগ্রেস নেতৃত্বাধীন UPA সরকারকে কেন্দ্র থেকে সরাতে ব্যর্থ হয়৷ তখন আদবানির বয়স 86 বছর ৷ ফলে প্রশস্থ হয় সুষমার পথ ৷ লোকসভার বিরোধী মুখ হিসেবে উঠে আসেন ৷ 2014 সালে মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে জেতেন তিনি ৷ দায়িত্ব পান বিদেশ মন্ত্রকের ৷ তৎকালীন সময়ে ওয়াল স্ট্রিট জার্নাল নামে অ্যামেরিকার এক দৈনিক তাঁকে ভারতের সবচেয়ে প্রিয় রাজনীতিবিদের তকমা দেয় ৷

sushma-swaraj
দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী

সাতবারের সাংসদ এবং তিনবারের বিধায়ক ছিলেন তিনি৷ BJP থেকে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ৷ তিনি একমাত্র মহিলা সাংসদ যিনি আউটস্ট্যান্ডিং পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ডে সম্মানিত হন৷ 2019 সালে 19 ফেব্রুয়ারি স্প্যানিস সরকার তাঁকে গ্র্যান্ড ক্রস অফ অর্ডার অফ সিভিল মেরিট সম্মান দেয় ৷

প্রথম মহিলা হিসেবে লোকসভায় সামলেছেন বিরোধী দলনেতার ভার ৷ দেশের কোনও জাতীয় দলের প্রথম মহিলা মুখপাত্রও ছিলেন তিনি ৷ বছর দুয়েক আগে কিডনি প্রতিস্থাপন হয় তাঁর ৷ তারপর আর শরীর সেভাবে সঙ্গ দেয়নি ৷ সম্প্রতি লোকসভা নির্বাচনেও অংশ নেননি তিনি ৷

New Delhi, Aug 06 (ANI): Congress leader Ranjeet Ranjan believes the step taken by the present government of revoking Article 370 in Jammu and Kashmir is absolutely right. She said, "Because we're in opposition, people expect us to oppose. But in my opinion, the decision to revoke Article 370, that was anyway temporary and had to be revoked, is the right decision." She also added, "This step will allow all Kashmiris to avail facilities that are provided to every citizen of this country."

Last Updated : Aug 7, 2019, 3:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.